
শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে প্রথম টেস্টে রানের পাহার করল গড়ল ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় দিনে প্রথম দুই সেশন নিজের নাম করলেন টিম ইন্ডিয়া তথা রবীন্দ্র জাদেজা। চোটের কারমে বেশ কয়েক মাস টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন জাড্ডু। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলে কামব্য়াক করেন তিনি। টি২০ সিরিজেই বুঝিয়ে দিয়েছিলেন কতটা তৈরি তিনি। কিন্তু আসল শো বাকি ছিল টেস্ট সিরিজের জন্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করার পাশাপাশি ১৭৫ রানের নজির গড়া ইনংস খখেলেন ভারতীয় দল। এছাড়া দ্বিতীয় দিনে অর্ধশতরান করেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দিন হনুমা বিহারী, ঋষভ পন্থ ও দ্বিতীয় দিনে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ব্য়াটে ভর করে ৫৭৪ রানের বিশাল স্কোর করে রোহিত শর্মার দল। ফলে মোহালি টেস্টের দ্বিতীয় দিনে ম্য়াচের রাশ পুরোপুরি নিজেদের হাতে করে নিল ভারত।
প্রথম দিনের শেষে ভারতীয় দলের স্কোর ছিল ৩৫৭ রানে ৬ উইকেট। ৪৫ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা ও ১০ অপরাজিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দলের ৩৩২ রান থেকে শুর হয়েছিল তাদের পার্টনারশি। দ্বিতীয় দিনের শুরু থেকে ছন্দে পাওয়ার যায় ভারতের দুই স্পিনার অলরাউন্ডারকে। দিনের শু রুতে একটু সেট হতে সময় নেওয়ার পর থেকেই একের পর এক নিজেদের শট খেলেন জাদেজা-অশ্বিন জুটি। চোখ ধাঁধানো বেশ কিছি শট খেলেন তারা। দুই বোলিং অলরাউন্ডার জুটিকে কোনও মতেই বাগে আনতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। অনবদ্য শতরানের পার্টনারশিপ করেন জাড্ড-অশ্বিন জুটি। নিজেদের অর্ধশতরানও পূরণ করেন তারা। ১৩০ রানের পার্টবারশিপ করার পর ব্যক্তগত ৬১ রানে আউট হনরবিচন্দ্রন। ৪৬২ রানে সপ্তম উইকেট পড়ে টিম ইন্ডিয়ার। অশ্বিন আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যান রবীন্দ্র জাদেজা। সেঞ্চুরি করেন তিনি।
তবে সেঞ্চুরি করেই থামেননি জাদেজা। শ্রীলঙ্কার বোলারদের কার্যত তুলোধনা করেন তিনি। ১৫০ রানে গণ্ডীও টপকে যান তিনি। জয়ন্ত যাদব মাত্র ২ রান করেআউট হলেও , শষের দিকে ২০ রানের ইনিংস খেলে জাদেজাকে সঙ্গ দেন মহম্ম শামি। শেষ পর্যন্ত ৫৭৪ রানে ৮ উইকেট স্কোরে ইনিংস ডিক্লেয়ার করেন ভারত অধিনায়ক। ১৭৫ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ১৭টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস। ভারতী ইনিংসে সর্বোচ্চ স্কোর জাদেজা করার পাশাপাশি ৯৬ রানের নিংস খেলেন ঋষভ পন্থ, ৬১ করেন অশ্বিন , ৫৮ রানের ইনিংস খেলেন হনুমা বিহারী। নিজের কেরিয়ারের শততম টেস্টের প্রথম ইনিংসে ৪৫ রান করলেও ৮ হাজার টেস্ট রানের মাইলস্টোন টপকে যান বিরাট কোহলি।