ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজে ইডেনে কিছু দর্শক প্রবেশের অনুমতি, জেনে নিন সংখ্যাটা কত

১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies) টি২০ সিরিজ (T20 Series)। কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হবে ৩ ম্য়াচের সিরিজ। ইডেনে মিলল সামান্য দর্শক প্রবেশের অনুমতি।
 

একদিনের সিরিজের শেষে কলকাতা এসে পৌছেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। একদিনের বিশ্রামের পর রবিবার থেকেই ইডেনে অনুশীলন শুরু করে দিয়েছে কায়রন পোলার্ডের দল। অনুশীলন নামছে ভারতীয় ক্রিকেট দলও। কিন্তু এই সব কিছুই মধ্যেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) টি২০ সিরিজ (T20 Series) কী সম্পূর্ণ রুদ্ধদ্বার অর্থাৎ দর্শক শূন্য হবে। কারণ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একদিনের সিরিজের তিনটি ম্য়াচে হয়েছিল দর্শক শূন্য মাঠে। তারমধ্যেও ওডিআই সিরিজ শুরুর আগে ভারতীয় দলে থাবা বসিয়েছিল করোনা ভাইরাস। যার ফলে ইডেন গার্ডেন্সেও (Eden Gardens) দর্শক শূন্য ম্য়াচ হওয়ার সম্ভবান তৈরি হয়। যদিও তার আগে বাংলার সরতার ৭৫ শতাংশ লোক নিয়ে ম্য়াচ আয়োজনের অনুমতি দিয়েছিল। শেষমেষ ইডেনে কিছু দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হল।

বাংলার কোভিড গ্রাফ অনেকটা নিচে থাকায় বিসিসিআইয়ের কাছে দর্শক সহ ম্য়াচ আয়োজনের আবেদন জানিয়েছিল  ক্রিকেট অ্য়াসোসিয়েশন অফ বেঙ্গল। প্রথম টি২০ ম্য়াচে পুরোপুরি দর্শক প্রবেশের অনুমতি না মিললেও ২ থেকে ৩ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হল। তবে কেউই সাধারণ দর্শক নন। স্পনসর এবং সিএবি-র অধীনে থাকা বিভিন্ন সংস্থার প্রতিনিধিদেরই খেলা দেখার বন্দোবস্ত করা হচ্ছে। বাকি দু’টি ম্যাচে যাতে সাধারণ দর্শক প্রবেশের অনুমতি পাওয়া যায় তার জন্য সিএবি ফের অনুরোধ করেছে বিসিসিআই-কে। দর্শকদের জন্য ইডেনের আপার টায়ার এবং হসপিটালিটি বক্স প্রস্তুত রাখা হচ্ছে। করোনার কথা মাথায় রেখে তাঁদের জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হবে বলে জানা গিয়েছে। ফলে মাঠে সামান্য দর্শক থাকলেও তিলোত্তমার ক্রিকেট প্রেমিরা এখনও ইডেনে খেলা দেখার অনুমতি পাচ্ছে না। দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচে বিসিসিআই অনুমতি দেয় কিনা এখন সেটাই দেখার।

Latest Videos

আরও পড়ুনঃনিলামে অবিক্রিত 'মিস্টার আইপিএল', রায়না প্রসঙ্গে কী জানাল সিএসকে

আরও পড়ুনঃকবে কাটবে বিরাট কোহলির ব্য়াটে রানের খরা, জানালেন ব্য়াটিং কোচ বিক্রম রাঠৌর

আরও পড়ুনঃসম্পূর্ণ নতুন রূপে বিশ্বমানের এনসিএ, ভিত্তিপ্রস্তুর স্থাপন করলেন সৌরভ সহ বিসিসিআই কর্তারা

প্রসঙ্গত, একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ৩-০ ব্যবধানে কায়রন পোলার্ডের (Kieron Pollard) দলকে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল।ইডেন গার্ডেন্সে ৩ ম্য়াচের টি২০ সিরিজে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ৩টি টি২০ ম্য়াচে মুখোমুখি হবে দুই দল।  সম্পূর্ণ কোভিড বিধি মেনে আয়োজিত হবে এই ম্য়াচ। ক্রিকেটের নন্দনকাননে পরপর তিনটি ম্য়াচকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মদনা তুঙ্গে। একদিনের সিরিজে ৩-০ ব্য়বধানে জয়ের পর ভারতীয় দলের লক্ষ্য টি২০ সিরিজেও সেই পারফম্য়ান্স ধরে রাখাই লক্ষ্য ভারতীয় ক্রিকেট দলের। 
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM