IPL 2021 - KKR-র 'হোমগ্রাউন্ডে' কেমন থাকছে পিচ, RCB ম্যাচে জল ঢালবে না তো বৃষ্টি

আইপিএল ২০২১-এর দ্বিতীয় লেগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কেকেআর েবং আরসিবি। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কেমমন থাকবে পিচ, আবহাওয়া? 

আইপিএল ২০২১ (IPL 2021)-এর দ্বিতীয় লেগের দ্বিতীয় ম্যাচে সোমবার, আবু ধাবির (Abu Dhabi) শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বর্তমানে পয়েন্ট টেবিলে দুই দল েকেবারে বিপরীত প্রান্তে রয়েছে। 

আইপিএল ২০২১ এর প্রথমার্ধে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগে উজ্জ্বল পারফরম্যান্সের জেরে ৭ ম্যাচ খেলে ৫ টিতে জিতে আরসিবি (RCB) আছে ৩ নম্বরে। অন্যদিকে, অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের (KKR) কাছে আজকের ম্যাচ মরন-বাচনের। প্লে-অফে যেতে গেলে এখান থেকে তাদের সব ম্যাচই জিততে হবে। বর্তমানে কেকেআর আছে ৭ নম্বরে। দেখে নেওয়া যাক কেকেআর বনাম আরসিবি (KKR vs RCB) ম্যাচে পিচ কেমন থাকছে, আবহাওয়াই বা কেমন থাকবে - 

Latest Videos

"

পিচ রিপোর্ট: আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ সাধারণত ডাবল পেসড হয়, অর্থাৎ কোনও কোনও বল বেশি গতিতে ছোটে, কোনওটা আস্তে। ফলে ব্যাটারদের স্ট্রোক খেলতে অসুবিধা হতে পারে। ম্যাচ যত েগোবে ততই পিচের গতি কমবে বলে মনে করা হচ্ছে। বোলাররা পিচ থেকে কিছুটা হলেও সাহায্য পাবেন। আবুধাবির পিচে গড় স্কোর ১৫০ হলেও, সাম্প্রতিক সময়ে পিচের প্রচুর উন্নতি হয়েছে। গত বছর আইপিেল-ের সময় গড় স্কোর উঠেছিল ১৭০ এর কাছাকাছি। কাজেই টস জেতা অধিনায়ক প্রথমে ব্যাট করবেন বলেই আশা করা হচ্ছে। আইপিএল ২০২০-তে ই মাঠে সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছিল কেকেআর। তাই মাঠটি কেকেআরের হোমগ্রাউন্ডই বলা চলে। তাদের আত্মবিশ্বাস বেশি থাকবে। 

আবহাওয়ার রিপোর্ট: আবুধাবিতে খেলোয়াড়দের স্বাগত জানাবে গরম এবং আর্দ্র সন্ধ্যা। তবে সন্ধ্যার ম্যাচ বলেই কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খুব বেশি গরমের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। গড় তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ ডিগ্রির আশপাশে। বৃষ্টির কারণে খেলা ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে, দ্বিতীয় ইনিংসের সময় শিশির  গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

আরও পড়ুন - IPL 2021 - কে হবেন নয়া আরসিবি অধিনায়ক, বিরাট কোহলির চেয়ারের দৌড়ে কারা কারা আছেন

আরও পড়ুন - IPL 2021 - ঝড় তুলেছে তাঁর স্নানদৃশ্য, এই মারাঠা নায়িকাই ক্লিন বোল্ড করেছে ঋতুরাজকে, দেখুন ছবি

আরও পড়ুন - IPL 2021 - আরসিবি বনাম কেকেআর ম্য়াচে তারকা হতে পারেন এঁরা, চোখ রাখুন এই ৬ ক্রিকেটারের উপর

খনও পর্যন্ত শেখ জায়েদ স্টেডিয়ামে মোট ৪৭টি মোট টি -টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে। তারমধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে ২২বার। আর ২৫ বার জিতেছে যারা পরে ব্যাট করেছে। এই ভেন্যুতে প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোর ২২৫/৭, আর সর্বনিম্ন ৮৭ অলআউট। আর রান তাড়া করার ক্ষেত্রে সর্বোচ্চ ১৬৬ রান তাড়া করে জিতেচিল, পরে ব্যাট করা দল। প্রথম ইনিংসের গড় স্কোর ১৪০, দ্বিতীয় ইনিংসের ১২৯।
 

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari