দুর্দান্ত প্রত্য়াবর্তন নাইটদের। ৪ উইকেট হারিয়ে এখন ১৪৯ রানে মুম্বই ইন্ডিয়ান্স।
10:59 PM (IST) Sep 23
মাত্র ১৫.১ ওভারেই প্রয়োজনীয় ১৫৬ রান তুলে জিতে গেল নাইট রাইডার্স। ৪২ বলে ৭৪ রানে অপরাজিত থাকলেন রাহুল ত্রিপাঠী।
10:53 PM (IST) Sep 23
আরও এক উইকেট নিলেন জসপ্রিত বুমরা। ৮ বলে ৭ রান করে বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ক্যাপ্টেন মর্গান।
10:40 PM (IST) Sep 23
ফের ধাক্কা দিলেন সেই বুমরা। আউট, ভেঙ্কটেশ আইয়ারষ তার আগে ৩০ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেন। রাহুিল ত্রিপাঠী অপরাজিত ৩১ বলে ৫৫ রানে। নতুন ব্যাটসম্যান মর্গান।
10:40 PM (IST) Sep 23
অর্থশতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার এবং রাহুল ত্রিপাঠী দুজনেই।
10:31 PM (IST) Sep 23
১০ ওভারের শেষে ১১১ রান তুলে ফেলল কেকেআর। আউট হয়েছেন একমাত্র শুবমান। আইয়ার আছেন ৪৮ রানে, ত্রিপাঠী ৪৩-এ।
10:24 PM (IST) Sep 23
৯ ওভারের শেষে ৯৭/১ কেকেআর। দুর্দান্ত খেলছেন ভেঙ্কটেশ আইয়ার (২২ বলে ৪৬) এবং রাহুল ত্রিপাঠী (২৩ বলে ৩৬)।
10:16 PM (IST) Sep 23
ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।
10:16 PM (IST) Sep 23
ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।
10:16 PM (IST) Sep 23
ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।
10:16 PM (IST) Sep 23
ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।
10:16 PM (IST) Sep 23
ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।
10:16 PM (IST) Sep 23
ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।
10:16 PM (IST) Sep 23
ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।
10:12 PM (IST) Sep 23
পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে কেকেআর-এর রান ১ উইকেট হারিয়ে ৬৩। ভেঙ্কটে আইয়ার ১৫ বলে ৩৩ এবং রাহুল ত্রিপাঠি ১২ বলে ১৬ রানে অপরাজিত।
10:01 PM (IST) Sep 23
উইকেট পড়লেও বাউন্ডারি আসছে। ৪ ওভারের শেষে কেকেআর ১ উইকেটে ৪৮।
09:58 PM (IST) Sep 23
নতুন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি।
09:56 PM (IST) Sep 23
দারুণভাবে ফিরে এলেন বুমরা। তাঁর প্রথম ৪ বল থেকে দুটি ৪-সহ এসেছিল ১০ রান। শেষ বলে শুবমান গিলের স্টাম্প ছিটকে দিলেন তিনি। ৩ ওভারের শেষে কেকেআর ১ উইকেট হারিয়ে ৪০।
09:52 PM (IST) Sep 23
তৃতীয় ওভার করতে এলেন বুমরা। তাকেও চার মারলেন শুবমান গিল।
09:50 PM (IST) Sep 23
অ্যাডাম মিলনের বলে পরপর একটি ছয় ও চার মারলেন ভেঙ্কটেশ আইয়ার। দ্বিতীয় ওভার শেষ বলে আবার একটি চার মারলেন তিনি। ওভার থেকে এল ১৫ রান। ২ ওভার শেষএ কেকেআর বিনা উইকেটে ৩০।
09:45 PM (IST) Sep 23
শুরুটা দারুণ করল নাইটরা। বিশেষ করে শুবমান গিল। ট্রেন্ট বোল্টকে দুটি ছয় মারলেন তিনি। প্রথম ওভারের শেষে কলকাতা বিনা উইকেটে ১৫।
09:44 PM (IST) Sep 23
১৫৫ রানে শেষ হল মুম্বইয়ের ইনিংস। শেষ ওভারে দুটি ৪ মারলেন সৌরভ তিওয়ারি।
আরও পড়ুন - IPL 2021, KKR vs MI - দুর্দান্ত প্রত্যাবর্তন কেকেআর বোলারদের, ১৫৫ রানেই শেষ মুম্বই ইনিংস
09:42 PM (IST) Sep 23
দুর্ন্দান্ত ছয় মেরে শুরু করলেন শুবমান গিল। তাঁর সঙ্গে নাইটদের হয়ে ওপেন করেছেন আইয়ার। মুম্বইয়ের ওপেনিং বোলার বোল্ট।
09:22 PM (IST) Sep 23
রানআউট হলেন পোলার্ড। ১৫ বলে ২১ রান করে গেলেন তিনি। আগের ওভারেই একটি ৬ ও একটি ৪ মেরে ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি।
09:17 PM (IST) Sep 23
১৯তম ওভার করতে এলেন আন্দ্রে রাসেল। দ্বিতীয় বলেই ছয় মারলেন ক্রুনাল পান্ডিয়া।
09:16 PM (IST) Sep 23
১৮ ওভার শেষে মুম্বই ১৪০, ৪ উইকেট হারিয়ে। প্রসিদ্ধ কৃষ্ণর ওভার থেকে এল ১৮ রান।
09:09 PM (IST) Sep 23
পেশির জোরে প্রসিদ্ধ কৃষ্ণর বলে ১৭ তম ওভারে ছক্কা মারলেন কায়রন পোলার্ড। তার পরের বলেই আবার তাঁর ব্যাটের কানায় লেগে বল সোজা পিছনের বাউন্ডারি পার করে গেল।
09:04 PM (IST) Sep 23
সতেরোতম ওভারে দুর্দান্ত লকি ফার্গুসন। প্রথম দুই বলে কোনও রান না দেওয়ার পর, তৃতীয় বলে তিনি তুলে নিলেন ইশান কিশানকে। ক্রিজে ক্রুনাল পান্ডিয়া এবং কায়রন পোলার্ড।
09:01 PM (IST) Sep 23
১৬ ওভার শেষে মুম্বই ৩ উইকেট হারিয়ে ১১৯
08:56 PM (IST) Sep 23
১৬তম ওভার করতে এলেন আন্দ্রে রাসেল। প্রথম বলেই তাঁকে পুল করে ছয় মারলেন ইশান কিশান।
08:55 PM (IST) Sep 23
প্রসিদ্ধ কৃষ্ণ আবার সাফল্য এনে দিলেন কেকেআর-কে। এবার আউট বিপজ্জনক ডিকক। ৪১ বলে ৫৫ রানের দারুণ ইনিংস খেললেন মুম্বই ওপেনার। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে মুম্বই তুলল ১০৬।
08:44 PM (IST) Sep 23
১৪ ওভার শেষ। স্ট্র্যাটেজিক টাউমআউটে যাওয়ার আগে আরও একটি চার মারলেন ডিকক। ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন তিনি। মুম্বই ১০২, ২ উইকেট হারিয়ে। সূর্যকুমার যাদবের বদলে নতুন ব্যাটার এসেছেন ইশান কিশান।
08:43 PM (IST) Sep 23
অর্ধশতরান করলেন ডিকক। লকি ফার্গুসনের বলে ১৪ তম ওভারে ৩৫ বলে ৫০ রান সম্পূর্ণ করলেন তিনি। মুম্বই ৯৬, ২ উইকেট হারিয়ে।
08:34 PM (IST) Sep 23
রোহিতের বদলে তিন নম্বরে ব্যাট করতে এসে মাত্র ৫ রান করেই প্যাভিলিয়নে ফিরলেন সূর্যকুমার যাদব। প্রসিদ্ধ কৃষ্ণর বলে ১৩তম ওভারে আউট হলেন তিনি। এমআই-এর স্কোর ৮৯/২
08:23 PM (IST) Sep 23
সুনিল নারাইনের দশম ওভারে এল মাতের ৩ রান, সঙ্গে একটি উইকেট খোয়ালো মুম্বই। ১০ ওভার শেষে তাদের স্কোর ১ উইকেট হারিয়ে ৮০।
08:19 PM (IST) Sep 23
সুনিল নারাইনের বলে ছয় মারতে গিয়ে বাইন্জারি লাইনে ধরা পড়লেন রোহিত শর্মা। সহজ ক্যাচ ধরলেন শুবমান গিল। রোহিত করলেন ৩০ বলে ৩৩ রান।
08:15 PM (IST) Sep 23
নবম ওভারে বল করলেন আন্দের রাসেল। তিনিও থামাতে পারলেন না ডিকককে। দুটি বাউন্ডারি মারলেন মুম্বই ওপেনার। নয় ওভারের শেষে এমআই বিনা উইকেটে ৭৭।
08:06 PM (IST) Sep 23
সপ্তম ওভার শেষে বিনা উইকেটে এমআই ৬০ রান করল। রোহিত, ডিকক দুজনেই আছেন ২৯ রানে।
08:04 PM (IST) Sep 23
ষষ্ঠ ওভারের পঞ্চম বলে প্রসিদ্ধ কৃষ্ণকে আরও একটি ছয় মারলেন ডিকক। ওভার শেষে এমআই বিনা উইকেটে ৫৬।
07:57 PM (IST) Sep 23
এবার প্রসিদ্ধ কৃষ্ণকে বাউন্ডারির অনেক দূরে উড়িয়ে দিলেন কুইন্টন ডিকক। একেবারে স্ট্রেট বাউন্ডারি ধরে এল তার দ্বিতীয় ছয়।
07:55 PM (IST) Sep 23
কেকেআর-এর বিরুদ্ধে ১০০০ রান সম্পূর্ণ করলেন রোহিত শর্মা। তিনিই হলেন আইপিএল-এ কোনও একটি দলের বিরুদ্ধে ১০০০ রান পুর্ণ করা প্রথম ব্যাটার।