অবশেষে দীর্ঘ ২ মাসেরও বেশি সময়ের ২২ গজের লড়াইয়ের অবসান হতে চলেছে। ৭৩ টি ম্য়াচের পর আইপিএল ২০২২-এর মেগা ফাইনালে পৌছেছে দুই দল দল গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনাল ঘিরে চড়ছে পারদ। ঘরের মাঠে প্রথমবার আইপএল খেলেই গুজরাট ফাইনালে ওঠায় স্থানীয় ক্রিকেট প্রেমিদের বাধ ভাঙা উচ্ছ্বাস। গ্রুপ পর্বে লিগ টেবিলেও এক ও দুই নম্বর জায়গায় শেষ করেছিল গুজরাট ও রাজস্থান। মেগা ফাইনালে হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসনের দলের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমিরা। প্লে অফের প্রথম ম্যাচে রাজস্থানকে হারিয়েই ফাইনালে পৌছেছিল হার্দিকরা। অপরদিকে আরসিবিকে দ্বিতীয় এলিমিনেটরে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেছে রয়্যালসরা। সব মিলিয়ে ফাইনালের মহারণে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
11:44 PM (IST) May 29
দাপটের সঙ্গে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএল ২০২২ চ্যাম্পিয়ন হল গুজরাট টাইটানস।
11:35 PM (IST) May 29
আক্রমণাত্মক ব্যাটিং মিলারের। ১৭ ওভার শেষে ১২২ রান গুজরাট। ৩ ওভারে দরকার ৮ রান।
11:24 PM (IST) May 29
ক্রিজে রয়েছেন ডেভিড মিলার ও শুবমান গিল । ১৫ ওভার শেষে ৯৭ গুজরাট ৩ উইকেট।
11:16 PM (IST) May 29
৩৪ রান করে যুজবেন্দ্র চাহলের বলে আউট হলেন হার্দিক পান্ডিয়া। ৮৬ রানে ৩ উইকেট গুজরাট।
11:09 PM (IST) May 29
১২ তম ওভারে অশ্বিনের বলে একটি ছয় ও একটি চার মারলেন হার্দিক। ১২ ওভার শেষে ৭৭ রানে ২ উইকেট গুজরাট।
10:59 PM (IST) May 29
ঠান্ডা মাথায় পার্টনারশিপ গড়ছেন হার্দিক পান্ডিয়া ও শুবমান গিল। ১০ ওভার শেষে ২ উইকেটে ৫৪ গুজরাট।
10:49 PM (IST) May 29
আটোসাঁটো বোলিং রাজস্থানের। ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক ও গিল। ৮ ওভার শেষে ৩৮ রানে ২ উইকেট গুজরাট।
10:41 PM (IST) May 29
নিজের প্রথম ওভারে ৬ রান দিলেন চাহল। একটি চার মারলেন গিল। ৬ ওভার শেষে ২ উইকেটে ৩১ গুজরাট।
10:32 PM (IST) May 29
পঞ্চম ওভারে ফের উইকেট পড়ল রাজস্থানের। ৮ রান করে বোল্টের বলে আউট হলেন ম্য়াথু ওয়েড। ২৩ রানে ২ উইকেট গুজরাট।
10:30 PM (IST) May 29
প্রসিদ্ধ কৃষ্ণা তৃতীয় ওভারে এল ১১ রান। একটি বিশাল ছয় মারলেন ওয়েড। ৪ ওভার শেষে ২২ রানে ১ উইকেট গুজরাট।
10:24 PM (IST) May 29
ভালো বোলিং করছে রাজস্থান। তৃতীয় ওভারে কোনও রান দিলেন না ট্রেন্ট বোল্ট। গুজরাট ১ উইকেটে ১১।
10:19 PM (IST) May 29
সফল ওভার প্রসিদ্ধ কৃষ্ণার। ক্রিজে ম্যাথু ওয়েড ও শুবমান গিল। ২ ওভার শেষে ১ উইকেটে ১১ গুজরাট।
10:17 PM (IST) May 29
প্রসিদ্ধ কৃষ্ণার বলে একটি চার মারার পর বোল্ড হলেন ঋদ্ধিমান সাহা। ৫ করলেন তিনি। ৯ রানে ১ উইকেট গুজরাট।
10:13 PM (IST) May 29
প্রথম ওভারে গিলের ক্যাচ ফেললেন চাহল। শেষ বলে বোল্টকে চার মারলেন গিল। ১ ওভার শেষে ৫ গুজরাট
09:54 PM (IST) May 29
শেষ ওভারের শেষ বলে শামির বলে বোল্ড হলেন রিয়ান পরাগ। ৯ উইকেটে ১৩০ রান করল রাজস্থান রয়্যালস। গুজরাটের টার্গেট ১৩১ রান।
09:48 PM (IST) May 29
১৯ তম ওভারে ৩ রান দিলেন যশ দয়াল। ১২৩ রানে ৭ উইকেট রাজস্থান।
09:43 PM (IST) May 29
ক্রিজে রিয়ান পরাগ ও ওবেড ম্য়াককয়। ১৮ ওভার শেষে ৭ উইকেটে ১২০ রাজস্থান।
09:40 PM (IST) May 29
১৮ তম ওভারে সাই কিশোরের বলে একটি ছয় মেরে পরের বলে ফের মারতে গিয়ে আউট হলেন ট্রেন্ট বোল্ট। ১১ রান করলেন তিনি।
09:31 PM (IST) May 29
সাই কিশোরের বলে ৬ রান করে আউট হলেন রবিচন্দ্রন অশ্বিন। ১৬ ওভারে ৯৮ রানে ৬ উইকেট রাজস্থান।
09:25 PM (IST) May 29
১৫ তম ওভারে হার্দিকের বলে দুটি চার মারলেও শেষ বলে কট অ্যান্ড বোল্ড আউট হলেন শিমরন হেটমায়ার। ফাইনালে ৩টি উইকেট নিলেন হার্দিক। ১৫ ওভার শেষে ৯৪ রানে ৫ উইকেট রাজস্থান।
09:17 PM (IST) May 29
ক্রিজে হেটমায়ার ও অশ্বিন। ১৪ ওভার শেষে ৪ উইকেটে ৮৪ রান রাজস্থান।
09:08 PM (IST) May 29
সঞ্জু স্যামসনের পর জস বাটলারের শিকার করলেন হার্দিক পান্ডিয়া। ফাইনালে বল হাতে কামাল গুজরাট অধিনায়কের। ৩৯ রান করলেন বাটলার। ৪ উইকেটে ৭৯ রাজস্থান রয়্যালস।
09:05 PM (IST) May 29
১২তম ওভারে রাশিদ খানের বলে ২ রান করে আউট হলেন দেবদূত পাড়িকল। ১২ ওভার শেষে রাজস্থান ৩ উইকেট ৭৯।
08:53 PM (IST) May 29
একাই লড়াই করছেন জস বাটলাক। দশম ওভারে শামিকে মারলেন দুটি অনবদ্য চার। ১০ ওভার শেষে রাজস্থান ২ উইকেটে ৭১।
08:44 PM (IST) May 29
গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বল করতে এসে শিকার করলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট। ১৪ রান করে আউট হলেন তিনি। ২ উইকেটে ৬০ রাজস্থান।
08:40 PM (IST) May 29
পার্টনারশিপ গড়ছেন জস বাটলার ও সঞ্জু স্যামসন। ৮ ওভার শেষে ১ উইকেটে ৫৯ রাজস্থান।
08:31 PM (IST) May 29
৬ ওভার শেষে ১ উইকেটে ৪৪ রাজস্থান। ব্যাট করছেন জস বালার ও সঞ্জু স্যামসন।
08:27 PM (IST) May 29
নিজের প্রথম ওভার করতে এসে আগুনে গতিতে বল করলেন লকি ফার্গুসন। ৫ ওভার শেষে ৩৭ রানে ১ উইকেট রাজস্থান।
08:22 PM (IST) May 29
আক্রমণাত্মক ব্য়াটিং করছিলেন যশশ্বী জয়সওয়াল। চতুর্থ ওভারেও যশ দয়ালকে মারেন একটি বিশাল ছক্কা। তারপর ফের হিট করতে গিয়ে আউট হলেন তিনি। ২২ রান করলেন যশশ্বী। ৪ ওভার শেষে ৩১ রানে ১ উইকেট রাজস্থান।
08:16 PM (IST) May 29
মহম্মদ শামির তৃতীয় ওভারে একটি ছয় ও একটি চার সহ এল ১৪ রান। দুটি বাইন্ডারি মারেন যশস্বী জয়সওয়াল। ৩ ওভারে ২১ রাজস্থান।
08:11 PM (IST) May 29
যশ দয়ালকে একটি চার মারলেন বাটলার। ওভারে দিলেন ৫ রান। ২ ওভার শেষে রাজস্থান বিনা উইকেটে ৭।
08:06 PM (IST) May 29
আইপিএল ফাইনালের প্রথম ওভারে ২ রান দিলেন মহম্মদ শামি। ব্য়াট করছেন জস বাটলার ও যশশ্বী জয়সওয়াল।
07:58 PM (IST) May 29
ম্য়াচ শুরুর আগে দেখে নিন দুই দলের একাদশ
07:33 PM (IST) May 29
আইপিএল ২০২২ ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন।
07:29 PM (IST) May 29
এআর রহমানের বন্দে দেশাত্মবোধক পারফরম্যান্স, দেখুন ভিডিও
07:28 PM (IST) May 29
জমকালো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, দেখুন ভিডিও
07:26 PM (IST) May 29
আর কিছু সময়ের অপেক্ষা তারপর শুরু মেগা ফাইনাল