শনিবার আইপিএলের দুটি ম্যাচের প্রথমটিতে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটানস। একদিকে দুরন্ত ফর্মে থাকা হার্দিক পান্ডিয়ার দল। প্রথম ৬টি ম্য়াচের মধ্যে ৫টিতেই জিতে বর্তমানে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। আজকের ম্য়াচে কেকেআরকে হারাতে পারলেই ফের এক নম্বরে পৌছে যাবে হার্দিক ব্রিগেড। অপরদিকে প্রতিযোগিতার ঘুড়ে দাঁড়ানোর লড়াই কলকাতা নাইট রাইডার্সের। প্রতিযোগিতার প্রথম ৪টি ম্য়াচে ৩টিতে জয় পেয়ে শুরুটা ভালো করেছিল নাইটরা। কিন্তু শেষ তিনটি ম্যাচ টানা হেরে অনেকটাই ব্য়াকফুটে শ্রেয়স আইয়রের দল। সেমি ফাইনালে যাওয়ার রাস্তা মসৃণ রাখতে হলে গুজরাটের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কেকেআর।
07:29 PM (IST) Apr 23
টানা চতুর্থ হার কেকেআরের। আন্দ্রে রাসেল চেষ্টা করেও শেষ রক্ষা হল না। ১৪৮ রানে শেষ হল কেকেআরের ইনিংস। ৮ রানে ম্য়াচ জিতল গুজরাট টাইটানস।
07:25 PM (IST) Apr 23
একটি ছয় মেরে আউট রাসেল। আলজারি জোসেফের বলে আউট হলেন তিনি। ২৫ বলে ৪৮ করলেন রাসেল। ৪ বলে দরকার ১২ রান।
07:22 PM (IST) Apr 23
৬ বলে দরকার ১৮ রান, ক্রিজে রাসেল ও উমেশ
07:17 PM (IST) Apr 23
ক্রিজে রাসেল-উমেশ। ১৮ ওভার শেষে ১২৮ কেকেআর। ২ ওভারে দরকার ২৯ রান।
07:12 PM (IST) Apr 23
১৭ ওভার শেষে কেকেআর ১২০। ৩ ওভারে দরকার ৩৭
07:01 PM (IST) Apr 23
২ রান করে রাশিদ খানের বলে বোল্ড শিবম মাভি। ১০৮ রানে ৭ উইকেট কেকেআর।
06:59 PM (IST) Apr 23
কেকেআরের ভরসা একমাত্র রাসেল। ৫ ওভারে দরকার ৫০ রান। ১৫ ওভার শেষে ১০৭ কেকেআর।
06:55 PM (IST) Apr 23
৬ ওভারে কেকেআরের দরকরা ৫৮ রান। ১৪ ওভারে ৯৯ কেকেআর। ৬ উইকেটের বিনিময়ে।
06:51 PM (IST) Apr 23
১৬ রান করে রাশিদ খানের বলে আউট ভেঙ্কটেশ আইয়র।
06:48 PM (IST) Apr 23
যশ দয়ালের বলে ক্যাচ আউট হওয়ার পরও নো বল হওয়ায় বেঁচে যান রাসেল। তারপর দুটি বিশাল ছয়। ১৩ ওভারে ৯৮ কেকেআর।
06:40 PM (IST) Apr 23
৩৫ রান করে যশ দয়ালের বলে আউট হলেন রিঙ্কু সিং। কেকেআর ৭ রানে ৫ উইকেট।
06:31 PM (IST) Apr 23
উইকেট বাঁচিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়র। ১০ ওভার শেষে কেকেআক ৬৩।
06:20 PM (IST) Apr 23
লড়াই করছেন রিঙ্কু সিং। ৮ ওভার শেষে কেকেআর ৪ উইকেট হারিয়ে ৫০
06:16 PM (IST) Apr 23
ব্য়াট করছেন রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়র। ৭ ওভার শেষে কেকেআর ৪ উইকেটে ৪১।
06:10 PM (IST) Apr 23
যশ দয়ালের বলে ১২ রান করে আউট হলেন শ্রেয়স আইয়র। ৩৪ রানে ৪ উইকেট কেকেআর।
06:04 PM (IST) Apr 23
একের পর এক উইকেট হারিয়ে চাপে কেকেআর। ৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে কেকেআর ২৪।
06:01 PM (IST) Apr 23
২ রান করে লকি ফার্গুসনের বলে আউট হলেন নীতিশ রানা। ১৬ রানে ৩ উইকেট কেকেআর।
05:56 PM (IST) Apr 23
আলজারি জোসেফের বলে একটি চার মারলেন শ্রেয়স আইয়র। ৪ ওভার শেষে ১৬ কেকেআর
05:52 PM (IST) Apr 23
শুরুতেই চাপে কেকেআর। ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১।
05:47 PM (IST) Apr 23
শামির তৃতীয় ওভারেই আউট নারিন। ৫ রান করে আউট নারিন।
05:44 PM (IST) Apr 23
একটি চার মারলেন নারিন। দ্বিতীয় ওভার শেষে কেকেআর ১ উইকেটে ১০।
05:41 PM (IST) Apr 23
প্রথম ওভারে শামির বলে একটি চার মেরে আউট হলেন স্যাম বিলিংস। ১ ওভার শেষে কেকেআর ১ উইকেটে ৫।
05:37 PM (IST) Apr 23
ওপেন করতে নেমে প্রথম ওভারেই আউট হলেন স্যাম বিলিংস। ৪ রান করে শামির বলে আউট হলেন তিনি।
05:19 PM (IST) Apr 23
রাসেলর শেষ বলে আউট হলেন যশ দয়াল।রাসেল এক ওভারে নিলেন ৪ উইকেট। ১৫৬ রান করল গুজরাট টাইটানস।
05:17 PM (IST) Apr 23
রাসেলের চতুর্থ বলে আউট রাহুল তেওয়াটিয়া। ১৭ রান করলেন তিনি।
05:15 PM (IST) Apr 23
দ্বিতীয় বলেও উইকেটে রাসালের। খাতা না খুলে সাজঘরে ফেরত গেলেন লকি ফার্গুসন।
05:13 PM (IST) Apr 23
শেষ ওভারে রাসেলের প্রথম বলেই আউট অভিনব মনোহর। ২রান করেন তিনি।
05:12 PM (IST) Apr 23
শেষের দিকে অনেকটাই কমল রানের গতি। ১৯ ওভার শেষে গুজরাট ১৫১ রানে ৫ উইকেট।
05:05 PM (IST) Apr 23
খাতা না খুলেই টিম সাউদির বলে আউট হলেন রাশিদ খান। গুজরাট ৫ উইকেটে ১৪০।
05:02 PM (IST) Apr 23
১৮ তম ওভারে টিম সাউদির বলে আউট হলেন হার্দিক পান্ডিয়া। ৬৭ রান করলেন তিনি। ১৩৮ রানে ৪ উইকেট গুজরাট।
04:54 PM (IST) Apr 23
১৭ তম ওভারে ২৭ রান করে শিবম মাভির বলে ২৭ রান করে আউট হলেন ডেভিড মিলার। ১৩৩ রানে ৩ উইকেট গুজরাট।
04:47 PM (IST) Apr 23
বড় স্কোরের দিকে এগোচ্ছে গুজরাট। ১৫ ওভার শেষে ১২৭।
04:41 PM (IST) Apr 23
দ্রুত গতিতে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন মিলার ও হার্দিক। ১৪ ওভার শেষে ২ উইকেটে ১১৪ গুজরাট।
04:29 PM (IST) Apr 23
ফের একবার অধিনায়কোচিত ইনিংস হার্দিক পান্ডিয়ার। ৩৬ বলে পূরণ করলেন নিজের অর্ধশতরান। ১২ ওভার শেষে গুজরাট ৯৬ রানে ২ উইকেট।
04:23 PM (IST) Apr 23
১১ তম ওভারে উমেশ যাদবের বলে আউট হলেন ঋদ্ধিমান সাহা। ২৫ রান করলেন তিনি। গুজরাট ২ উইকেটে ৮৩।
04:20 PM (IST) Apr 23
নিজের দ্বিতীয় ওভারে বেশি রান দিলেন না বরুণ চক্রবর্তী। ১০ ওভার শেষে ৭৮ গুজরাট।
04:16 PM (IST) Apr 23
নবম ওভারে আটোসাটো বোলিং করলেন উমেশ যাদব। ৯ ওভার শেষে গুজরাট টাইটানস ১ উইকেটে ৭৩।
04:08 PM (IST) Apr 23
শিবম মাভির সপ্তম ওভারে এল ১৪ রান। একটি ছয় ও একটি চার মারলেন হার্দিক। ৭ ওভার শেষে গুজরাট ১ উইকেটে ৬১।
03:59 PM (IST) Apr 23
ষষ্ঠ ওভারে ৪ রান দিলেন নারিন। ৬ ওভার শেষে ১ উইকেটে ৪৭ গুজরাট টাইটানস।
03:56 PM (IST) Apr 23
পার্টনারশিপ গড়ছেন হার্দিক পান্ডিয়া ও ঋদ্ধিমান সাহা। ৫ ওভার শেষে গুজরাট ৪৩ রানে ১ উইকেট।