KKR vs MI Live- কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের সব লাইভ আপডেট এক ক্লিকে

সংক্ষিপ্ত

বুধবার আইপিএল ২০২২-এর ১৪তম ম্য়াচে মুখোমখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। আইিপএলের ইতিহাসে যে দলগুলির লড়াই ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে সবথেকে উন্মাদনা ও উত্তেজনা লক্ষ্য করা যায় তাদের মধ্যে উপরের সারিতে থাকবে কলকাতা বনাম মুম্বই দ্বৈরথ। তবে এবারের আইপিএলের শুরুটা  ভালো হয়নি পাঁচবারের আইপিএল জয়ীদের। প্রথম দুটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্নমার দলকে। অপরদিকে, মাঝে একটি আরসিবির বিরুদ্ধে লড়াই করে হারলেও তিনটির মধ্যে ২টিতে জিতে লিগ টেবিলের ভালো জায়গা রয়েছে শ্রেয়স আইয়রের দল। আজ কেকেআর জিততে পারলে রয়েছে শীর্ষে যাওয়ার সুযোগ। অপরদিকে মরসুমে প্রথম জয় পেতে মরিয়া মুম্বই।
 

11:03 PM (IST) Apr 06

১৬ তম ওভারে ৩৭ রান মেরে খেলা শেষ করলেন প্যাট কামিন্স

ড্যানিয়েল সামসের ১৬ তম ওভারে ৩৭ মেরে খেলা শেষ করলেন প্য়াট কামিন্স। ১৪ বলে অর্শতরান করে রেকর্ড গড়লেন কামিন্স।

10:53 PM (IST) Apr 06

১৫ ওভার শেষে ১২৭ কেকেআর

মারকাটারি ব্যাটিং করছেন প্যাট কামিন্স। ১৫ ওভার শেষে কেকেআর ১২৭ রানে ৫ উইকেট। ৩০ বলে দরকার ৩৫ রান।

10:40 PM (IST) Apr 06

আউট আন্দ্রে রাসেল

১৪ তম ওভারের প্রথম বলে আউট রাসেল। মিলসের বলে ১১ রান করে আউট হলেন তিনি।

10:39 PM (IST) Apr 06

বুমরার ১৩ ওভারে এল ১২ রান

বুমরারা ওভারে একটি চার মারলেন রাসেল, একটি মারলেন আইয়র, ওভারে এল ১২ রান। ১৩ ওভার শেষে ১০১ রানে ৪ উইকেট কেকেআর।

10:33 PM (IST) Apr 06

এসেই ছয় মারলেন রাসেল

১২ তম ওভারের শেষ বলেই বিশাল ছক্কা রাসেলের ব্য়াটে। কেকেআর ৮৯ রানে ৪ উইকেট।

10:31 PM (IST) Apr 06

আউট নীতিশ রানা

১২ তম ওভারে মুরগান অশ্বিনকে বিগ হিট করতে গিয়ে আউট হললেন নীতিশ রানা। ৮ রান করলেন তিনি।

10:28 PM (IST) Apr 06

১১ তম ওভারে এল ১৪ রান

তাইমিল মিলসের ১১ তম ওভারে একটি চার মারলেন ভেঙ্কটেশ আইয়র  ও একটি ছয় মারলেন নীতিশ রানা। ১১ ওভার শেষে কেকেআর ৩ উইকেটে ৮১।

10:22 PM (IST) Apr 06

আউট স্য়াম বিলিংস

মুরগান অশ্বিনের বলে বিগ হিট করতে গিয়ে আউট হলেন স্যাম বিলিংস। ১৭ রান করলেন তিনি। কেকেআর ১০ ওভার শেষে ৬৭ রানে ৩ উইকেট।

10:09 PM (IST) Apr 06

৮ ওভার শেষে ৫০ কেকেআর

লড়াই করছেন ভেঙ্কটেশ আইয়র ও স্য়াম বিলিংস। ধীরে ধীরে বাড়াচ্ছেন রানের গতি। ৮ ওভার শেষে ২ উইকেটে ৫০ রান কেকেআর।

10:01 PM (IST) Apr 06

আউট শ্রেয়স আইয়র

পাওয়ার প্লের শেষ বলে আউট হলেন শ্রেয়স আইয়র। ১০ রান করে সামসের বলে আউট হলেন তিনি। ৬ ওভার শেষে কেকেআর ২  উইকেটে ৩৫ রান।

09:56 PM (IST) Apr 06

পঞ্চম ওভারে এল ১২

উইকেট পড়লেও পঞ্চম ওভারে এল ১২ রান। দুটি চার মারলেন শ্রেয়স আইয়র। ৫ ওভার শেষে কেকেআর ২৬ রান ১ উইকেট।

09:52 PM (IST) Apr 06

আউট আজিঙ্কে রাহানে

পঞ্চম ওভারে তাইমিল মিলসের প্রথম বলে বিগ হিট করতে গিয়ে আউট হলেন রাহানে। ৭ রান করে আউট হলেন রাহানে।

09:50 PM (IST) Apr 06

বুমরা চতুর্থ ওভারে দিলেন ২ রান

চতুর্থ ওভারে বুমরার বলে এল ২ রান। কেকেআর ৪ ওভার শেষে বিনা উইকেটে ১৬।

09:47 PM (IST) Apr 06

৩ ওভার শেষে কেকেআর ১৪

আটোসাঁটো  বোলিং করছে মু্ম্বই । ৩ ওভার শেষে ১৪ কেকেআর।

09:37 PM (IST) Apr 06

প্রথম ওভার শেষে কেকেআর ৩

ওপেন করছেন রাহানে ও ভেঙ্কটেশ আইয়র। প্রথম ওভার শেষে ৩ বিনা উইকেটে।

09:18 PM (IST) Apr 06

শেষ ওভারে এল ২৩ রান

প্রথম বলে উইকেট পড়লেও শেষ ৫ বলে প্য়াট কামিন্সকে ২৩ রান মারেন পোলার্ড। ৩টি ছয় মারেন পোলার্ড। ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৬১ রান করল মুম্বই ইন্ডিয়ান্স।

09:09 PM (IST) Apr 06

আউট সূর্যকুমার যাদব

শেষ ওভারে কামিন্সের বলে আউট হন সূর্যকুমার যাদব। ৫২ রান করেন তিনি।

09:06 PM (IST) Apr 06

১৯ ওভার শেষে মু্ম্বই ১৩৮

আন্দ্রে রাসেলের ওভারে এল ৯ রান। ১৯ ওভার শেষে মু্ম্বই ১৩৮

09:01 PM (IST) Apr 06

নারিনের ১৮ তম ওভারে এল ১৪ রান

নারিনের ১৮ তম ওভারে একটি ছক্কা ও একটি চার নমারলেন সূর্যকুমার যাদব। ১৮ ওভার শেষে ৩ উইকেট ১২৯ মুম্বই।

08:56 PM (IST) Apr 06

১৭ তম ওভারে ১৭ রান দিলেন বরুণ চক্রবর্তী

মারকাটারি ব্য়াটিং করছেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। ১৭ তম ওভারে এল ২টি চার একটি ছয় সহ ১৭ রান। মুম্বই ১১৫ রানে ৩ উইকেট।

08:50 PM (IST) Apr 06

প্যাট কামিন্সকে ওভারে একটি ছয় ও একটি চার মারলেন তিলক ভার্মা

প্যাট কামিন্সকে ওভারে একটি ছয় ও একটি চার মারলেন তিলক ভার্মা। ১৬ ওভার শেষে মুম্বই ৯৮ রানে ৩ উইকেট।

08:45 PM (IST) Apr 06

১৫ ওভার শেষে ৮৫ মুম্বই

রানের গতিবেগ বাড়াচ্ছেন সূর্যকুমার যাদব। ১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৩ উইকেটে ৮৫।

08:34 PM (IST) Apr 06

১৩ তম ওভারে আক্রমণাত্মক সূর্যকুমার

১৩ ওভারে উমেশ যাদবের বলে তিলক ভার্মার সোজা ক্যাচ ফেললেন রাহানে। কারপর শেষ দুই বলে একটি চার ও একটি ছয় মারলেন সূর্যকুমার যাদব। মুম্বই ১৩ ওভার শেষে ৭১ রানে ৩ উইকেট।

08:24 PM (IST) Apr 06

ইশান কিশানের উইকেট নিলেন প্যাট কামিন্স

মুম্বই ইন্ডিয়ান্সের সবথেকে ইন ফর্ম ব্যাটসম্য়ান ইশান কিশানকে আউট করলেন প্যাট কামিন্স।১৪ রান করলেন তিনি। ১১ ওভার শেষে মুম্বই ৫৫ রানে ৩ উইকেট।

08:19 PM (IST) Apr 06

১০ ওভার শেষে ৫৪ মুম্বই

আটোসাটো বোলিং করছে কেকেআর। ১০ ওভার ২ উইকেট হারিয়ে ৫৪ মুম্বই ইন্ডিয়ান্স।

08:10 PM (IST) Apr 06

বরুণ চক্রবর্তীর বলে আউট বেবি এবি

প্রথম বলে ছয় মারলেও পঞ্চম বলে ডিওয়াল্ড ব্রেভিসকে প্যাভেলিয়নের রাস্তা দেখালেন বরুণ চক্রবর্তী। ৮ ওভার শেষে ২ উইকেটে ৪৫।

07:59 PM (IST) Apr 06

পাওয়ার প্লে শেষ মুম্বই ৩৫

রোহিত আউট হওয়ার পর ইনিংসের রাশ ধরেছেন ইশান কিশান ও ডিওয়াল্ড ব্রেভিস। ৬ ওভার শেষে ৩৫ রানে ১ উইকেট মুম্বই।

07:54 PM (IST) Apr 06

নেমেই আক্রমণ বেবি এবির

ক্রিজে এসেই আক্রমণাত্মক শট খেলছেন বেবি এবি। ৫ ওভার শেষে ২৩ রানে ১ উইকেট মুম্বই

07:46 PM (IST) Apr 06

৩ ওভার শেষে মুম্বই ৭

সফল ওভার উমেশের। ৩ ওভার শেষে ৭ রানে ১ উইকেট মুম্বই।

07:44 PM (IST) Apr 06

রোহিত শর্মাকে আউট করলেন উমেশ যাদব

ফের নতুন বলে উইকেট দিলেন উমেশ যাদব। ৩ রান করে আউট রোহিত শর্মা। মুম্বই  ৬ রানে ১ উইকেট।

07:39 PM (IST) Apr 06

দ্বিতীও ওভারে এল ৩ রান

দ্বিতীয় ওভারে বল করতে এসে রাসিখ সালাম দিলেন ৩ রান। ২ ওভারের শেষে মুম্বই ৪ বিনা উইকেটে।

07:34 PM (IST) Apr 06

প্রথম ওভারে ১ রান দিলেন উমেশ যাদবব

প্রথম ওভারে আটোসাটো বোলিং উমেশ যাদবের। দিলেন ১ রান।

07:23 PM (IST) Apr 06

কেকেআর বনাম মুম্বইয়ের প্রথম একাদশ, দেখে নিন

কেকেআর বনাম মুম্বইয়ের প্রথম একাদশ, দেখে নিন

 

 

07:03 PM (IST) Apr 06

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল কেকেআর

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র।

 

 

06:22 PM (IST) Apr 06

ম্য়াচের আগে কেকেআরের অনুশীলন, দেখুন ছবি

ম্য়াচের আগে কেকেআরের অনুশীলন, দেখুন ছবি

 

 

06:21 PM (IST) Apr 06

কেকেআরের বিরুদ্ধে নামতে প্রস্তুত মুম্বইও

কেকেআরের বিরুদ্ধে নামার আগে কী বলছেন মুম্বই তারকারা

 

 

06:19 PM (IST) Apr 06

মুম্বই ম্য়াচের আগে কী ভাবছেন কেকেআর তারকারা, দেখুন ভিডিও

মুম্বই ম্য়াচের আগে কী ভাবছেন কেকেআর তারকারা, দেখুন ভিডিও

 

 

06:17 PM (IST) Apr 06

মুম্বই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কেকেআর

আর কিছু সময় পরই শুরু ম্য়াচ। তার আগে স্টেডিয়ামের উদ্দেশ্যে কেকেআর দল।

 

 


More Trending News