Sudip Paul | Published : May 7, 2022 12:15 PM IST / Updated: May 07 2022, 11:11 PM IST

KKR vs LSG Highlights- কীভাবে কেকেআরকে হারাল লখনউ, জানুন ম্য়াচের সব আপডেট

সংক্ষিপ্ত

আইপিএল সুপার স্যাটারডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা শ্রেয়স আইয়র ও কেএল রাহুলের দ্বৈরথকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে চড়ছে পারদ। তবে এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ভালো জায়গায় রয়েছে কেএল রাহুলের দল। ১০টি ম্য়াচের মধ্যে ৭টি জিতে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ। আজ জিততে পারলে শেষ চারের টিকিট প্রায় পাকা হয়ে যাবে কেএ রাহুলের দলের। অপরদিকে, টানা পাঁচ ম্য়াচ হারের পর  রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ে ফিরে কিছুটা আত্মবিশ্বাস বেড়েছে কেকেআরের। তবে শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখতে গেলে প্রতিযোগিতার বাকি সব ম্য়াচই নাইটদের কাছে ডু অর ডাই। তাই যেনতেন প্রকারে ২ পয়েন্ট চাইছে কেকেআর।

10:52 PM (IST) May 07

অল আউট কেকেআর, ৭৫ রানে ম্য়াচ জিতল লখনউ

রান আউট হলেন হর্শিত রানা। ১০১ রানে অল আউট কেকেআর। ৭৫ রানে ম্য়াচ জিতল লখনউ।

10:49 PM (IST) May 07

আউট টিম সাউদি

এসেই খাতা না খুলে হোল্ডারের বলে আউট হলেন টিম সাউদি।

10:48 PM (IST) May 07

আউট সুনীল নারিন

২২ রান করে হোল্ডারের বলে আউট হলেন নারিন।

10:37 PM (IST) May 07

আউট অনুকুল রায়

খাতা না খুলেই আবেখ খানের বলে আউট হলেন অনুকুল রায়।

10:34 PM (IST) May 07

আউট আন্দ্রে রাসেল

১৯ বলে ৪৫ রান করে আভেস খানের বলে আউট হলেন আন্দ্রে রাসেল।

10:30 PM (IST) May 07

১২ ওভার ৭৯ রানে ৫ উইকেট কেকেআর

ক্রিজে রয়েছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। এসেই একটি ছয় ও চার মারলেন নারিন। ১২ ওভার ৭৯ রানে ৫ উইকেট কেকেআর।

 

10:27 PM (IST) May 07

আউট রিঙ্কু সিং

১২ তম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে ৬ রান করে আউট হলেন রিঙ্কু সিং

10:20 PM (IST) May 07

১০ ওভার শেষে ৬৪ কেকেআর

রবি বিষ্ণোইকেও একটি বিশাল ছক্কা মারলেন রাসেল। কেকেআর ১০ ওভার শেষে ৬৪ রান ৪ উইকেটের বিনিময়ে।

10:14 PM (IST) May 07

নবম ওভারে হোল্ডারকে ২৫ মারলেন রাসেল

নবম ওভারে জেসন হোল্ডারে ৩টি ছয় ও একটি চার সহ ২৫ রান মারলেন রাসেল। ৯ ওভার শেষে কেকেআর ৫৫ রানে ৪ উইকেট।

10:03 PM (IST) May 07

আউট নীতিশ রানা

সপ্তম ওভারে আভেশ খানের বলে ২ রান করে আউট হলেন নীতিশ রানা। ৭ ওভার শেষে ২৫ রানে ৪ উইকেট কেকেআর।

09:56 PM (IST) May 07

আউট অ্যারন ফিঞ্চ

পাওয়ার প্লের শেষ ওভারে জেসন হোল্ডারের বলে বাজে শট খেলে আউট হলেন অ্যারন ফিঞ্চ। করলেন ১৪ রান। কেকেআর ২৩ রানে ৩ উইকেট।

09:52 PM (IST) May 07

৫ ওভার শেষে কেকেআর ২১

আভেস খানের পঞ্চম ওভারে এল ১০ রান। একটি চার মারলেন ফিঞ্চ। ৫ ওভার শেষে ২ উইকেটে কেকেআর ২১

09:45 PM (IST) May 07

আউট শ্রেয়স আউয়র

৬ রান করে দুষ্মান্তা চামিরার বলে আউট হলেন শ্রেয়স আইয়র। কেকেআর ১১ রানে ২  উইকেট।

09:38 PM (IST) May 07

২ ওভার শেষে কেকেআর ৪

শুরুতেই উইকেট হারিয়ে চাপে কেকেআর। ২ ওভার শেষে ১ উইকেটে ৪।

09:32 PM (IST) May 07

আউট বাবা ইন্দ্রজিৎ

প্রথম ওভারে খাতা না খুলেই মহসিন খানের বলে আউট হলেন বাবা ইন্দ্রজিৎ। 

09:14 PM (IST) May 07

১৭৬ রান করল লখনউ

শেষ বলে রান আউট হলেন দুষ্মান্তা চামিরা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করল লখনউ সুপার জায়ান্টস।

09:12 PM (IST) May 07

আউট জেসন হোল্ডার

শেষ ওভারে ১৩ রান করে সাউদির বলে আউট হলেন জেসন হোল্ডার।

09:08 PM (IST) May 07

১৯ তম ওভারে ৩০ রান দিলেন মাভি

প্রথম তিনটি বলে ৩টি ছয় মারেন স্টয়নিস। চতুর্থ বলে আউট হন তিনি। শেষ দুটি বলে আরও দুটি ছয় মারলেন হোল্ডার। এক ওভারে ৩০ রান দিলেন মাভি। ১৯ ওভারে শেষে ১৭২ লখনউ।

09:06 PM (IST) May 07

ছয়ের হ্য়াটট্রিক করে আউট স্টয়নিস

শিবম মাভির ১৯ তম ওভারে প্রথম তিনটি বলে ৩টি ছয় মারেন স্টয়নিস। চতুর্থ বলেও ছয় মারতে গিয়ে আউট হলেন অজি তারকা। করলেন ১৪ বলে ২৮।

09:01 PM (IST) May 07

১৮ ওভার শেষে ১৪২ লখনউ

১৮ তম ওভারে আটোসাঁটো বোলিং রাসেলের। ১৮ ওভার শেষে ১৪২ লখনউ

08:55 PM (IST) May 07

১৭ ওভার শেষে ১৩৩ লখনউ

রানের গতি বাড়ানোর চেষ্টা করছেন স্টয়নিস ও বাদোনি। তবে শেষ কিছু ওভারে ভালো বোলিং কেকেআরের। ১৭ ওভার শেষে ৪ উইকেটে হারিয়ে ১৩৩  লখনউ।

08:45 PM (IST) May 07

১৫ ওভার শেষে ১২৩ লখনউ

পরপর ২ ওভারে ২  উইকেট নিলেন রাসেল। ১৫ ওভার শেষে ৪ উইকেটে ১২৩ লখনউ।

08:44 PM (IST) May 07

আউট ক্রুণাল পাণ্ডিয়া

নিজের দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেট নিলেন রাসেল। ২৫ রান করে আউট হলেন ক্রুণাল পাণ্ডিয়া। ১২২ রানে ৪ উইকেট লখনউ।

08:40 PM (IST) May 07

১৪ ওভার শেষে ১১৬ লখনউ

ক্রিজে ব্য়াট করছেন ক্রুণাল পাণ্ডিয়া ও আয়ূশ বাদোনি। ১৪ ওভার শেষে ৩ উইকেটে ১১৬ লখনউ।

08:31 PM (IST) May 07

আউট দীপক হুডা

আন্দ্রে রাসেলের বলে ৪১ রান করে আউট হলেন দীপক হুডা। ১০৭ রানে ৩ উইকেট লখনউ।

08:25 PM (IST) May 07

১১ ওভার শেষে ১০০ লখনউ

১১ তম ওভারে অনুকুল রায়কে একটি ছক্কা মারলেন দীপক হুডা। ১১ ওভার শেষে ২ উইকেটে ১০০ লখনউ।

08:21 PM (IST) May 07

১০ ওভার শেষে ৯০ লখনউ

ক্রিজে দীপক হুডা ও ক্রুণাল পাণ্ডিয়া। ১০ ওভার শেষে ২ উইকেটে ৯০ লখনউ সুপার জায়ান্টস।

08:06 PM (IST) May 07

আউট ডিকক

৫০ রান করে সুনীল নারিনের বলে আউট হলেন কুইন্টন ডিকক। ৭৩ রানে ২ উইকেট লখনউ।

08:04 PM (IST) May 07

অর্ধশতরান ডিককের

২৭ বলে ঝড়ের গতিতে নিজের অর্ধশতরান পূরণ করলেন ডিকক। ৭ ওভার শেষে লখনউ ৭৩।

07:58 PM (IST) May 07

পাওয়ার প্লে শেষে লখনউ ৬৬

হর্শিত রানে নিজের প্রথম ওভারে দিলেন ১৭ রান। ২টি চার ও একটি ছয় মারলেন ডিকক। ৬ ওভারে শেষে লখনউ ১ উইকেটে ৬৬।

07:54 PM (IST) May 07

৫ ওভার শেষে ৪৯ লখনউ

অনুকুল রায়ও নিজের প্রথম ওভারে এসে দিলেন ১০ রান। ৫ ওভার শেষে ৪৯ লখনউ।

07:50 PM (IST) May 07

সুনাল নারিনের চতুর্থ ওভারে এল ১০ রান

সুনীল নারিনকেও একটি বিশাল ছয় মারলেন দীপক হুডা। ওভারে এল ১০। ৪ ওভারে শেষে ৩৯ লখনউ।

07:45 PM (IST) May 07

তৃতীয় ওভারে ১৭ রান দিলেন টিম সাউদি

টিম সাউদির তৃতীয় ওভারে ২টি চার ও একটি ছয় সহ ১৭ রান নিলেন ডিকক। লখনউ ২৯ রানে ১ উইকেট।

07:40 PM (IST) May 07

দ্বিতীয় ওভারে ১০ রান দিলেন মাভি

শিবম মাভির দ্বিতীয় ওভারে ২টি অনবদ্য চার মারলেন দীপক হুডা। ২ ওভার শেষে লখনউ ১২ রানে ১ উইকেট।

07:35 PM (IST) May 07

প্রথম ওভার শেষে ২ রানে ১ উইকেট লখনউ

টিম সাউদির প্রথম ওভার শেষে ২ রানে ১ উইকেট লখনউ। 

07:34 PM (IST) May 07

আউট কেএল রাহুল

প্রথম ওভারেই একটি বল না খেলে রান আউট হলেন কেএল রাহুল। দুরন্ত থ্রো শ্রেয়স আইয়রের।

07:03 PM (IST) May 07

টস জিতল কেকেআর

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল কেকেআর।

05:54 PM (IST) May 07

লখনউ ম্য়াচের আগে কেকেআরের নানা মুহূর্ত দেখুন ভিডিও

লখনউ ম্য়াচের আগে কেকেআরের নানা মুহূর্ত দেখুন ভিডিও

 

 

05:52 PM (IST) May 07

লখনউয়ের বিরুদ্ধে নামার আগে কী জানাচ্ছে কেকেআর তারকারা

লখনউয়ের বিরুদ্ধে নামার আগে কী  জানাচ্ছে কেকেআর তারকারা

 

 

05:51 PM (IST) May 07

কেকেআর বনাম লখনউয়ের অনুশীলনের ছবি

কেকেআর বনাম লখনউয়ের অনুশীলনের ছবি, দেখুন কেমন হল 

 

 


More Trending News