জস বাটলারে দুরন্ত সেঞ্চুরি, মুম্বই ইন্ডিয়ান্সকে ১৯৪ রানের টার্গেট দিল রাজস্থান রয়্যালস

Published : Apr 02, 2022, 05:25 PM ISTUpdated : Apr 02, 2022, 05:45 PM IST
জস বাটলারে দুরন্ত সেঞ্চুরি, মুম্বই ইন্ডিয়ান্সকে ১৯৪ রানের টার্গেট দিল রাজস্থান রয়্যালস

সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) মুম্বই ইন্ডয়ান্স বনাম রাজস্থান রয়্যালস (MI vs RR) ম্যাচ। প্রথমে ব্য়াট করে ১৯৩ রান করল সঞ্জু স্যামসনের দল। সেঞ্চুরি করলেন জস বাটলার। রোহিত শর্মার দলের টার্গেট ১৯৪ রান।

জস বাটলারের  অনবদ্য শতরান। শিমরন হেটনায়ারের ঝোড়ো ইনিংস। প্রথম ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের পর আইপিএল ২০২২-এ ব্যাট হাতে অব্যাহত রাজস্থান রয়্যালসের বিধ্বংসী ফর্ম। আইপিএলের দ্বিতীয় ম্য়াচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস হারলেও ব্য়াটিং করে  ১৯৩ রানের স্কোর খাড়া করল সঞ্জু স্যামসনের দল। রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ ৬৮ বলে ১০০ রানের ইনিংস জস বাটলার। ১১টি চার ও ৫টি ছয়ে সাজানো তার ইনিংস। আইপিএল কেরিয়ারের এটি দ্বিতীয় শতরান ইংল্য়ান্ডের তারকা ব্য়াটসম্য়ানের। এছাড়াও ১৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন শিমরন হেটমায়ার। অধিনায়ক সঞ্জু স্যামসন করেন ৩০ রান। মুম্বইয়ের হয়ে সবথেকে সফল বোলার জসপ্রীত বুমরা। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া ৩ উইকেট নেন তাইমাল মিলসও। মুম্বই ইন্ডিয়ান্সের টার্গেট ১৯৪ রান। 

 

 

এদিন ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থান রয়্যালসের। ব্য়াট হাত বড় রান করতে ব্যর্থ হন যশশ্বী জয়সওয়াল। দলের ১৩ রানের মাথায় প্রথম উইকেট পড়ে রাজস্থানের। ১ রান করে জসপ্রীত বুমরার বলে আউট হন জয়সওয়াল।  অপরদিক থেকে জসস বাটলার নিজের মারকাটারি ইনিংস চালিয়ে যান। কিন্তু এদিন ব্যাট হাতে ব্যর্থ হন দেবদূত পাড়িকলও। ৪৮ রানে দ্বিতীয় উইকেট পড়ে রাজস্থানের। ৭ রান করে আউট হন দেবদূত পাড়িকল। এরপর অধিনায়ক সঞ্জু স্যামসন এসে জস বাটলারকে সঙ্গ দেন। এদিনের রাজস্থানের ব্য়াটিং মূলত ছিল বাটলার কেন্দ্রীক। সঞ্জু স্যামসনকে নিয়ে ৮০ রানের পার্টনারশিপ করেন তিনি। নিজের অর্ধশতরানও পূরণ করে ফেলেন তিনি।  অপরদিকে রাজস্থান অধিনায়ক ব্যক্তিগত ৩০ রানে প্যাভেলিয়নে ফেরে। ১৩০ রানে তৃতীয় উইকেট পড়ে রাজস্থান রয়্যালসের। 

 

 

এরপর শিমরন হেটমায়ার এসে জস বাটলারের সঙ্গে তালমিলিয়ে বিধ্বংসী ব্য়াটিং করতে থাকেন। একের পর এক চার-ছয় মারতে থাকেন ক্যারেবিয়ান তারকা। নিজের ইনিংস তখন একটু ধীরে করেন বাটলার। শেষের দিকে একটু সাবধানি হয়ে শতরান পূরণ করেন ইংল্য়ান্ডের তারকা ব্য়াটসম্য়ান। অপরদিকে ৩৫ রানে ঝোড়ো ইনিংস খেলে আউট হন হেটমায়ার। হেটমায়ার ফিরতেই ১ রানের মধ্যে আউট হন জস বাটলারও। ১০০ রান করেই আউট হন তিনি। ১৮৪ রানে পঞ্চম উইকেট পড়ে। এরপর অশ্বিন ক্রিজে ১ রান করেই রান আউট হয়ে যান। নবদীপ সাইনিও ২রান করে সাজঘরে ফেরেন। শেষ ২ ওভারে বুমরা ও মিলস আটসাটো বোলিং করে রাজস্থানকে ২০০ রানের আগেই আটকে দেয়। শেষ পর্যন্ত ১৯৩ রানে থামে রাজস্থানের ইনিংস। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে