আইপিএল ২০২২ (IPL 2022) -এ মঙ্গলার মুখোমুখি রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস (RCB vs RR)। জয় পেতে মরিয়া সঞ্জু স্যামসন ও ফাফ ডুপ্লেসির দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আরসিবির।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গা লোরের বিরুদ্ধেও টস ভাগ্য সাথ দিল না রাজস্থান রয়্যালসের। টস জিতে আইপিলের যা রীতি হয়ে গিয়েছে রাতের খেলার বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ওয়াংখেড়েতে হাইস্কোরিং গেম হয় ও রাতের দিকে প্রচন্ড ডিউ পড়ে। শিশিরের কারণে যেই দল দ্বিতীয় ব্য়াট করে তাদের সুবিধা ও বোলিং দলের অসুবিধা হয়। সেই কারণেই এই সিদ্ধান্ত আরসিবি অধিনায়কের। তবে টস হারলেও খুব একটা চিন্তিত নন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। কারণ রাজস্থান একমাত্র দল যারা পরপর দুটি ম্য়াচে প্রথমে ব্য়াট করেও জয় পেয়েছে। ফলে নিজেদেরে শক্তির উপর ভরসা রেখে বড় স্কোর করে বিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য রাজস্থানের। আজকের ম্য়াচে দুই দলই গত ম্য়াচের একই একাদশ নিয়ে মাঠে নামছে।
এবার আইপিএলে সবথেকে শক্তিশালী দলগুলির মধ্যে অন্যতম হল রাজস্থান রয়্যালস। দলের ব্য়াটিং-বোলিং বিভাগে একাধিক ম্য়াচ উইনার রয়েছে। আরসিবির বিরুদ্ধে আজকের ম্য়াচে রাজস্থানের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে রয়ছেন যশশ্বী জয়সওয়াল, জস বাটলারের। মিডল অর্ডারে খেলতে দেখা যাবে দেবদূত পাড়িকল, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক, অধিনায়ক), শিমরন হেটমায়ারকে। দলে অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন রিয়ান পরাগ। স্পিন অ্য়াটেকে দলকে ভরসা দেবেন দুই ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহল। পেস অ্য়াটাকে থাকছেন ট্রেন্ট বোল্ট , প্রসিদ্ধ কৃষ্ণা ও নবদীপ সাইনি।
অপরদিকে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবির প্রথম একাদশের ব্যাটিং লাইনে থাকতে চলেছেন ওপেনিংয়ে অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও তরুণ অনুজ রাওয়াত। মিডল অর্ডারে খেলছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, শেরফিন রাদারফোর্ড ও উইকেট রক্ষক ব্যাটসম্য়ান দীনেশ কার্তিক। লোয়ার মিডল অর্ডার ও দলে অলরাউন্ডার হিসেবে খেলছেন শাহবাজ আহমেদ ও ওয়ানিন্দু হাসরঙ্গা। আরসিবির স্পিন বিভাগের দায়িত্বও থাকছে এই দুই ক্রিকেটারের উপর। এছাড়া পেস অ্যাটাকে রয়েছেন ডেভিড উইলি, হার্শল প্যাটেল ও মহম্মদ সিরাজ।
প্রসঙ্গত, আইপিএলের গুরুত্বপর্ণ ম্য়াচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। প্রথম দুই ম্য়াচে দাপটের সঙ্গে সানরাইজার্স হায়দরাাদ ও মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দুরন্ত শুরু করেছে সঞ্জু স্যামসনের দল। আজ জয়ের হ্য়াটট্রিক করে লিগ টেবিলের শীর্ষ স্থান ধরেই রাখাই লক্ষ্য রাজস্থান রয়্যালসের। অপরদিকে, প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারলেও দ্বিতীয় ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে জয় পেয়েছে ফাফ ডুপ্লেসির দল। আরসিবির ব্য়াটিংলাইআপও এবার খুবই শক্তিশালী। রাজস্থানের বিরুদ্ধে প্রতিযোগিতার দ্বিতীয় জয় তুলে নিতে মরিয়া বিরাট কোহলি, দীনেশ কার্তিকরা। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।