আইপিএল ২০২২ (IPL 2022) -এ মঙ্গলার মুখোমুখি রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস (RCB vs RR)। জয় পেতে মরিয়া সঞ্জু স্যামসন ও ফাফ ডুপ্লেসির দল।
মঙ্গলবার আইপিএলের গুরুত্বপর্ণ ম্য়াচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। এবার আইপিএলের সবথেকে শক্তিশালী দলগুলির মধ্যে রাজস্থান একাবারে উপরের দিকে রয়েছে। প্রথম দুই ম্য়াচে দাপটের সঙ্গে সানরাইজার্স হায়দরাাদ ও মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে তা প্রমাণ করে দিয়েছে সঞ্জু স্যামসনের দল। আজ জয়ের হ্য়াটট্রিক করে লিগ টেবিলের শীর্ষ স্থান ধরেই রাখাই লক্ষ্য রাজস্থান রয়্যালসের। অপরদিকে, প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারলেও দ্বিতীয় ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে জয় পেয়েছে ফাফ ডুপ্লেসির দল। আরসিবির ব্য়াটিংলাইআপও এবার খুবই শক্তিশালীা। রাজস্থানের বিরুদ্ধে প্রতিযোগিতার দ্বিতীয় জয় তুলে নিতে মরিয়া বিরাট কোহলি, দীনেশ কার্তিকরা। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে রাজস্থান-
ব্যাটিং হোক আর বোলিং রাজস্থান রয়্যালস দলে এবার এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। এই গত মরসুমের ব্যর্থতার ইতিহাস ভুলে আইপিএল ২০২২-এ যেন এক নতুন রাজস্থান। ব্য়াট হাতে যেন প্রতিপক্ষকে সংহার করতে নামছেন জস বাটলার, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, দেবদূত পাড়িকলরা। ছন্দে ফেরার লক্ষ্যে যশশ্বী জয়সওয়াল, রিয়ান পরাগরা। তেমনই বল হাতে অশ্বিন-চাহল সমৃদ্ধ সেরা স্পিন অ্যাটাকে ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণাদের দুরন্ত ফর্ম। সব মিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধ নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর রাজস্থান। তবে কোনও ম্যাচকেই হাল্কাভাবে নিচ্ছে না সঞ্জুর দল। আরসিবির বিরুদ্ধে নামার আগে অনুসীলনে সেরাটা দেওয়ার পাশাপাশি রণনীতিও প্রস্তুত করে ফেলেছে পিঙ্ক আর্মি। লক্ষ্য তাদের জয়ের হ্যাটট্রিক।
দ্বিতীয় জয় পেতে বদ্ধপরিকর আরসিবি-
অপরদিকে ব্য়াটিং লাইনআপ প্রধান শক্তি আরসিবিরও। ফলে মঙ্গলারের ম্য়াচে রাজস্থান রয়্যালসের শক্তিশালী বোলিং লাইনআপকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, দীনেশ কার্তিক, রাদারফোর্ডরা। প্রথম ম্য়াচে ২০০-র বেশি স্কোর করলেও, কেকেআরের বিরুদ্ধে ১২৮ রান তাড়া করতে গিয়ে যেভাবে শেষ ওভার পর্যন্ত ম্য়াচ গিয়েছে তা চিন্তা বাড়িয়েছে আরসিবি ম্য়ানেজমেন্টের। তাই আজকের ম্য়াচে ফের ছন্দে ফিরতে মরিয়া বিরাট, ডুপ্লসি, কার্তিকরা। পাশাপাশি শেষ ম্য়াচে ওয়ানিন্দু হাসরঙ্গা, মহম্মদ সিরাজ, হার্শল প্য়াটেল, ডেভিড উইলিদের বল হাতে ছন্দে ফেরা কিছুটে স্বস্তিতে ব্যাঙ্গালুরু। সব মিলিয়ে কঠিন লড়াই হলেও আজ রাজস্থানের বিরুদ্ধে জিততে মরিয়া আরসিবি।
পিচ রিপোর্ট-
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে আইপিএল ২০২২-এর ১৩তম ম্য়াচ রাজস্থান বনাম আরসিবির । অতীতেও এই মাঠে আইপিএলের একাধিক রুদ্ধশ্বাস ম্য়াচ হয়েছে। এখানকার উইকেট ব্যাটসম্য়ানদের পক্ষে খুব ভালো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যা আরো ভালো হতে শুরু করে। ফলে এখানে প্রথম ব্য়াট করে স্কোর ডিফেন্ড করা একটু কঠিন। ফলে এখানে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াই সঠিক বলে মনে করা হচ্ছে। ডিউ সমস্য়ার বিষয়টি সবসময় এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ম্যাচ প্রেডিকশন-
রাজস্থান ও আরসিবি দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। যারা একার দৌলতে ম্যাচের রং পাল্টে দিতে পারে। কিন্তু ব্যাটিং বোলিং বিভাগের সামগ্রিক শক্তির বিচার করলে অনেকটাই এগয়ে সঞ্জু স্যামসনের দল। যেখানে অন্য়ান্য দল প্রথমে ব্য়াট করে জিততে পারছে না, সেখানে রাজস্থান দুটি ম্যাচেই প্রথমে ব্যাট করে জিতেছে। ফলে তাদের কাছে টস খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না তা প্রমাণ করে দিয়েছে। অপরদিকে বিরাট ও ডুপ্লেসির ব্যাট চললে ভয়ঙ্কর আরসিবিও। তবে রাজস্থানকে এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা.