কোভিড-১৯ থেকে সেরে উঠলেন প্রসিদ্ধ কৃষ্ণ
রবিবারই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন কেকেআর পেসার
ভারতীয় দলের সঙ্গে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে ইংল্য়ান্ডে যাওয়ার কথা তাঁর
আইপিএল ২০২১ চলাকালীন কেকেআর-এর ৪ ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন
কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠলেন কলকাতা নাইড রাইডার্স (KKR)-এর পেসার এম প্রসিদ্ধ কৃষ্ণ। সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, এই মুহূর্তে তিনি বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই আছেন। আগামী ২৩ মে মুম্বইয়ে ভারতীয় দলের সদস্যদের সঙ্গে যোগ দেবেন তিনি। ইংল্যান্ডে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের বর্ধিত স্কোয়াডের অন্যতম সদস্য এই জোরে বোলার।
আইপিএল চলাকালীন কলকাতা নাইট রাইডার্স-এর চার ক্রিকেটার কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। প্রসিদ্ধ কৃষ্ণ ছাড়া বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়র এবং নিউজিল্যান্ডের ক্রিকেটার টিম সেফার্ট-এর করোনা পরীক্ষার ফল ইতিবাচক এসেছিল। শুধু কেকেআর নয়, আরও তিন দলের ক্রিকেটাররা কোভিড আক্রান্ত হয়েছিলেন। বায়ো-বুদবুদ'এ করোনার অনুপ্রবেশের পর স্থগিত রাখা হয় আইপিএল ২০২১। তবে, কেকেআর-এর চার ক্রিকেটারই এখন সম্পূর্ণ সুস্থ। সেফার্ট-ও নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছেন।
আগামী ২ জুন ভারতের পুরুষ ও মহিলা দল দুটি চার্টার ফ্লাইটে মুম্বই থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে। তার আগে মুম্বইয়ে তাদের বায়ো-বুদবুদের মধ্যে রাখা হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণ ছাড়া আরও দুই পেসার আবেশ খান এবং আরজান নাগওয়াসওয়ালা এবং ব্যাটসম্যান অভিমন্যু ইশ্বরণ-কে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। গত মার্চ মাসে ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল ডানহাতি পেসার প্রসিদ্ধ কৃষ্ণর। তিন ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন তিনি।