আইপিএল ২০২২-এর মেগা ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। প্রতিযোগিতার মাঝ পথে এসে অনেকটাই ছন্দ হারিয়েছে শ্রেয়স আইয়র ও ঋষভ পন্থের দল। পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাব একের পর এক হারে শেষ চারে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়েছে দুই দলের। বর্তমানে ৭ টি ম্য়াচের মধ্যে তিনটিতে জিতে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অপরদিকে আটটি ম্যাচের মধ্যে ৩টিতে জিতে লিগগ টেবিসলের অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ চারটি ম্য়াচ পরপর হেরে কেকেআরের সমস্যাটা আরও বেশি। এই পরিস্থিতিতে জয়ে ফিরতে মরিয়া দুই দল।
11:14 PM (IST) Apr 28
১৯ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে গেল দিল্লি। ৪ উইকেটে কেকেআরকে হারাল ঋষভ পন্থের দল।
11:11 PM (IST) Apr 28
১৮ ওভার শেষে ১৪৩ দিল্লি। ২ ওভারে দরকার ৪ রান।
11:07 PM (IST) Apr 28
জয়ের দোরগোড়ায় দিল্লি। ৩ ওভারে দরকার ১৬ রান। ১৭ ওভার শেষে ১৩১ দিল্লি।
10:57 PM (IST) Apr 28
ভালো ব্য়াট করছিলেন অক্ষর প্য়াটেল ও রভম্য়ান পাওয়েল। কিন্ত ২৪ রান করে রান আউট হলেন অক্ষর প্য়াটেল। ১৫ ওভার শেষে ১১৩ রানে ৬ উইকেট দিল্লি। ৫ ওভার দরকার ৩৪ রান।
10:40 PM (IST) Apr 28
দিল্লি পরপর তিনটি উইকেট হারিয়ে জমে উঠল ম্য়াচ। ১২ ওভার শেষে ৮৭ রানে ৫ উইকেট দিল্লি।
10:35 PM (IST) Apr 28
১২ তম ওভারের প্রথম বলেই উমেশ যাদবের তৃতীয় শিকার হলেন ঋষভ পন্থ। ২ রান করে আউট হলেন দিল্লি অধিনায়ক।
10:34 PM (IST) Apr 28
এগারতম ওভারে সুনীল নারিনের বলে আউট হলেন ললিত যাদব।২২ রান করলেন তিনি। ১১ ওভার শেষে দিল্লি ৮৪ রানে ৪ উইকেট।
10:26 PM (IST) Apr 28
দশম ওভারে ৪৩২ রান করে আউট হলেন ডেভিড ওয়ার্নার। উমেশ যাদব নিলেন তার দ্বিতীয় উইকেট। ৩ উইকেটে ৮৩ দিল্লি ক্যাপিটালস।
10:23 PM (IST) Apr 28
দ্রুত গতিতে এগোচ্ছে দিল্লি ক্যাপিটালস। নীতিশ রানাকে এনে ফাটকা খেলতে গিয়ে কাজে এল না শ্রেয়সের। এক ওভারে দিলেন ১৪ রান। ৯ ওভার শেষে ৮০ দিল্লি।
10:22 PM (IST) Apr 28
উইকেট না পড়ায় চাপ বাড়ছে কেকেআরের উপর। ৮ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ২ উইকেটে ৬৬।
10:06 PM (IST) Apr 28
পার্টনারশিপ গড়ছেন ডেভিড ওয়ার্নার ও ললিত যাদব। ৬ ওভার শেষে ২ উইকেটে ৪৭ দিল্লি ক্যাপিটালস।
09:56 PM (IST) Apr 28
২ উইকেট পড়লেও আক্রমণাত্মক ব্য়াটিং করছেন ওয়ার্নার। ৪ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ২ উইকেটে ৩৫।
09:47 PM (IST) Apr 28
পরপর ২ ওভারে ২ উইকেট। ২ ওভার শেষে দিল্লি ২ উইকেটে ১৭
09:44 PM (IST) Apr 28
আইপিএল ডেবিউয়ের প্রথম ওভারেই উইকেট পেলেন হর্শিত রানা। ১৩ করে আউট হলেন মিচেল মার্শ।
09:41 PM (IST) Apr 28
পৃথ্বি শ-কে উমেশ যাদব আউট করলেও একটি করে চার মারলেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। দিল্লি ১ ওভার শেষে ১ উইকেটে ১১।
09:35 PM (IST) Apr 28
উমেশ যাদবের প্রথম বলেই শূন্য রানে আউট পৃথ্বি শ। দুরন্ত শুরু কেকেআরের।
09:21 PM (IST) Apr 28
প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামলে দিল্লির বিরুদ্ধে নীতিশ রানা, শ্রেয়স আইয়র ও রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর করে ১৪৬ রান করল কেকেআর ৯ উইকেটের বিনিময়ে।
09:20 PM (IST) Apr 28
একই ওভারে ৩ উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান। খাতা না খুলেই আউট টিম সাউদি।
09:17 PM (IST) Apr 28
শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে আউট হলেন নীতিশ রানা। ৫৭ রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি।
09:14 PM (IST) Apr 28
শেষ ওভারে বিগ হিট করতে গিয়ে মুস্তাফিজুর রহমানের বলে আউট হন রিঙ্কু সিং। করলেন ২৩ রান।
09:11 PM (IST) Apr 28
ঝোড়ো ব্য়াটিং করছেন নীতিশ রানা ও রিঙ্কু সিং। ১৯ ওভার শেষে কেকেআর ১৪৪ রানে ৬ উইকেট।
09:06 PM (IST) Apr 28
৬ মেরে অর্ধশতরান পূরণ করলেন নীতিশ রানা। ৩০ বলে করলেন হাফ সেঞ্চুরি।
09:04 PM (IST) Apr 28
শেষের দিকে ভালো ব্য়াটিং রানা ও রিঙ্কুর। খেলছেন আক্রমণাত্মক শট। ১৮ ওভার শেষে ১২৮ রানে ৬ উইকেট কেকেআর।
08:59 PM (IST) Apr 28
ললিত যাদবের ১৭ তম ওভারে এল ১৭ রান। দুটি ছক্কা মারলেন নীতিশ রানা। ১৭ ওভার শেষে ৬ উইকেটে ১১৮ কেকেআর।
08:53 PM (IST) Apr 28
ক্রিজে নীতিশ রানা ও রিঙ্কু সিং। ১৬ ওভার শেষে ৬ উইকেটে ১০১ কেকেআর।
08:48 PM (IST) Apr 28
পরপর উইকেট হারিয়ে চাপে কেকেআর। ১৫ ওভার শেষে ৬ উইকেটে ৮৯।
08:41 PM (IST) Apr 28
একই ওভারে পরপর ফের দুটি উইকেট নিলেন কুলদীপ যাদব। ৪২ রান করে আউট হলেন শ্রেয়স আইয়র ও খাতা না খুলেই সাজঘরে ফেরত গেলেন রাসেল। ৮৩ রানে ৬ উইকেট কেকেআর।
08:35 PM (IST) Apr 28
ললিত যাদবের ওভারে ইনিংসের প্রথম ছয় মারলেন নীতিশ রান। ১৩ ওভার শেষে ৪ উইকেটে ৮৩ কেকেআর।
08:31 PM (IST) Apr 28
অক্ষর প্যাটেলের ১২ তম ওভারে এল ১১ রান। ২টি চার মারলেন শ্রেয়স আইয়র। কেকেআর ৪ উইকেটে ৭২।
08:22 PM (IST) Apr 28
ইনিংসের রাশ কিছুটা ধরেছেন শ্রেয়স আইয়র ও নীতিশ রানা। ১০ ওভার শেষে কেকেআর ৪ উইকেটে ৫৬।
08:11 PM (IST) Apr 28
নিজের প্রথম ওভারেই ২ উইকেট নিলেন কুলদীপ যাদব। ৮ ওভার শেষে ৩৭ রানে ৪ উইকেট কেকেআর। ক্রিজে শ্রেয়স আইয়র ও নীতিশ রানা।
08:09 PM (IST) Apr 28
বাবা ইন্দ্রজিৎ আউট হওয়ার পর ক্রিজে এসে প্রথম বলেই কুলদীপ যাদবের দ্বিতীয় শিকার হলেন সুনীল নারিন।
08:07 PM (IST) Apr 28
অষ্টম ওভারে কুলদীপ যাদবের বলে বড় হিট করতে গিয়ে আউট হলেন বাবা ইন্দ্রজিৎ। ৬ রান করলেন তিনি।
08:01 PM (IST) Apr 28
২ উইকেট হারিয়ে চাপে কেকেআর। ক্রিজে রয়েছে শ্রেয়স আইয়র ও বাবা ইন্দ্রজিৎ। ৬ ওভার শেষে ২৯ রান ২ উইকেটে কেকেআর।
07:54 PM (IST) Apr 28
অক্ষর প্য়াটেলের চতুর্থ ওভারে ৬ রান করে আউট হলেন ভেঙ্কটেশ আইয়র। ২ উইকেটে ২২ কেকেআর।
07:47 PM (IST) Apr 28
তৃতীয় ওভারে শার্দুল ঠাকুরকে একটি চার মারলেন শ্রেয়স আইয়র। ৩ ওভার শেষে ১৭ কেকেআর।
07:42 PM (IST) Apr 28
চেতন সাকারিয়া ৩ রান দিয়ে নিলেন ফিঞ্চের উইকেট। ২ ওভার শেষে ১ উইকেটে ৬ কেকেআর।
07:40 PM (IST) Apr 28
চেতন সাকারিয়ার দ্বিতীয় ওভারে বোল্ড হলেন অ্যারন ফিঞ্চ। ৩ রান করলেন তিনি।
07:36 PM (IST) Apr 28
মুস্তাফিজুর রহমানের প্রথম ওভারে ২ রান করল কেকেআর
07:02 PM (IST) Apr 28
টস ভাগ্য সাথ দিল না কেকেআরের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের।