রাজধানীতে ফিরছে ক্রিকেট, হবে বিজয় হাজারে ট্রফির নক আউট পর্ব

  • করোনার কারণে এতদি ন দিল্লিতে বন্ধ ছিল ক্রিকেট
  • এবার রাজধানীর বুকে ফের ফিরছে ২২ গজের যুদ্ধ
  • বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বের খেলা হবে দিল্লিতে
  • এর জন্য দুটি মাঠে তৈরি করতে বলা হয়েছে জৈব সুরক্ষা বলয়
     

চলতি বছরে করোনা ভাইরাস মহামারীর কারমে স্থগিত হয়ে গিয়েছে রঞ্জি ট্রফি। তার বদলে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি দিয়ে শুরু হয়েছে করোনা পরবর্তী সময়ে ঘরোয়া ক্রিকেট। এখন চলছে দ্বিতীয় ঘরোয়া প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফি। ভারতের ছ’টি কেন্দ্রে জৈব সুরক্ষা বলয়ে বিজয় হজারে ট্রফির খেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে দিল্লিতে এতদিন শুরু হয়নি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ। এবার বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বের খেলা হবে দিল্লিতে।

বিসিসিআই যে সূচি বানিয়েছে সেই অনুযায়ী, বিজয় হাজারে ট্রফির প্রি কোয়ার্টার ফাইনাল আয়োজিত হতে চলেছে ৭ মার্চ। ৮ ও ৯ মার্চ খেলা হবে কোয়ার্টার ফাইনাল। দুটি সেমিফাইনাল খেলা হবে ১১ মার্চ। এরপর ১৪ মার্চ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। এই নক আউট পর্বের খেলার জন্য দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ও পালাম মাঠে জৈব সুরক্ষা বলয় তৈরী করতে বলা হয়েছে। এখন দেশের মোট ৬টি মাঠে জৈব সুরা বলয় তৈরি করে চলছে খেলা। এবার বিজয় হাজারের ট্রফির মধ্য দিয়ে রাজধানীতেও ফিরতে চলেছে ক্রিকেট।

Latest Videos

এতদিন পর্যন্ত করোনা ভাইরাস মহামারীর কারণে দিল্লিতে বন্ধ ছিল ক্রিকেট। দেশের যে রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি প্রভাব বিস্তার করেছিলল মারণ ভাইরাস তাদের মধ্যে অন্যতম ছিল দিল্লি ও মহারাষ্ট্র। তবে এখন প্রকোপ কিছুটা কমেছে। তাই দিল্লির বুকে ক্রিকেট ফেরার খবরে খুশি স্থানীয় ক্রিকেট প্রসাসনও। 

Share this article
click me!

Latest Videos

মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
‘তৃণমূলের সবকটাই হাঙর’ দিলীপের চরম কটাক্ষ তৃণমূলকে | Dilip Ghosh News Today
ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
মুম্বাই সফরে শুভেন্দু অধিকারী! পুজো করলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে, দেখুন সেই ভিডিও | Suvendu Adhikari
ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari