'সত্যিকারের অধিনায়ক সতীর্থদেরও খেলার সুযোগ দেন', ইস্তফার পরে লক্ষীর পোস্ট ঘিরে নয়া জল্পনা

  •  ইস্তফা নেওয়ার পর সোশ্যালে প্রথম পোস্ট লক্ষীরতন শুক্লার 
  • তিনি সোশ্য়াল মিডিয়ায় এর ভক্তের আঁকা ছবি শেয়ার করেছেন 
  • ছবিতে লক্ষীর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে  সৌরভ গঙ্গোপাধ্যায় 
  • মহারাজের প্রশংসা করে কী বলতে চেয়েছেন লক্ষী 

ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা নেওয়ার পর সোশ্যালে বৃহস্পতিবারই প্রথম পোস্ট লক্ষীরতন শুক্লার। তিনি সোশ্য়াল মিডিয়ায় এর ভক্তের আঁকা ছবি শেয়ার করেছেন। এদিকে এই পোস্ট ঘিরে রীতিমতো জল্পনার জোয়ার রাজনৈতিক মহলে।

ছবিতে লক্ষীরতন শুক্লার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন বাঙালি গর্ব তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্য়ে  লক্ষীরতন শুক্লা লিখেছেন, 'একজন সত্যিকারের নেতা বা অধিনায়ক শুধু খেলেন না, তাঁর টিমের সতীর্থদেরও খেলার সুযোগ করে দেন, খেলতে এগিয়ে দেন।' তবে নিছক এই কথার আড়ালেই রাজনৈতিক গন্ধ পাচ্ছেন অনেকেই। মহারাজের হাসপাতাল থেকে বাড়ি ফেরার দিনে কার্যত একই সঙ্গে দুই অর্থে ইঙ্গিত দিয়েছেন বলে চাপান উতোর রাজনৈতিক মহলে।

Latest Videos


 প্রসহ্গত, মঙ্গলবার মন্ত্রিত্ব ও জেলা সভাপতির পদ থেকে ইস্তাফা দেন লক্ষীরতন শুক্লা। নিজের মতো কাজ করার সুযোগ সুবিধা পাচ্ছিলেন না, ইস্তফার পর ক্ষোভ উগরে দেন লক্ষীরতন শুক্লা। আর তারপরেই এই পোস্ট ঘিরে গুঞ্জন তাই চারিদিকে।

 

 

 

 

A true leader/captain not only plays, but also makes his team play🇮🇳🏏🙏 Thank you for this lovely painting my friend 🤝😊

Posted by Laxmi Ratan Shukla on Wednesday, January 6, 2021

 

 

Share this article
click me!

Latest Videos

'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |