T20 WC 2021, IND vs SCO- বড় ব্যবধানে জয় পাওয়াই লক্ষ্য বিরাট-রোহিতদের, লড়াই দিতে প্রস্তুত স্কটিশরা

টি ২০ বিশ্বকাপে (T20 World Cup) আজ মুখোমুখি ভারত ও স্কটল্যান্ড (India vs Scotland)। দুবাই  ইন্টার ন্যাশানাল স্টেডিয়ামে (Dubai International Stadium)মুখোমুখি হতে চলেছে দুই দল। বড় ব্যবধানে জয় পেতে মরিয়া বিরাট কোহলির দল (Virat Kohli)। লড়াই দিতে প্রস্তুত কইল কোয়েটজারের (Kyle Coetzer) দল।
 

আজ দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Stadium) টি২০ বিশ্বকাপ ২০২১-এর  (T20 World Cup) ৩৭ নম্বর ম্যাচে ভারত ও স্কটল্যান্ড (India vs Scotland) মুখোমুখি হবে। বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে মেন ইন ব্লু (Men in Blue), বুধবার আফগানিস্তানের বিপক্ষে ৬৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। একইসঙ্গে লাগাতার ২ ম্য়াচ হারের পর জয়ের সরণিতে ফিরেছে টিম ইন্ডিয়া (Team India)। বর্তমানে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ভারতীয় দল (Indian team)। সেমিতে ওঠার যে জটিল  সমীকরণ রয়েছে  কার জন্য আজকের ম্যাচেও বড়ব্যবধানে জয় দরকার বিরাটদের। অন্যদিকে স্কটল্যান্ড ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। পরপর তিনটি ম্যাচ হেরে লিগ টেবিলে একেবারে নীচে রয়েছে কাইল কোয়েটজারের (Kyle Coetzer) দল। তবে আজকের ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে স্কটিশরা।

বড় ব্যবধানে জয় লক্ষ্য ভারতের-
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই  বাড়িয়েছে। বিশেষ করে রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া ব্য়ট হাতে নিজেদের চেনা ছন্দে ফেরায় স্বস্তি ফিরেছে দলের অন্দরে। বিরাট কোহলি পাকিস্তান ম্যাচে বড় স্কোর করে নিজের ছন্দে থাকার পরিচয় দিয়েছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগেও অশ্বিনও দলে ফিরেই নিজের জাত চিনিয়েছেন। গত ম্য়াচে ৩ উইকেট নিয়েছিলেন  মহম্মদ শামিও। ছন্দে রয়েছেন বুমরা-জাদেজা। সব মিলিয়ে প্রথম দুই ম্য়াচের স্মৃতি ভুলে আজকের ম্য়াচে আরও বড় ব্যবধানে জয় পাওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

Latest Videos

ভারতীয় দলের সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা, কেএল রাহুল,  বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা।

লড়াই দিতে প্রস্তুত স্কটল্যান্ড-
প্রতিযোগিতার গ্রুপ পর্বে বাংলাদেশকে হারিয় চমক দিয়েছিল কাইল কোয়েটজারের দল। কিন্তু  সুপার ১২ রাউন্জে তিনটি ম্যাচ হারতে হয়েছে স্কটিশদের। আফগানিস্তানের বিরুদ্ধে কোনও লড়াই দিতে না পারলেও, নামিবিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল স্কটল্যান্ডকে। আজ ভারতের বিরুদ্ধে ল়ড়াই দিতে মুখিয়ে রয়েছে স্কটল্যান্ড। শেষ ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, মিচেল লিস্করা রানে ফেরায় কিছুটা আত্মবিশ্বাস বেড়েছে দলের। বোলিং লাইনআপে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে ব্র্যাড হোয়েল,  সাফিয়ান শরিফ, মার্ক ওয়াট, ক্রিস গ্রিভসরা।

স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ-
জর্জ মুনসে, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্য়াথিউ ক্রস (উইকেট রক্ষক), রিচি বেরিংটন,  কালুম ম্য়াকলিয়ড, মিচেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, আলাসডায়ার ইভানস, ব্র্যাডলি হোয়েল। 

ম্য়াচ প্রেডিকশন-
আফগানিস্তানের বিরুদ্ধে যেভাবে ছন্দে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল, আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে সেই দাপট দেখানোর চেষ্টা করবে বিরাট রোহিতরা। তাই আজকের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News