MI vs RR- মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচে কেমন হতে পারে প্রথম একাদশ, দেখে নিন

Published : Apr 30, 2022, 12:39 PM IST
MI vs RR- মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচে কেমন হতে পারে প্রথম একাদশ, দেখে নিন

সংক্ষিপ্ত

আইপিএলের ২০২২ (IPL 2022)  -এ শনিবার মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস (MI vs RR)। জয়ের ধারা ধরে রাখতে মরিয়া সঞ্জু স্যামসনের দল। অপরদিকে এখনও প্রথম জয়ের খোঁজে রোহিত শর্মার দল। 

আইপিএলে ২০২২-এ আজ তারুণ্য ও অভিজ্ঞতার লড়াই। একদিকে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। অপরদিকে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের সর্বোচ্চ আইপিএল চ্যাম্পিয়ন হলেও এবারের প্রতিযোগিতার ফর্মের ধারেকাছে নেই গোটা দল। ৮টি ম্য়াচ খেলে ৮টিতেই হারের মুখ দেখতে হয়েছেন মুম্বইকে। গড়েছে লজ্জার নজির। অপরদিকে, বিগত বছরের সব ব্যর্থতা ভুলে এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে রাজস্থান। ৮টির মধ্যে ৬টি ম্য়াচ জিতে রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। প্রথম পর্বের সাক্ষাতেও মুম্বইকে হারিয়েছে রাজস্থান। ফলে এক দিকে প্রথম জয়ের খোঁজে মুম্বই, অন্যদিকে লিগ টেবিলের শীর্ষে ওঠার হাতছানি রাজস্থানের। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি ম্য়াচ দখার অপেক্ষায় ক্রিকেটা প্রেমিরা। আজকের ম্যাচে দুই দলের প্রথম একাদশ কী হবে তা নিয়েও জল্পনা রয়েছে। ফলে ম্য়াচ শুরুর আগে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ।  

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ-
এবার আইপিএলে সবথেকে শক্তিশালী দলগুলির মধ্যে অন্যতম হল রাজস্থান রয়্যালস।  দলের ব্য়াটিং-বোলিং বিভাগে একাধিক ম্য়াচ উইনার রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজকের ম্য়াচে রাজস্থানের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে থাকছেন জস বাটলার ও দেবদূত পাড়িকল।  বিধ্বংসী ফর্মে রয়েছেন বাটলার। মিডল অর্ডারে খেলতে দেখা যাবেসঞ্জু স্যামসন (উইকেট রক্ষক, অধিনায়ক), শিমরন হেটমায়ার ও ডায়ার্ল মিচেলকে। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে রিয়ান পরাগকে। স্পিন অ্য়াটেকে দলকে ভরসা দেবেন দুই ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহল। দুরন্ত ফর্মে রয়েছেন দুজনই। পেস অ্য়াটাকে থাকছেন ট্রেন্ট বোল্ট , প্রসিদ্ধ কৃষ্ণা  ও কুলদীপ সেন।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটিং লাইনআপের ওপেনিংয়ে থাকছেন দলের দুই তারকা রোহিত শর্মা ও ইশান কিশান। এরপর মিডল অর্ডারে দেখা  যাবে ডিওয়াল্ড ব্রেভিসকে।  তারপরপর দুরন্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদব ও তরুণ ভারতীয় ব্য়াটসম্য়ান তিলক ভার্মা। মুম্বই দলে অলরাউন্ডারের ভূমিকায় খেলতে দেখা যেতে পারে কায়রন পোলার্ড, ড্যানিয়েল সামসকে ও ঋত্ত্বিক শকিনকে। দলের বোলিং লাইনআপে স্পিন অ্যাটাকের দায়িত্বেও থাকববেন ঋত্ত্বিক। পেস অ্যাটাকে  দেখা যাবে জসপ্রীত বুমরা, জয়দেব উনাদকাট ও রিলে মারডিথকে। সঙ্গে থাকছে সামসও। 

প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে।  রোহিত শর্মা ও সঞ্জু স্যামসনের দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। যারা একার হাতেই ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে। তবে দুই দলের ব্য়াটি-বোলিং বিভাগের সামগ্রিক শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে বর্তমানে মুম্বইয়ের থেকে অনেকটাই এগিয়ে রাজস্থান। সাম্প্রতিক ফর্মের নিরিখেও এগিয়ে সঞ্জু স্যামসন, জস বাটলাররা। তাই আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও রাজস্থান রয়্যালসের পক্ষেই বাজি ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?