'শ্রেষ্ঠ পাইলটদের হাতেই বিশ্ব সেরা যুদ্ধবিমান', রাফালের বায়ূসেনায় অন্তর্ভুক্তিতে প্রতিক্রিয়া ধোনির

  • দেশে অআগেই পৌছেছিল রাফাল যদ্ধ বিমান
  • আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিল ভারতীয় বায়ূ সেনায়
  • রাফালের বায়ূ সেনায় যোগকে স্বাগত জানিয়েছে গোটা দেশ
  • বায়ূসেনার রাফাল প্রাপ্তিতে উচ্ছ্বিত প্রাক্তন ভারত অধিনায়ক ধোনিও
     

দেশে আগেই এসে পৌছেছিল ফরাসী যুদ্ধবিমান রাফাল। অপেক্ষা চিল শুধু আনুষ্ঠানিকভাবে বায়ূ সেনায় যোগ। অবশেষে সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় বায়ূ সেনায় যোগ দিল পৃথিবীর ৪.৫ জেনারেশনের সেরা যুদ্ধবিমান হিসেবে প্রমাণিত রাফাল। বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিল ফরাসি যুদ্ধবিমান। আম্বালার বায়ুসেনা ঘাঁটিতে ফরাসি মন্ত্রী ফ্লোরেন্স পার্লে ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে ১৭ নম্বর স্কোয়াড্রন, গোল্ডেন অ্যারোতে যোগ দিল এই অত্যাধুনিক যুদ্ধবিমান। ভারতীয় বায়ূ সেনায় রাফালের যোগদানে উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক তথা ভারতীয় প্যারামিলিটারির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল র‌্যাঙ্কে থাকা মহেন্দ্র সিং ধোনি।

Latest Videos

সোশ্যাল মিডিয়ায় পরপর দুটি ট্যুইট করেছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি লিখেছেন,'বিশ্বের ৪.৫ জেনারেশনের সেরা যুদ্ধবিমান হিসেবে প্রমাণিত রাফালে এবার বিশ্বের শ্রেষ্ঠ ফাইটার পাইলটদের হাতে এল৷ আমাদের পাইলটদের হাতে পড়ে এবং ভারতীয় বায়ুসেনার অন্যান্য যুদ্ধবিমানগুলির সাহায্যে এই শক্তিশালী পাখির মারণ ক্ষমতা আরও বাড়বে।' অপর প্রতিক্রিয়ায় ধোনি জানিয়েছেন,'বায়ুসেনার গর্ব ১৭ স্কোয়াড্রনকে অনেক শুভেচ্ছা।‌ আশা করি, রাফালে যুদ্ধবিমান মিরাজ ২০০০–এর অসাধারণ রেকর্ডকেও ছাপিয়ে যাবে৷ তবে এখনও আমার সবচেয়ে পছন্দের কিন্তু সুখোই–৩০। তাহলে এবার ডগফাইটের জন্য নতুন লক্ষ্য পাওয়া গেল।' সোশ্যাল মিডিয়ায় সচরাচর কোনও প্রতিক্রিয়া দেননা ধোনি, রাফাল নিয়ে ধোনির প্রতিক্রিয়া ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
স্বীকারোক্তি দেবের! মমতার সামনে 'ও মধু আই লাভ ইউ' গেয়ে উঠলেন দেব! দেখুন | Actor DEV | TMC
মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য Konnagar-এ | Hooghly News
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি