ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিকের গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে লাহোরে। দুর্ঘটনার খবর ও বিভদসতার ছবি ছড়িয়ে পড়তেই উদ্বেগ বেড়ে যায় ক্রিকেট বিশ্বে। দুর্ঘটনার ফলে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে পাক তারকার গাড়ি। তবে স্বস্তির খবর বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন শোয়েব মালিক। অল্প কিছু চোট আঘাত লাগলেও সুস্থ রয়েছেব প্রাক্তন পাক অধিনায়ক।
জানা গিয়েছে, রবিবার রাতে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফচ সেরে ফিরছিলেন শোয়েব মালিক। সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি লরিতে ধাক্কা মারে শোয়েবের গাড়ি। গাড়ির গতিবেগ বেশি থাকায় দুর্ঘটনার ফলে ব্যাপক ক্ষতি হয় গাড়িটির। যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পান শোয়েব মালিক। তবে গাড়িতে আরও এক পাক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ ছিলেন বলে দাবিয় করেছেন প্রত্যক্ষদর্শীরা। তারও কোনও ক্ষতি হয়নি।
শোয়েব মালিকের গাড়ির দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয় পাক ক্রিকেট মহলে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও পুলিস গিয়ে পাক ক্রিকেটাদের উদ্ধার করে। দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন সানিয়া মির্জাও। তবে শোয়েবের সুস্থ থাকার খবরে স্বস্তিতে গোটা পরিবার। সঠিক কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিস।