বাবা হলেন রাহানে, টুইটরে ছবি দিয়ে নবজাতককে স্বাগত জানালেন ভারতীয় ব্যাটসম্যান

Published : Oct 07, 2019, 04:48 PM IST
বাবা হলেন রাহানে, টুইটরে ছবি দিয়ে নবজাতককে স্বাগত জানালেন ভারতীয় ব্যাটসম্যান

সংক্ষিপ্ত

নিজের সন্তানকে টুইটরে স্বাগত জানালেন রাহানে বাবা হওয়ার আনন্দে সন্তান ও স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ অজিঙ্কের নতুন বাবাকে অভিনন্দন ভারতীয় ক্রিকেটারদের রাহানেকে অভিনন্দন জানালেন হরভজন সিং

শনিবার বাবা হয়েছেন রাহানে। সেই খবর দিতেই সোমবার টুইট করে নিজের আনন্দ প্রকাশ করলেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক। শনিবারই রাহানের স্ত্রী জন্ম দেন তাঁর সন্তানকে। সেই সময় ভারতীয় দলের ম্যাচ চলায় নিজের স্ত্রীর কাছে থাকতে পারেননি ভারতীয় দলের ব্যাটসম্যান। তবে রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শেষ হতেই নিজের নবজাতকে দেখতে চলে যান রাহানে। আর সেই খুশিতেই সোমবার নিজের স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে আনন্দ প্রকাশ করলেন রাহানে। একই সঙ্গে টুইট করে নবজাতককে নিজেদের পরিবারে স্বাগত জানালেন ভারতীয় দলের সহ অধিনায়ক।

 

 

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পায় ভারতীয় দল। ভারতীয় দল জয় পাওয়ার উচ্ছ্বাসের পাশাপাশি নবজাতককে দেখার একটা আলাদা উচ্ছ্বাস ছিল রাহানের। আর সেই কারণে ম্যাচ শেষ হতেই নিজের স্ত্রী ও সন্তানকে দখেতে চলে যান তিনি। অপরদিকে রাহানকে নবজাতকের জন্য অভিনন্দন জানান ভারতীয় ক্রিকেটাররাও। টুইট করে হরভজন সিং লেখেন, খুব ভালো লাগছে। নতুন বাবাকে অনেক অনেক অভিনন্দন।

PREV
click me!

Recommended Stories

'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার
দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা