কার্গিল বিজয় দিবসে টুইট বার্তা শিখর ধওয়ানের, শহিদ সেনাদের জানালেন শ্রদ্ধা

কার্গিল বিজয় দিবস-এর ২০ বছর পূর্তি 
ভারতের সেনাদের শ্রদ্ধা জানিয়ে  টুইট শিখর ধাওয়ানের
শহিদ সেনাদের আত্মত্যাগ কখনওই ভুলতে পারবেন না তিনি
টুইট বার্তায় এমন কথা লিখেছেন শিখর ধওয়ান 
 

কার্গিল বিজয় দিবস-এর ২০ বছর পূর্তি হল শুক্রবার। এটা এমন একটি দিন যেদিন ভারতের বীর সেনারা জাতির জন্য লড়াই করে শহিদ হয়েছিলেন।  এমন একটা দিনের মাহাত্ম্য আর দশটা-পাঁচ জনের মতো নাড়া দিয়েছে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান শিখর ধওয়ানকেও। বীর সেনাদের সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন তিনি। 

এই  টুইট-এ তিনি লিখেছেন, ভারতীয় সেনার বীর শহিদ-দের আত্মত্যাগ কখনওই ভুলতে পারবেন না। কার্গিলের যুদ্ধে ভারতীয় সেনারা যে বীরত্ব, মনের জোর, এবং সাহসিকতা দেখিয়েছিলেন তা সত্যিই কখনও ভুলে যাওয়ার মত নয়। এবং ভারতীয় সেনার উদ্দেশ্যে স্যালুট জানিয়ে ও জয় হিন্দ লিখে তাঁর টুইট শেষ করেছেন তিনি।

Latest Videos

১৯৯৯ সালের ২৬ শে জুলাই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সমাপ্তি হিসাবে এই দিন কার্গিল বিজয় দিবস পালন করা হয়। জম্মু ও কাশ্মিরের কার্গিল দ্রাস সেক্টরে হয়েছিল এই যুদ্ধ। যা টানা ৬০ দিন ধরে চলেছিল। এবং এটিই প্রথম যুদ্ধ যা টিভিতে দেখানো হয়েছিল। গোটা বিশ্ব দেখেছিল ভারতীয় বীর সেনাদের সাহসিকতা ও মনের জোর। দেশবাসীর নিরাপত্তা রক্ষা জন্য নিজের প্রাণের ঝুঁকি নিতেও দু'বার ভাবেননি তাঁরা। সাথে শহিদ ও হয়েছিলেন বেশ কিছু বীর সৈন্য। দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষায় সেনাদের এই বিজয় সর্বদাই স্মরণে থাকবে সকলের। 

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari