অধিনায়ক হিসেবে সবার ওপরে উঠে এলেও, ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থান হারালেন বিরাট কোহলি

Published : Sep 03, 2019, 04:21 PM IST
অধিনায়ক হিসেবে সবার ওপরে উঠে এলেও, ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থান হারালেন বিরাট কোহলি

সংক্ষিপ্ত

  স্টিভ স্মিথের কাছে শীর্ষ স্থান হারালেন বিরাট কোহলি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে নামলেন ভারত অধিনায়ক ৯০৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলেন স্টিভ স্মিথ প্রথম দশে রাহানে ও পূজারা

সোমবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে আরও একটা ট্রফি দেশেকে এনে দিয়েছে বিরাট কোহলির দল। টেস্ট জয়ের সংখ্যার বিচারে ধোনিকে পেছনে ফেলে সবার ওপর এখন বিরাট। বিদেশের মাটিতেও টেস্ট জয়ের নিরিখে সৌরভকে ছাপিয়ে গেছেন বিরাট কোহলি। কিন্তু এই সাফল্যের ২৪ ঘন্টার মধ্যে নিজের সিংহাসন হারালেন কোহলি। ২০১৮'র আগস্ট থেকে এক নম্বর টেস্ট ব্যাটসম্যানের জায়গা ধরে রেখেছিলেন বিরাট। কিন্তু অ্যাসেজে দুরন্ত ব্যাটিং করে সেই জায়গা ছিনিয়ে নিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। সদ্য প্রকাশিত তালিকা দেখা যাচ্ছে ৯০৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছেন স্মিথ। বিরাট মাত্র এক পয়েন্ট পেছনে, ৯০৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে।  

২০১৫'র ডিসেম্বর থেকে এক নম্বর টেস্ট ব্যাটসম্যানের জায়গা ধরে রেখেছিলেন স্টিভ। কিন্তু বল ট্যাম্পারিং কান্ডের পর ক্রিকেট থেকে নির্বাসিত হতে হয় অজি ক্রিকেটারকে। তারপরই এক নম্বরে উঠে আসেন বিরাট। এবারের অ্যাসেজে আবার টেস্টের মঞ্চে ফিরেছেন স্টিভ। আর প্রথম ইনিংস থেকেই ছন্দে তিনি। প্রথম টেস্টে জোড়া শতরান, দ্বিতীয় টেস্টে চোট পাওয়ার আগে ৯২ রান স্টিভকে আবার এক নম্বর জায়গা ফিরিয়ে দিল। অ্যাসেজে এখনও দুটি টেস্ট পাবেন স্টিভ স্মিথ, সেখানে কোহলি আবার অক্টোবরে টেস্ট জার্সিতে মাঠে নামবেন। তাই সেরা টেস্ট ব্যাটসম্যানের লড়াইতে কিছুটা হলেও অ্যাডভান্টেজ স্মিথ। 

বিরাট কোহলি দুই নম্বরে নেমে গেলেও তালিকায় চার ধাপ উঠে এসে সাত নম্বরে অজিঙ্কে রাহানে। চার নম্বরে নিজের স্থান ধরে রেখেছেন চেতেশ্বর পূজারা। বোলারদের তালিকায় প্রথম দশে শুধু এক ভারতীয়। তিন নম্বরে জসপ্রীত বুমরা। 

PREV
click me!

Recommended Stories

Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেটে গড়াপেটা! টি-২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই বোর্ড কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
T20 World Cup 2026: বাংলাদেশের আবেদনকে তোয়াক্কা নয়! হবে না কোনও শুনানি, শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি-র?