ফের দুঃসংবাদ সৌরভের পরিবারে, হার্টে ব্লকেজ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও, বসছে স্টেন্ট

  • কদিন আগেই হৃদগোরে আক্রান্ত হয়েছিলেন সৌরভ
  • পরীক্ষার পর তার হার্টে ধরা পড়েছিল তিনটি ব্লকেজ
  • একটি স্টেন্ট বসানোর পর ছাড়া হয় বিসিসিআই প্রেসিডেন্টকে
  • এবার সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হার্টে বসাতে হবে স্টেন্ট
     

Sudip Paul | Published : Jan 19, 2021 2:11 AM IST / Updated: Jan 19 2021, 07:43 AM IST

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারের। একের পর এক বিপদে বাড়াচ্ছে চিন্তা। কিছুদিন আগেই হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরহ গঙ্গোপাধ্যায়। পরীক্ষার পর জানা গিয়েছে সৌরভের হার্টে তিনটি ব্লকেজ রয়েছে। বিশেষজ্ঞ়াক্তারদের মেডক্যাল বোর্ড গঠন ককে সৌরভের হার্টে বসানো হয়েছিল স্টেন্ট। তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরছিলেন 'দাদা'। এবার সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হার্টে বসাতে হবে স্টেন্ট। 

সৌরভের অসুস্থতার পর পরিবারের উদ্যোগে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের শরীরেও একাধিক পরীক্ষা নিরিক্ষা করানো হয়। সেখানেই তার হার্টেও ব্লকেজ ধরা পড়েছে বলে খবর। এই খবর খোদ জানিয়েছেন স্নহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি জানান, সৌরভের পর আমার শারীরিরক পরীক্ষাতেও হার্টে ব্লকেজ ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন স্টেন্ট বসাতেই হবে। ২২ জানুয়ারি হবে এই প্রক্রিয়া। সৌরভ যেভ হাপাতালে ভর্তি ছিল সেখানেই এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে।' তবে আপাতত কোনও ভয়ের কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

এমনিতেই সৌরভের হার্টে একটা স্টেন্ট বসানো হয়েছে। খুব শীঘ্রই ফের হাসপাতালে ভর্তি হবেন দেশের প্রাক্তন অধিনায়ক। কারণ সৌরভের হার্টে তিনটি ব্লকেজ থাকায় এখনও দুটি স্টেন্ট বসানে বাকি রয়েছে। ফলে সেই নিয়ে একটা চিন্তায় ছিল গঙ্গোপাধ্যায় পরিবার। এবার হার্টে ব্লকেজ ধরা পড়ল বাড়ির বড় ছেলেরও। স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও বসাতে হবে স্টেন্ট। ফলে সৌরভের পর এবার স্নেহাশিস পরপর দুই ভাইয়ের হৃদযন্ত্রে সমস্যার কারণে উদ্বিগ্ন গোটা পরিবার।

Share this article
click me!