আজ টি ২০ বিশ্বকাপ ২০২১- (ICC T20 World Cup 2021) এ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা (South Africa vs Sri Lanka)। দুই দলই দুটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। তাই আজকের ম্যাচ জিততে মরিয়া টেম্বা বাভুমা (Temba Bvuma) ও দাসুন শানাকার (Dasun Sanaka) দল। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা।
আজ টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2021) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা (South Africa vs Sri Lanka)। দুই দলই তাদের প্রথম দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় পয়েছে। সেমি ফাইনালে ওঠার পথ মসৃণ রাখতে হলে আজকের ম্য়াচে জয় দরকার টেম্বা বাভুমা (Temba Bvuma) ও দাসুন সানাকা (Dasun Sanaka)। বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের মুখ দেখার পর, পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে জয়ে ফিরেছে প্রোটিয়ারা। অপরদিকে গ্রুপ পর্বে ৩টি ম্যাচ জয়ের পর মূল পর্বে পৌছেছে লঙ্কান লায়ন্সরা। সুপার ১২-এর প্রথম ম্যাচে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে জয়ের পর অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে শ্রীলঙ্কাকে। আজ জয় পেতে মরিয়া দুই দল।
আজশারজায মুখোমুখি দুই দল। শারজার উইকেট আইপিএল থেকেই মন্থর গতির ও স্পিনাররা সহায়তা পেয়ে আসছে। তাই বেশির ভাগ ম্যাচেই অধিনায়করা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিচ্ছেন। আজকের ম্যাচেও দেখা গেল একই ঘটনা। ম্যাচে টস ভাগ্য সাথ দেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার। টস জিতে শারজার উইকেটে বোলিংয়ের সিদ্ধান্তে নিতে ভুল করেননি প্রোটিয়া অধিনায়ক। বিপক্ষকে কম রানের মধ্যে আটকে রেখে রান চেজের পরিকল্পনা ঠিক করতেই এই সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার। তবে টস হারলেও কার্যত ডু অর ডাই ম্য়াচে লড়াই দিতে প্রস্তুত শ্রীলঙ্কা দলও।
আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলের প্রথম একাদশে রয়েছেন টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক) রেজা হেনড্রিকস, এইডেন মার্কাম, রেসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, আনরিখ নখিয়া, তাবরাইজ শামসি। অপরদিকে, শ্রীলঙ্কা দলের প্রথম একাদশে রয়েছেন পথুম নিশঙ্কা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), চরিথ আসালাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপক্সা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুশ্মন্ত চামিরা, মহেশ থিকশানা, লাহিরু কুমারা।
এখনও পর্যন্ত দুই দলের মধ্যে ১৬টি টি২০আই ম্যাচ হয়েছে। এর মধ্যে ১১টিতেই জয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকা দল। বাকি পাঁচটিতে জয়ী লঙ্কান লায়ন্সরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল তিনবার মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকার এখানেও পরিংসখ্যানে ২-১'এ এগিয়ে। শেষ ৬ টি২০ ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেই কিছুটা এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।