বিবাহ বার্ষিকীতে একসঙ্গে সেরা ৫ মুহূর্ত শেয়ার করলেন রোহিত-রীতিকা,মন জয় করলেন নেটিজেনদের

Published : Dec 13, 2020, 09:33 PM IST
বিবাহ বার্ষিকীতে একসঙ্গে  সেরা ৫ মুহূর্ত শেয়ার করলেন রোহিত-রীতিকা,মন জয় করলেন নেটিজেনদের

সংক্ষিপ্ত

রোহিত শর্মার পঞ্চম বিবাহ বার্ষিকী রীতিকাকে শুভেচ্ছা জানালেন হিটন্যান পালটা শুভেচ্ছা বার্তা রীতিকা সাজদেরও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের পোস্ট

আজ ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা ও তার স্ত্রী রীতিকা সাজদের  পঞ্চম বিবাহ বার্ষিকী। পঞ্চম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে সকাল থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হিটম্যান ও তার স্ত্রী। আত্মীয়,পরিজন, মুম্বই ইন্ডিয়ান্স দল  থেকে শুরু করে ভক্তরা সকলেই এই বিশেষ দিনে শুভেচ্ছা জানান হিটম্যানকে। বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় রোহিত ও রীতিকা দুজনেই আবেগঘন পোস্টও শেয়ার করেন। যা মনে ধরেছে নেটিজেনদের।

সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মা বিবাহ বার্ষিকী উপলশক্ষে রীতিকার সঙ্গে ৫টি ছবি শেয়ার করেছেন। রীতিকার সঙ্গে কাটানো সেরা ৫টি মুহূর্ত তুলে ধরেন ভারতীয় ক্রিকেট তারকা। ছবি শেয়ার করার পাশাপাশি রোহিত শর্মা লিখেছেন, ‘আমরা শেষ পর্যন্ত নট আউট থাকার পরিকল্পনা করেছি’।

 

 

পাল্টা একই পথ অবলম্বন করেছেন হিটম্য়ানের স্ত্রী রীতিকা সাজদেও। তিনিও রোহিতের মত সোশ্যাল মিডিয়ায় ৫টি ছবি শেয়ার করেছেন। ৫টি সুন্দর মুহূর্ত শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি ৫ মাই লাভ রোহিত শর্মা’।

 

 

সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মা ও রীতিকা সাজদের দুজনের পোস্টও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। সকলেই শুভেচ্ছা জানান। সোমবার অস্ট্রেলিয়া সফরের জন্য উড়ে যাচ্ছেন হিটম্যান।

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড