এবারের বিশ্বকাপে কে সবচেয়ে পছন্দের, বললেন সুনীল গাভাস্কার

swaralipi dasgupta |  
Published : May 07, 2019, 06:21 PM IST
এবারের বিশ্বকাপে কে সবচেয়ে পছন্দের, বললেন সুনীল গাভাস্কার

সংক্ষিপ্ত

আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের প্রস্তুতি।  এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্য়ান্ড। আর সেই আয়োজক দেশকেই পছন্দের তালিকায় সবচেয়ে উপরে রাখছেন সুনীল গাভাস্কার। 

আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের প্রস্তুতি। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্য়ান্ড। আর সেই আয়োজক দেশকেই পছন্দের তালিকায় সবচেয়ে উপরে রাখছেন সুনীল গাভাস্কার। 

ভারতের কিংবদন্তী এই ক্রিকেটার জানিয়েছেন, ২০১৫ সালের বিশ্বকাপে গ্রুপ লেভেল-এই বিদায় নিয়েছিল ইংল্য়ান্ড। আর তার পরেই ইংল্য়ান্ডের ক্রিকেটাররা নিজেদের কৌশল ও মানসিকতা বদল করেছে। তাই এবারে বিশ্বকাপ জয়ের দিকে অনেকটাই এগিয়ে ইংল্য়ান্ড। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রাক্তন অধিনায়ক বলেছেন, ইংল্য়ান্ড যেভাবে ক্রিকেট খেলছে, সেই দিক থেকে আমার সবচেয়ে পছন্দের ইংল্যান্ডই। ২০১৫ সালের বিশ্বকাপে ওরা যেভাবে বিদায় নিয়েছিল, সেদিক দেখতে গেলে ওরা এখন নিজেদের উন্নত করার চেষ্টা করছে। ওদের মনোভাবও বদলেছে। দল হিসেবেও এরা ভাল। তাই এবার আত্মবিশ্বাস বেড়েছে ওদের। সাম্প্রতিক ম্য়াচগুলিতেও দেখা গিয়েছে ওরা অসাধারণ খেলছে। 

ইংল্য়ান্ডকেই জয়ীর আসনে দেখার আরও একটা কারণ জানিয়েছেন গাভাস্কার। তিনি বলেছেন, গত দুই বিশ্বকাপেও আয়োজক দেশই জিতেছে। তবে ক্রিকেটে যে কোনও  রকমের ফল হতে পারে। 

প্রসঙ্গত, আগামী ৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপ।

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার