এবারের বিশ্বকাপে কে সবচেয়ে পছন্দের, বললেন সুনীল গাভাস্কার

  • আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের প্রস্তুতি। 
  • এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্য়ান্ড।
  • আর সেই আয়োজক দেশকেই পছন্দের তালিকায় সবচেয়ে উপরে রাখছেন সুনীল গাভাস্কার। 
swaralipi dasgupta | Published : May 7, 2019 12:51 PM IST

আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের প্রস্তুতি। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্য়ান্ড। আর সেই আয়োজক দেশকেই পছন্দের তালিকায় সবচেয়ে উপরে রাখছেন সুনীল গাভাস্কার। 

ভারতের কিংবদন্তী এই ক্রিকেটার জানিয়েছেন, ২০১৫ সালের বিশ্বকাপে গ্রুপ লেভেল-এই বিদায় নিয়েছিল ইংল্য়ান্ড। আর তার পরেই ইংল্য়ান্ডের ক্রিকেটাররা নিজেদের কৌশল ও মানসিকতা বদল করেছে। তাই এবারে বিশ্বকাপ জয়ের দিকে অনেকটাই এগিয়ে ইংল্য়ান্ড। 

Latest Videos

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রাক্তন অধিনায়ক বলেছেন, ইংল্য়ান্ড যেভাবে ক্রিকেট খেলছে, সেই দিক থেকে আমার সবচেয়ে পছন্দের ইংল্যান্ডই। ২০১৫ সালের বিশ্বকাপে ওরা যেভাবে বিদায় নিয়েছিল, সেদিক দেখতে গেলে ওরা এখন নিজেদের উন্নত করার চেষ্টা করছে। ওদের মনোভাবও বদলেছে। দল হিসেবেও এরা ভাল। তাই এবার আত্মবিশ্বাস বেড়েছে ওদের। সাম্প্রতিক ম্য়াচগুলিতেও দেখা গিয়েছে ওরা অসাধারণ খেলছে। 

ইংল্য়ান্ডকেই জয়ীর আসনে দেখার আরও একটা কারণ জানিয়েছেন গাভাস্কার। তিনি বলেছেন, গত দুই বিশ্বকাপেও আয়োজক দেশই জিতেছে। তবে ক্রিকেটে যে কোনও  রকমের ফল হতে পারে। 

প্রসঙ্গত, আগামী ৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপ।

Share this article
click me!

Latest Videos

'এক চিন্ময় কারাগারে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে' Chinmoy Krishna Das-এর মুক্তির দাবীতে উত্তাল Kolkata
Bangladesh ইস্যুতে অবশেষে মুখ খুললেন Mamata Banejee, দেখুন কী বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : 'সোমবার বর্ডার-এ বুঝিয়ে দেবো ইউনূসকে' #shorts #suvenduadhikari #bangladeshcrisis
ফের চালু আমদানি রপ্তানি! অবশেষে স্বস্থির নিশ্বাস ফেললেন সীমান্ত বাণিজ্যিকরা | North 24 Parganas News
Rajesh Karla-র সঙ্গে বিশেষ আলোচনায় Sebastian Coe, মুখ খুললেন ভারত, মোদী এবং তাঁর জীবনযাত্রা সম্পর্কে