T20 WC 2021 - ১০০-ও তুলতে পারল না নামিবিয়া, প্রাক্তন অধিনায়কের বিদায় স্মরণীয় করে রাখল আফগানরা


আবুধাবিতে, টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সুপার ১২ পর্বের ম্যাচে নামিবিয়াকে (Namibia) ৬১ রানে পরাজিত করল আফগানিস্তান (Afghanistan)। 

amartya lahiri | Published : Oct 31, 2021 1:44 PM IST / Updated: Oct 31 2021, 07:24 PM IST

চলতি টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) ইতিমধ্যেই প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে নামিবিয়া (Namibia)। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই সুপার ১২ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। রবিবার, আবুধাবিতে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে তাদের জেতার কোনও কথা ছিল না। শেষ পর্যন্ত তা হয়ওনি। তবে বল হাতে ইনিংসের মাঝের ওভারে আফগানিস্তানকে ধার্রা দিতে পারলেও, ব্যাট হাতে আইগান বোলারদের সামনে তারা দাঁড়াতেই পারল না। ২০ ওভারে ১৬১ রান তাড়া করতে নেমে তারা থামল ৯৮/৯ রানেই। আফগানিস্তান জয় পেল ৬২ রানে। স্মরণীয় হয়ে থাকল প্রথম আফগান টেস্ট অধিনায়ক আসগর আফগানের বিদায়বেলা। 

ম্যাচের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে নামিবিয়ার। সর্বোচ্চ রান করলেন দক্ষিণ আফ্রিকাজাত ডেভিড উইজি। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৩০ বলে ২৬ রান করেন তিনি। তিনি ছাড়া দুই অঙ্কের রান করেছেন আরও চারজন - লিঙ্গেন (১১), জাঁ লফটি ইটন (১৪), অধিনায়য়ক গেরহার্ড এরাসমাস (১২) এবং ১০ নম্বরে নামা রুবেন ট্রাম্পেলমান (১২*)। 

এদিন চোটের জন্য খেলেননি, আগের দুই ম্যাচে আফগানিস্তানের হয়ে দারুণ বল করা স্পিনার মুজিব উর রহমান। তাঁর বদলে এদিন  আফগান প্রথম একাদশে খেলেন হামিদ হাসান। তিনিই আফগানদের পক্ষে এদিন সেরা বোলিং করলেন। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নিলেন তিনি। ৩ উইকেট নিলেন নবিন উল হক-ও।  ২ উইকেট নিলেন গুলবদিন নইব এবং ১ উইকেট নিলেন রশিদ খান। 

এই ম্যাচেই অবসর নিলেন প্রাক্তন আফগান অধিনায়ক  আসগর আফগান। নিজের দল তো বটেই, প্রতিপক্ষের কাছ থেকেও দারুণ সম্মান পেলেন তিনি। করিম জন্নত ২০তম ওভারের শেষ বলটি করার পরই তাঁকে কাঁধে তুলে নিয়েছিলন গুলবদিন নইব। আর তাঁর হাত ধরে ছিলেন অধিনায়ক মহম্মদ নবি। এইভাবেই তাঁদের বহু যুদ্ধের নেতাকে শেষবার মাঠের বাইরে নিয়ে এলেন তাঁরা। আর এদিন ব্যাট করতে যাওয়ার সময়, আসগর পেয়েছিলেন নামিবিয়া দলের গার্ড অব অনার। ম্য়াচ জিততে না পারলেও, ক্রিকেট মাঠে এই সুন্দর মুহূর্তটা এদিন উপহার দিল নামিবিয়া। 

এদিন ব্যাট হাতে ৩টি চার ও ১টি ছয়ের সাহায্য়ে করলেন ২৩ বলে ৩১ রান করেন আসগর আফগান। অবশ্য আফগানিস্তান এদিন শুরুটা দারুণভাবে করেছিল। দুই ওপেনার জাজাই (২৭ বলে ৩৩) এবং শাহজাদ (৩৩ বলে ৪৫), পাওয়ার প্লের ওভারে ৫০ রান তুলে দিয়েছিলেন। তবে ৭ থেকে ১৫ ওভারের মধ্যে পরপর ৪ উইকেট নিয়ে আফগানিস্তানের রানের গতি কমিয়ে দিয়েছিল নামিবিয়া। কিন্তু, মহম্মদ নবির ১৭ বলে ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩২ রানের সৌজন্যে শেষ ৪ ওভারে ৪৬ রান তুলেছিল আফগানিস্তান। যার জোরে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করেছিল তারা। 

Read more Articles on
Share this article
click me!