আজ টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) মুখোমখি নিউজিল্যান্ড বনাম নামিবিয়া (New Zealand vs Namibia)। সেমি ফাইনালে (Semi Final)ওঠার লক্ষ্যেএই ম্যাচ খুবই গুরুত্ব পূর্ণ দুই দলের কাছে। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কেন উইলিয়ামসনের (Kane Williamson)দল। অপরদিকে, লড়াই দিতে প্রস্তুত গেরহার্ড এরাসমাসের (Gerhard Erasmus) দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নামিবিয়ার।
৩ ম্যাচে ২টি জয় পেয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। অপরদিকে, ৩ ম্যাচে ১টি জয় নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে নামিবিয়া। টি২০ বিশ্বকাপের গ্রুপ ২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড ও নামিবিয়া। সেমি ফাইনালে ওঠার লক্ষ্যে কেন উইলিয়ামসসনের দলের কাছে এই ম্যাচে জয় অত্যাবশ্যক কেন উইলিয়ামসনের দল। প্রতিপক্ষকে সমীহ করলেও, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কিইউরা। অপরদিকে, সম্ভাবনা কম হলেও আজ যদি অঘটন ঘটিয়ে কিউইদের হারাতে পারে গেরহার্ড এরাসমাসের দল তাহলে শেষ চারে যাওয়ার আশার আলো থাকবে নামিবিয়ার সামনেও। তাই শক্তিশালী প্রতিপক্ষ হলেও নিজেদের সেরাটা দিতে আজ মুখিয়ে রয়েছে বিশ্ব ক্রিকেটে নবাগতরা। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও নামিবিয়া। আরব আমারশাহির উইকেটে টস খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা দিচ্ছে প্রতিটি ম্য়াচে। আর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন সব দলের অধিনায়করা। বিশেষ করে শারজার স্লো ও টার্নিং উইকেটে টস জেতাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিন ম্য়াচে টসভাগ্য সাথ দেয় নামিবিয়ার। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে কোনওরকম ভুল করেননি নামিবিয়া অধিনায়ক গেরহার্ড এরাসমাস। প্রতিপক্ষকে কম রানেআটকে রেখে পরিকল্পনা মাফিক রান চেজ করতেই টসে জিত ফিল্ডিংয়ের এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অপরদিকে, টস হারলেও নামিবিয়াকে বড় টার্গেট দিয়ে চাপে ফেলার বিষয়ে আশাবাদী কেন উইলিয়ামসনের দল।
আজকের ম্যাচে নিউজিল্যান্ডের দলের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে রয়েছেন মার্টিন গাপটিল, ডায়ার্ল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে। অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন জেমস নিশাম, গ্লেন ফিলিপস। বোলিং লাইনআপে রয়েছেন মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট। অপরদিকে, নামিবিয়া দলের প্রথম একাদশে রয়েছেন স্টিফেন বার্ড, ক্রেগ উইলিয়ামস, মাইকেল ভ্যান লিংগেন, জ্যান নিকোল লফটি-ইটন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন (উইকেটরক্ষক), ডেভিড উইজি, জেজে স্মিট, কার্ল ব্রিকেনস্টক, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নাড স্কোলজ।