T20 WC 2021, 2nd Semifinal - পাকিস্তানের বিজয়রথ থামানোর লক্ষ্যে ফর্মে ফেরা অস্ট্রেলিয়া

বৃহস্পতিবার, টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) দ্বিতীয় সেমিফাইনালে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি অস্ট্রেলিয়াই (Australia) এবং পাকিস্তান (Pakistan)। এখনও অবধি টুর্নামেন্টে অপরাজিত পাকিস্তান, অন্যদিকে অজিরাও দারুণ এখন ফর্মে।
 

Asianet News Bangla | Published : Nov 10, 2021 7:40 PM IST

৫০ ওভারের বিশ্বকাপ জিতেছে পাঁচবার। তারমধ্যে পরপর তিনবার বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ডও রয়েছে। অথচ সেই অস্ট্রেলিয়াই (Australia) এখনও পর্যন্ত ছবার টুর্নামেন্টে খেলে একবারও টি২০ বিশ্বকাপ জিততে পারেনি। এবারও টুর্নামেন্টের শুরুতে তাদেরকে কেউই সম্ভাব্য বিজয়ী হিসাবে না ধরলেও, বৃহস্পতিবার, টি২০ বিশ্বকাপ ২০২১-এর দ্বিতীয় সেমিফাইনালে, অ্যারন ফিঞ্চের (Aaron Finch) নেতৃত্বাধীন দলই, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে, টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত দল, বাবর আজমের (Babar Azam) নেতৃত্বাধীন পাকিস্তান (Pakistan) দলের।    

সাম্প্রতিক ফর্ম 

টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল পাকিস্তান। প্রথম ম্য়াচে ভারত ও তার পরের ম্যাচেই নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়েছিল বাবর আজমরা। প্রথমে ব্যাট, প্রথমে বল - দুই পথ ধরেই তারা জিতে দেখিয়েছে। আর দুবাইয়ের মাঠে তাদের অপরাজিত থাকার অনন্য রেকর্ডও রয়েছে। পাকিস্তানের দ্বিতীয় ঘর বলা হয় সংযুক্ত আরব আমিরশাহিকে।

অন্যদিকে টুর্নামেন্টের শুরুতে অস্ট্রেলিয়া দলকে নিয়ে অনেক প্রশ্ন ছিল। তবে তারাও ধক্ষিণ আফ্রিকাকে হারিয়েই বিশ্বকাপর অভিযান শুরু করেছিল। পরের ম্যাচেই অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ব্যাটাররা ব্যর্থ হয়েছিলেন। তবে শেষ তিন ম্যাচে তাদের দুই ওপেনারই ফর্ম ফিরে পেয়েছেন। যা তাদের দলকে এক দারুণ জায়গায় পৌঁছে দিয়েছে।

দলের খবর 

টপ অর্ডারের ব্য়াটাররা সবাই ফর্মে ফিরে আসায়, অস্ট্রেলিয়া দলও এই মুহূর্তে ভারসাম্যে পরিপূর্ণ। অজি শিবিরে কারোর চোট-আঘাতও নেই। তাই পাকিস্তানের বিরুদ্ধে তাদেরও প্রথম একাদশ সম্ভবত অপরিবর্তিতই থাকবে। 

বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে একই দল এবং ব্যাটিং অর্ডার নিয়ে খেলে যাচ্ছে পাকিস্তান। এমনকি সেমিফাইনালে উঠে যাওয়ার পরও বেঞ্চ থেকে কাউকে খেলানো হয়নি। দলে কারোর চোট-আঘাতেরও সমস্যা নেই। সেমিফাইনালেও প্রথম একাদশে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। 

দ্বৈরথের পরিসংখ্যান 

অস্ট্রেলিয়ার এবং পাকিস্তানের মধ্যে মোট ২৩টি টি২০ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে জয়ের পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তানই। তারা জিতেছে ১২টি ম্য়াচ। অস্ট্রেলিয়া জিতেছে ৯টিতে। আর ১টি ম্যাচ টাই হয়েছিল। টি২০ বিশ্বকাপে অবশ্য ৬টি ম্য়াচের মধ্যে দুই দেশই ৩টি করে ম্যাচে জিতেছে। 

দুবাই, পিচ ও আবহাওয়া

সেই আইপিএল থেকেই দুবাই-এর পিচ ব্যাটারদের সহায়ক হয়েছে। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্য়াচেও পিচ সেরকমই হবে বলে আশা করা হচ্ছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে জোরে বোলাররা কিছুটা সাহায্য পেলেও মাঝের ওভারে খেলার গতি নিয়ন্ত্রণ করবে স্পিনাররাই।

বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দুবাইয়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। বাতাসের আর্দ্রতা থাকবে প্রায় ৫৫ শতাংশ আর ম্যাচের সময় প্রায় ১৬ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইতে পারে। 

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ 

অস্ট্রেলিয়া - ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
 
পাকিস্তান - মহম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, শাহীন আফ্রিদি, হারিস রউফ।

Read more Articles on
Share this article
click me!