Published : Nov 08, 2021, 04:53 PM ISTUpdated : Nov 08, 2021, 10:30 PM IST

T20 WC 2021, India vs Namibia, Live - জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত, নামিবিয়াকে হারাল ৯ উইকেটে

সংক্ষিপ্ত


টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-এর সুপার ১২ পর্বের শেষ ম্যাচে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, মুখোমুখি ভারত (India) এবং নামিবিয়া (Namibia)। ম্য়াচের প্রতি মুহূর্তের লাইভ আপডেট (Live Update) পেতে চোখ রাখুন এখানে।

T20 WC 2021, India vs Namibia, Live - জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত, নামিবিয়াকে হারাল ৯ উইকেটে

10:29 PM (IST) Nov 08

সহজ জয় পেল ভারত

২৮ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় পেল ভারত। কেএল রাহুল অপরাজিত ৫৪ ও সূর্যকুমার যাদব অপরাজিত ২৫।

10:24 PM (IST) Nov 08

অর্ধশতরান কেএল রাহুলের

৩৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন কেএল রাহুল। জয়ের দোরগোড়ায় ভারত।

10:18 PM (IST) Nov 08

১৩ ওভার শেষে ১১৩ ভারত

১৩ ওভার শেষে ১১৩ রানে ১ উইকেট বারত। দুরন্ত ব্যাটিং রাহুল ও সূর্যকুমারের।

10:08 PM (IST) Nov 08

১১ ওভার শেষে ভারত ৯৬

১১ ওভার শেষে ভারত ১ উইকেটে ৯৬। ব্যাট করছেন কেএল রাহুল ও সূর্যকুমার যাদব।

09:59 PM (IST) Nov 08

আউট রোহিত শর্মা

৩৭ বলে ৫৬ রান  ফ্রাইলিঙ্কের বলে আউট হলেন রোহিত শর্মা।

09:52 PM (IST) Nov 08

হাফ সেঞ্চুরি রোহিত শর্মার

৩১ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন  রোহিত শর্মা। ভারত ৮  ওভার শেষে৭০। 

09:44 PM (IST) Nov 08

শেষ হল ভারতের পাওয়ার প্লে

৬ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৫৪। ৩৯ রোহিত, রাহুল ১৫।

09:40 PM (IST) Nov 08

৫ ওভার শেষে ভারত ৪৪

ঝোড়ো ব্যাটিং রোহিতের । পঞ্চম ওভারে একটি ৬ ও একটি চার মারলেন  হিটম্যান। ৫ ওভার শেষে ভারত ৪৪

09:34 PM (IST) Nov 08

দুরন্ত শুরু রোহিত-রাহুলের

৪ ওভার শেষে ভারত বিনা  উইকেটে ৩৩। রোহিত নট আউট ২৬, রাহুল নট আউট ৭।

09:25 PM (IST) Nov 08

দ্বিতীয় ওভারে এল ১১ রান

দ্বিতীয় ওভারে একটি চার  ও একটি ছয় মারলেন  রোহিত শর্মা। ভারত বিনা উইকেটে ১৭ রান।

09:21 PM (IST) Nov 08

প্রথম ওভার শেষে ভারত ৬

ওপেন করছেন  রোহিত-রাহুল। ভারত প্রথম ওভার শেষে ৬।

08:58 PM (IST) Nov 08

শেষ ওভারে এল ১৩ রান

শামির শেষ ওভারে এল ১৩ রান। ২০ ওভার শেষে নামিবিয়া করল ৮ উইকেটে ১৩২।

08:53 PM (IST) Nov 08

অষ্টম উইকেট পড়ল নামবিয়ার

২৬ রান করে বুমরার বলে আউট হলে ডেভিড উইজি। ১৯ ওভার শেষে নামিবিয়া ১১৯ রান  ৮ উইকেট।

08:49 PM (IST) Nov 08

১৮ ওভার শেষে নামিবিয়া ১১৪

শেষের দিকে একটু বাড়ল রানের গতিবেগ। ১৮ ওভার শেষে নামিবিয়া ৭ উইকেটে ১১৪।

08:38 PM (IST) Nov 08

এবার তৃতীয় উইকেট পেলেন অশ্বিন

প্রথম বলেই  জ্যান গ্রিণকে বোল্ড করলেন অশ্বিন। নিজের  তৃতীয় উইকেট নিলেন তিনি। ৯৪ রানে ৭  উইকেট  নামিবিয়া। ১৬ ওভার শেষে ৯৫ রানে ৭  উইকেট নামিবিয়া।

08:35 PM (IST) Nov 08

জাদেজার তৃতীয় উইকেট

৯ রান করে রবীন্দ্র জাদেজার তৃতীয় শিকার হলেন জেজে  স্মিট। ১৫ ওভার শেষে ৬ উইকেটে ৯৩ নামিবিয়া।

08:32 PM (IST) Nov 08

১৪ ওভার শেষে ৯০নামিবিয়া

১৪ ওভার শেষে নামিবিয়া ৫ উইকেট হারিয়ে ৯০। রাহুল চাহার নিজের ৪ ওভারে দিলেন ৩০ রান। 

08:25 PM (IST) Nov 08

পঞ্চম উইকেট পড়ল নামিবিয়ার

১২ করে অশ্বিনের বলে আউট হলেন  এরাসমাস। ৭২ রানে ৫ উইকেট পড়ল নামিবিয়ার।

08:23 PM (IST) Nov 08

১২ ওভার শেষে নামিবিয়া ৬৭

লড়াই করার চেষ্টা করছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস ও ডেভিড  উইজি। ১২ ওভার শেষে নামিবিয়া ৪ উইকেটে ৬৭।

08:16 PM (IST) Nov 08

শেষ হল ১০ ওভারের খেলা

প্রথম ১০ ওভার শেষে নামিবিয়া ৫১ রানে ৪ উইকেট।

08:12 PM (IST) Nov 08

চতুর্থ উইকেট পড়ল নামিবিয়ার

৫ রান করে অশ্বিনের বলে আউট হলেন নিকল লফটি ইটন। ৪৭ রানে৪ উইকেট নামিবিয়া।

08:07 PM (IST) Nov 08

তৃতীয় উইকেট পড়ল নামিবিয়ার

তৃতীয় উইকেট পড়ল নামিবিয়ার। জাদেজার বলে আউট স্টিফেন বার্ড। ৮  ওভার শেষে ৪২ রানে ৩ উইকেট।

07:58 PM (IST) Nov 08

দ্বিতীয় উইকেট পড়ল নামিবিয়ার

দ্বিতীয় উইকেটের পতন হল নামিবিয়ার। খাতা না খুলেই জাদেজার শিকার হলেন  ক্রেগ উইলিয়ামস। পাওয়ার প্লে শেষে নামিবিয়া ২ উইকেটে ৩৪।

07:52 PM (IST) Nov 08

প্রথম উইকেট পড়ল নামিবিয়ার

প্রথম উইকেট পড়ল নামিবিয়ার। ১৪ রান করে বুমরার বলে আউট হলেন লিংজেন।

07:50 PM (IST) Nov 08

চতুর্থ ওভারে এল ৬ রান

চতুর্থ ওভারে এল রবিচন্দ্রন অশ্বিন। দিলেন ৬ রান। নামিবিয়া বিনা উইকেটে ৩১।

07:45 PM (IST) Nov 08

ভালো শুরু নামিবিয়ার

মহম্মদ শামির তৃতীয় ওভারে এল ১০ রান।  একটি অনবদ্য ছক্কা  মারলেন  বার্ড।

07:40 PM (IST) Nov 08

দ্বিতীয় ওভারে বুমরাকে জোড়া চার মারলেন লিংজেন

দ্বিতীয় ওভারে এল ১০ রান। বুমরাকে দুটি চার মারলেন  মাইকেল ভ্যান লিংজেন।

07:36 PM (IST) Nov 08

প্রথম ওভার শেষে নামিবিয়া ৫

প্রথম ওভারে ৫ রান দিলেন মহম্মদ শামি।