T20 WC 2021 - নামিবিয়ার বিরুদ্ধে আরও এক টি২০আই মাইলফলকে হিটম্যান, এই কীর্তি আছে আর মাত্র ২ জনের

টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) সোমবার নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে  সুপার ১২ ম্যাচে বিশ্বের তৃতীয় পুরুষ ব্যাটার হিসেবে ভারতের (India) রোহিত শর্মা (Rohit Sharma) ৩০০০ টি২০ রানের মাইলফলক অতিক্রম করলেন। 

সোমবার নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2021)-র সুপার ১২ ম্যাচে ভারতের রোহিত শর্মা (Rohit Sharma) বিশ্বের তৃতীয় পুরুষ ব্যাটার হিসেবে ৩০০০ টি২০ রানের মাইলফলক অতিক্রম করলেন। ২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপেই, আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল রোহিতের। কেরিয়ারের ১১৫তম টি২০আই ম্যাচে এই কীর্তি গড়লেন রোহিত। 

টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবার আগে ৩০০০ রানের মাইলফলক অতিক্রম করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চলতি বছরের শুরুতেই মাত্র ৮৭ ম্যাচে ৩০০০ টি২০আই রানের মাইলফলক স্পর্শ করেছিলেন বিরাট। টি২০আই ক্রিকেটে আর একজন ৩০০০ রান করেছেন। গত সপ্তাহেই স্কটল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপের সুপার ১২ ম্যাচে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল দ্বিতীয় খেলোয়াড় হিসাবে ৩০০০ রান পূর্ণ করেছিলেন। তিনি এই মাইলফলকে পৌঁছান তাঁর কেরিয়ারের ১০৫তম ম্যাচে। 

Latest Videos

টি২০ ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মা। আন্তর্জাতিক টি২০-তে সবথেকে বেশি শতরান করেছেন তিনিই। ৩৪ বছর বয়সী ব্যাটারের নামের পাশে এখনও পর্যন্ত ৪ টি টি২০ শতরান রয়েছে। এই ফর্ম্যাটে সবথেকে বেশি ছক্কা মারার তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এখনও পর্যন্ত মেরেছেন ১৩৮ টি ছয়।

এই ম্যাচের আগে ৩০০০ টি২০ রান করতে রোহিতের আর ২০ রান দরকার ছিল। এদিন নামিবিয়ার ১৩৩ রান তাড়া করতে নেমে রুবেন ট্রাম্পেলমানের প্রথম ওভারেই ১ টি চার মেরেছিলেন রোহিত। পরের ওভারে ডেভিড উইজি-কে ১ টি চার ও ১ টি ছয় মারেন। তৃতীয় ওভারে ট্রাম্পেলমানের প্রথম বলেই আরও একটি চার মেরে ৩০০০ রানের মাইলফলকে পৌঁছে যান হিটম্যান। এদিনও তিনি অর্ধশতরান করেছেন। অষ্টম ওভারে তিনি মাত্র ৩১ বল খেলে ৬ টা চার এবং ২ টি ছয়ের সাহায্যে ৫০ রানে পৌঁছান। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia