T20 WC 2021, NZ vs SCO - দুর্দান্ত লড়াই স্কটল্যান্ডের, চাপে থেকেও শেষ হাসি হাসল নিউজিল্যান্ডই

বুধবার, দুবাইয়ে টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সুপার ১২ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে (Scotland) ১৬ রানে পরাজিত করল নিউজিল্যান্ড (New Zealand)। ৯৩ রান করা মার্টিন গাপ্টিল (Martin Guptill) হলেন ম্যাচের সেরা। 
 

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে স্কটল্যান্ডের (Scotland) ব্যাটিং বিপর্যয় দেখে আশাও করা যায়নি, নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের সুপার ১২ পর্বের ম্যাচে তারা এতটা লড়াই দেবে। কিউইদের ১৭৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে একেবারে শেষ ওভার পর্যন্ত উপর চাপ রেখে গেল স্কটিশরা। শেষ পর্যন্ত দুই দলের মধ্যে ব্যবধান থাকল ১৬ রানের। প্রথমে বল হাতে ভাল পারফর্ম করে, তারপর ব্যাট হাতেও শেষ পর্যন্ত ব্ল্যাকক্যাপসদের তাড়া করে ভারতীয় সমর্থকদের মনে আশা জাগিয়ে তুলেছিল তারা। কিন্তু, শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানেই থামল স্কটিশদের ইনিংস।   

নিউজিল্যান্ড ইনিংসে যেমন বলতে গেলে গাপ্টিল একাই রান করেছেন, স্কটিশ ইনিংস সেরকম নয়। বলতে গেলে প্রত্যেক ব্যাটারই কিছু না কিছু অবদান রেখে স্কোরবোর্ড সচল রেখেছেন। শুরুতে অবশ্য ধাক্কা খেতে হয়েছিল। তৃতীয় ওভারেই বোল্টের বলে আউট হয়ে যান তাদের ব্যাটিং-এর অন্যতম ভরসা অধিনায়ক কোয়েৎজার (১৭)।  তার পরের ওভারটি মেডেন করেছিলেন মিলনে। তবে সেই ওভারে রান না আসাটা স্কটিশরা সুদে আসলে মিটিয়ে নিয়েছিল পাওয়ার প্লের শেষ ওভারে। মিলনের করা ষষ্ঠ ওভার থেকে ২০ রান নেন ম্যাথু ক্রস। ৬ ওভার শেষে তাদের রান ছিল ৪৮-১। 

Latest Videos

অষ্টম ওভারে স্পিনার ইশ সোধিকে আক্রমণে এনেছিলেন উইলিয়ামসন। দুখানা পেল্লায় ছয় মেরেছিলেন মান্সি। তারপরও আবার মারচতে গিয়ে লং অনে সাউদির হাতে ধরা পড়েন মান্সি (২২)। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছিল স্কটল্যান্ড। তবে তারপর মাঝের ওভারে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় স্কটিশরা। ১১তম ওভারে সাউদির বলে বোল্ড হয়ে যান ম্যাথু ক্রস (২৭)। ১৫তম ওভারে বোল্টের বলে বোল্ড হন ম্যাকলিওড (১২) আর ১৬তম ওভারে ইশ শোধির বলে আউট হন বেরিংটন (২০)। 

তবে নিউজিল্যান্ড ঠিক যখন ম্যাচ তাদের হাতের মুঠোয় বলে মনে করছে, সেই সময়ই তাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেন ৬ নম্বরে নামা মাইকেল লিস্ক। ১৮তম ওভারে ওঠে ১৭ রান, ১৯তম ওভারে ১৩ রান। শেষ ওভারে দরকার ছিল ২৬ রান। স্কটল্যান্ড তুলতে পারল ৯। শেষ পর্যন্ত লিস্ক অপরাজিত থাকলেন ২০ বলে ৪২ রানে। মেরেছেন ৩টি চার এবং ৩টি ছয়। 

কিউই বোলারদের মধ্যে বোল্ট ২৯ রানে ২ উইকেট নিলেন, সাউদি ১ উইকেট নিলেন ২৪ রানে। ইশ সোধিও ২ উইকেট নিলেন, তবে ৪ ওভারে ৪২ রান দিলেন।

তার আগে বর্ষীয়ান কিউই ওপেনার মার্টিন গাপ্টিল ৫৬ বলে ৯৩ রান করেন। মারেন ৬টি চার এবং ৭টি ছয়। তাঁকে যোগ্য সঙ্গ দেন গ্লেন ফিলিপ্স। তবে তিনি ৩৩ রান করলেও, খেলেছেন ৩৭টি বল। মেরেছেন মাত্র ১টি ছয়। ইনিংসের শুরুতেই পরপর ওপেনার ডেরিল মিচেল (১৩) এবং কেন উইলিয়ামসনকে (০) ফিরিয়ে দিয়েছিলেন স্কটিশ জোরে বোলার সাফিয়ান শারিফ। সপ্তম ওভারে কনওয়ে (১) আউট হন মার্ক ওয়াটের বলে। ৭ ওভারে ৫৪ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল নিউজিল্যাান্ডের। সেখান থেকে গাপ্টিলই দলকে টেনে তোলেন। তবে শেষ দিকে আবার দ্রুত ২ উইকেট তুলে নিয়ে চাপ ফিরিয়ে এনেছিল স্কটল্যান্ড। শেষ ৩ ওভারে মাত্র ২২ রান তুলতে পারে কিউইরা। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল