ফের ব্যাট হাতে সচিন তেন্ডুলকর, খেলছেন একের পর এক শট, দেখুন ভাইরাল ভিডিও

  • ফের ব্যাট হাতে সচিন তেন্ডুলকর
  • পাওয়া গেল সেই আগের চেনা ছন্দে
  • একের পর এক শট মারছেন বিনা দ্বিধায়
  • নেট দুনিয়ায় ভাইরাল সচিনের ভিডিও
     

ক্রিকেট বিদায় জানালেও, তাকে একবার ২২ গজে ব্যাট হাতে দেখার ইচ্ছে এখনও কমেনি বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিদের। আর তা হওয়াটাই তো স্বাভাবিক। কারণ তার নামটা সচিন তেন্ডুলকর। ভক্তদের কাছে তিনি 'ক্রিকেট ঈশ্বর'। আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক বলে কথা। এবার ফের একবার ব্যাট হাতে দেখা গেলে মাস্টার ব্লাস্টারকে। যেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। সচিনের ব্যাটিংয়ে মজেছেন তার ভক্তরা।

Latest Videos

গতবারের মত এই বছর রোড সেফটি ওয়ার্লড সিরিজের আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশের প্রাক্তন প্লেয়ারদের নিয়ে এই সিরিজের আয়োজন করা হয়। অংশ নিয়েছিল ভারত,ক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া। তবে গতবার সিরিজি শুরু হলেও, করোনা ভাইরাস মহামারীর কারণে বাধ্য হয়েই তা মাঝপথে বন্ধ করতে হয়েছিল। এবার ফের শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। তবে করোনার কারণে এবছর খেলছে না অস্ট্রেলিয়া। তবে এবার অংশ নিচ্ছে ইংল্যান্ড ও বাংলাদেশ। 

 

 

এই সিরিজ শুরুর আগেই কঠিন অনুশীলন শুরু করেছেন সচিন তেন্ডুলকর। ক্রিকেট নিয়ে তিনি যে এখনও কতটা সিরিয়াস এখন থেকে অনুশীলন শুরু করাই তার প্রমাণ। ভিডিও তে দেখা গিয়েছে  প্রথম দুটো বল ছেড়ে দিলেন সচিন। তার পর বেশ কিছু স্ট্রেট ড্রাইভ এবং কভার ড্রাইভ দেখা গেল তাঁর ব্যাট থেকে। রায়পুরে হতে চলেছে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় গতবারের মতো এবারও ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সচিন তেন্ডুলকর। এবার অনুশীলন নয়, ফের সচিনকে ২২ গজে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
 

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly