ট্যুইটারে রেকর্ড গড়ল বিরুষ্কার প্রেগন্যান্সির খবর, ২০২০-তে পেল সেরার শিরোপা

Published : Dec 08, 2020, 08:45 PM IST
ট্যুইটারে রেকর্ড গড়ল বিরুষ্কার প্রেগন্যান্সির খবর, ২০২০-তে পেল সেরার শিরোপা

সংক্ষিপ্ত

নতুন বছরে বিরুষ্কার সংসারে আসছে নতুন অতিথি তার আগেই আরও একটি সুখবর পেলেন তারকা জুটি বিরুষ্কার প্রেগন্যান্সি পোস্ট চলতি বছরে গড়ল নজির ট্যুইটারে বছরে সবথেকে বেশি লাইক পড়ল সেই পোস্টে  

নতুন বছরে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে আসছে নতুন অতিথি। অনুষ্কার পাশে থাকার জন্য অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলে দেশে ফিরছেন বিরাট কোহলি। বিরুষ্কার জীবনে যে সবথেকে আনন্দের মুহূর্ত আসতে চলেছে তা নতুন করা বলার অপেক্ষা রাখে। নতুন অতিথির অপেক্ষায় যে ব্যকুল হয়ে রয়েছে তারকা দম্পতি তা তাদের সোশ্য়াল মিডিয়ায় একাধিক পোস্ট থেকেই প্রমাণিত। এবার নতুন বছর আসার আগেই আরও এক নয়া নজির গড়লেন বিরুষ্কা।

চলতি বছরের ২৭ অগাস্ট ট্য়ুইটারে সুখরবটা জানিয়েছিলেন বিরুষ্কা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই পোস্ট। শুভেচ্ছার বন্য়ায় ভেসে যান বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বিরুষ্কার সংসারে নতুন অতিথি আসার পোস্ট গড় রেকর্ড। ট্যুইটার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরে সবথেকে বেশি লাইক পড়েছে অনুষ্কা শর্মার প্রেগন্যান্সি পোস্টে। আলোচনার সবথেকে বেশি কেন্দ্রবিন্দুতেও ছিল বিরাটের,'নতুন বছরে আসছে নতুন অতিথি' পোস্টটি।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?