প্রথম টেস্ট লাল বলে তবুও বিরাটের ফোকাসে এখন গোলাপি বল

  • পিঙ্ক বলে সুইং বেশি বলছেন কিং কোহলি
  • প্রথম ম্যাচ থাকলেও দিন রাতের টেস্ট খেলতে মুখিয়ে রয়েছেন বিরাট
  • প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ফোকাস বজায় রাখতে চাইছে অধিনায়ক
  • বাংলাদেশ সহজ দল নয়, দাবি অধিনায়ক বিরাটের

Anirban Sinha Roy | Published : Nov 13, 2019 12:54 PM IST / Updated: Nov 13 2019, 06:25 PM IST

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচের লড়াইয়ে বৃহস্পতিবার থেকে নামতে চলেছে ভারতীয় দল। আর তার আগেই নিজের দলেক নিয়ে বেশ আত্মবিশ্বাস প্রকাশ করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে নামতে প্রস্তুত ভারতীয় ক্রিকেটাররা। এমনটাই বুধবার প্রাক ম্যাচ সাংবাদিস বৈঠকে বলেন বিরাট। একই সঙ্গে বাংলাদেশকে হাল্কা ভাবে নিতে নারাজ কোহলি। তবে প্রথম টেস্ট লাল বলে খেলা হলেও, দ্বিতীয় টেস্টে গোলাপি বলে খেলবে ভারত। আর গোলাপি বলের টেস্টে এবার একটু বেশি ধ্যান দিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। একই সঙ্গে গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলতে মুখিয়ে রয়েছে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও। এমনটাই প্রথম টেস্টের আগে বললেন তিনি।

 

 

বিরাট প্রথম টেস্ট ম্যাচের আগে বলেন, 'পিঙ্ক বল টেস্ট একটা নতুন জিনিস। কিছুটা সময় লাগবে এই বিষয়টাকে গুছিয়ে তুলতে। তবে আমি মুখিয়ে আছি এই বিষয় নিয়ে। এই নতুন অভিজ্ঞতা করে দেখতে চাই। পিঙ্ক বলে সুইং বেশি হয়। ব্যাট হাতে কিছুটা নিজেকে সেট করতে সময় লাগবে। কারণ লাল বলের থেকে বেশি পালিশ রয়েছে গোলাপি বলে। আমি এই বলে মঙ্গলবার অনুশীলন করেছি। আমি যতটা দেখেছি বেশ কিছুটা রিফ্লেক্সের দরকা পিঙ্ক বলে খেলতে গেলে। দেখা যাক কতটা কাজের কাজ হয়।'

 

 

একই সঙ্গে ভারতের প্রথম ম্যাচে লাল বলের ক্রিকেট নিয়ে কোহলি বলেন, 'আমার মনে হয় বাংলাদেশ খুব সহজ দল হবে না। তবে আমরাও তৈরি। দল প্রস্তুত মাঠে নামার জন্য। ম্যাচের প্রথমার্ধ থেকেই ফোকাস রেখে খেলতে হবে। বাংলাদেশ কঠিন দল। তাই নিজেদের ফোকাস রেখে খেলতে হবে। পিঙ্ক বলে খেলা হলেও, এই মুহূর্তে প্রথম টেস্টে ভালো করাই আমাদের লক্ষ্য।'
 

Share this article
click me!