পাকিস্তানে (Pakistan)বিরাট কোহলির (Virat Kohli) ফ্যানের বিশেষ বার্তা (Special Message)। পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ম্য়াচ চলাকালীন পোস্টার হাতে দেখা যায় তাকে। সেদেশেই বিরাটের সেঞ্চুরি দেখতে চান ওই সমর্থক।
ফের কবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) পাকিস্তান (Pakistan) সফরে যাবে তা নিয়ে রয়েছে বড়সড় প্রশ্ন। আদৌ কোনও দিন যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। দুই দেশের কুটনৈতিক সম্পর্কের ক্রমশ অবনতির কারণে দীর্ঘ বছর ধরে বন্ধ রয়েছে ভারত বনাম পাকিস্তান ক্রিকেট সিরিজ। আইসিসি (ICC) ইভেন্টে আর এশিয়া কাপে (Asia Cup) দুই দলের সাক্ষাৎ ছাড়া আর কোনও ক্রিকেটে ম্য়াচে মুখোমুখি হতে দেখা যায় না দুই চির প্রতীদ্বন্দ্বী দেশকে। ফলে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি শুধু দুই দেশের সীমানায় কাঁটা তার বসেনি, অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ক্রীড়া ক্ষেত্রেও। কিন্তু ক্রীড়া প্রেম কী আর কোনও বেড়াজাল মানে। খেলা ও প্রিয় তারকার প্রতি ভালোবাসা কোনও বাধাই মানে না। সেই প্রমাণ পাওয়া গেল পিএসলের মঞ্চে। বিরাট কোহলির এক ফ্য়ান নিজের আবেদন তুলে ধরার চেষ্টা করলেন প্রয়ি তারকার উদ্দেশ্যে।
প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) ব্য়াটিং ভক্ত পুরো বিশ্ব জুড়ে। পাকিস্তানেও বিরাট কোহলির ভক্তের সংখ্যা কম নয়। বেশ কিছু ক্রিকেটারের স্ত্রীরাও বিরাট কোহলির ফ্যান। এবার পিএসএলের (PSL) মঞ্চে আরও একবার প্রমাণিত হল প্রতীদ্বন্দ্বী দেশ হলেও সে দেশে বিরাট কোহলির ফ্যানের সংখ্যা কত। পিএসএল দেখতে আসা এক দর্শক গ্যালারিতে বিরাট কোহলির একটি বড় পোস্টার হাতে হাতে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। মজার বিষয় হল, তাতে বিরাট ভক্তের আর্জি, পাকিস্তানের মাটিতে বিরাটের শতরান দেখতে চান তিনি। সেই পোস্টারে লেখা, ‘পাকিস্তানে আমি তোমার সেঞ্চুরি দেখতে চাই।’ পিএসলের খেলা চলাকালীন একাধিকবার পোস্টার হাতে দেখা যায় ওই ফ্যানকে। সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
প্রসঙ্গত, ব্য়াট হাতে বিরাট কোহলির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ২ বছরের বেশি সময় ধরে বিরাট কোহলির ব্য়াটে নেই কোনও সেঞ্চুরি। শেষবার ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট ম্য়াচে শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট। তারপর থেকে সেই খরা এখনও অব্য়াহত। চলতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও বিরাট কোহলির খারাপ ফর্ম অব্য়াহত ছিল। তবে দ্বিতীয় টি২০ রানে ফেরেন বিরাট। ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। কিন্তু বিরাট কোহলির ব্য়াটে সেঞ্চুরির দেখার অপেক্ষা এখনও কাটেনি। বর্তমানে ১০ দিনের ছুটিতে গিয়েছেন বিরাট কোহলি। ওয়োস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি২০ ম্য়াচ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে খেলবেন না তিনি। কিন্তু এরই মাঝে পাকিস্তানের বিরাট ফ্যানের এই ছবি মন জয় করে নিয়েছে এদেশের বিরাট ভক্তরা।