বটলক্যাপ চ্যালেঞ্জ নিলেন কোহলি, মশলাদার বানালেন শাস্ত্রী, দেখুন ভিডিও

Published : Aug 11, 2019, 08:17 PM IST
বটলক্যাপ চ্যালেঞ্জ নিলেন কোহলি, মশলাদার বানালেন শাস্ত্রী, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

বটলক্যাপ চ্যালেঞ্জ নিলেন বিরাট কোহলি ব্যাট দিয়ে মেরে বোতলের ছিপি খুললেন ভারত অধিনায়ক নিজেই পোস্ট করলেন সেই ভিডিও সঙ্গে উপরি পাওনা রবি শাস্ত্রীর ধারাভাষ্য  

এক মাসের বেশি হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় চলছে বটলক্যাপ চ্যালেঞ্জ। সলমন খান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের বহু সেলিব্রিটিদের এই চ্যালেঞ্জ নিতে দেখা গিয়েছে। সলমন 'রাউন্ড হাউস কিক' মেরে খুলেছিলেন জলের বোতলের ছিপি। এবার ভারত অধিনায়ক সেই একই চ্যালেঞ্জ নিলেন। তবে একচটু অন্যভাবে।

বিরাট কোহলি নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করলেন। সঙ্গে লিখলেন 'বেটার লেট দ্যান নেভার'। ভিডিওতে দেখা যাচ্ছে হাতে ব্য়াট নাচাতে নাচাতে বিরাট একটি প্লাস্টিকের জলের বোতলের বন্ধ ছিপির দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেমনটা ২২ গজে বলের দিকে তাকান। তারপর বাঁহাতে সেই ব্যাট চালিয়ে তিনি খুলে দেন সেই ছিপি।

তবে ভিডিওটি আরও মশালাদার হয়েছে রবি শাস্ত্রীর কারণে। ভারতের প্রধান কোচ হওয়ার আগে ধারাভাষ্যকার হিসেবে দারুণ সফল ছিলেন রবি। ভিডিওটিতে তাঁর ধারাভাষ্য়ের অডিও ব্যবহার করা হয়েছে। ভিডিওর শুরুতে শাস্ত্রীকে বলতে শোনা যায়, 'তাঁর হাতে অনেক শট আছে। কী করবেন তিনি?' বিরাটের ব্যাটের আঘাতে বোতলের মুখ খুলে যাওয়ার পর তিনি বলেন, 'ওয়াও কী দারুণ শট'।

 

PREV
click me!

Recommended Stories

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: আইপিএল নিলামের ঠিক আগে ঝোড়ো ব্যাটিং সরফরাজের
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫: ফের পাকিস্তানের বিরুদ্ধে করমর্দন এড়িয়ে গেল ভারতীয় দল