Jayita Chandra | Published : May 8, 2019 10:26 AM / Updated: May 08 2019, 10:37 AM IST
কেমন কাটবে আজকের দিনটা, ব্যাবসা থেকে কর্মস্থল, কেমন যাবে বুধবার, দেখে নিন এক ঝলক।
মেষঃ আজকের দিনটা মোটের ওপর ভালোই কাটবে। কাছে পিঠে বেড়িয়ে আসার সুযোগ পাবেন। তবে অর্থ বেশি ব্যায় হওয়ার সম্ভাবনা প্রবল, তাই বুঝে চলুন। কর্মক্ষেত্রেও দিনটি আজ আপনার অনুকূল যাবে। শরীর ভালোই থাকবে।
বৃষ রাশিঃ আজকের দিনটিতে নিজেকে নিয়ে একটু সতর্ক হওয়া প্রয়োজন। অর্থসংকটে কাছের মানুষের আপনাকে সহায়তা করবে। শরীর ভালো করে তোলার জন্য আনন্দে সময় কাটান, মন ভালো থাকবে, আপনার চারপাশে ঘটে যাওয়া বিষয়গুলির প্রতি নজর রাখুন, এতে বিপদ এড়াবে।
মিথুনঃ ভেঙে পরবেন না কোনও কারণ বশত। নিজের প্রতি ভরসা রেখে পরিশ্রম করলে ফলাফল ভালোই হবে আজ। আপনার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে কর্মস্থলে, তা নিয়ে সজাগ থাকুন। আসতে পারে নতুন কোনও কাজের সুযোগ।
কর্কটঃ নিজরে ওপর আস্থা রাখুন। কোনও গোপনীয় সংবাদ আজ আপনার বেদনার কারণ হতে পারে। কর্মস্থলে আপনার কাজের প্রশংসা হবে আজ, নিজের কাজে জায়গাটা বজায় রাখুন। অযথা আজ মাথা গরম না করাই ভালো।
সিংহঃ কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করুন। কর্মজীবনে নতুন সুযোগ আসবে। কর্মস্থলে আজ আপনার সুনাম হবে। সকলেই আপনার কাজ প্রশংসীত হবে। দিনের শেষে সামান্য কিছু ব্যায়ের সম্ভাবনা আছে। দিনটি খুব আনন্দেই কাটবে।
কন্যাঃ কর্মজীবনে ব্যাস্ততার তাগিদে পরিবারকে সময় কম দেবেন, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এতে পরিজনেরা আঘাত পেতে পারে। আপনার কাজের জন্য কর্মস্থলে আপনার প্রমোশন হতে পারে। অর্থের আগমন হওয়ার সম্ভাবনাও প্রবল।
তুলাঃ লগ্নির ক্ষেত্রে আজকের দিনটি ভালো। নতুন সম্পত্তি কেনা বা দ্রব্য সামগ্রী কেনার জন্যও দিনটি শুভ। আজ সারাদিনই অর্থের কমবেশি লেনদেনে আপনি জড়িয়ে থাকবেন। কর্মস্থলে অন্যদের সাহায্য করার তাগিদে তারা আপনার পাশে থাকবে।
বিশ্চিকঃ লগ্নির জন্য আজকের দিনটা অনুকূল নয়। অন্যের কথায় লগ্নি করলে ক্ষতির মুখ দেখতে হতে পারে। শরীর ভালোই থাকবে। কর্মস্থলে আপনার করা কাজের জন্য অন্যরা প্রশংসীত হবে, ফলে নিজের জায়গা নিয়ে সচেতন হন।
ধনুঃ আপনার দিনটি আজ ভালোই কাটবে। অর্থের বিষয় ভালো করে দেখে তবেই কোনও নতুন পদক্ষেপ নিন। আপনার কাজের বিষয় যত্নশীলতা আপনাকে কর্মস্থলে আলাদা সন্মান দেবে। তবে নিজের শরীরের দিকে নজর দিন, নয়তো আজ আপনাকে ভোগাতে পারে।
মকরঃ অর্থসাহায্য আজ না করাই ভালো। কাউকে ধার দেওয়া বিষয়টি এড়িয়ে চলুন। পরিবারকে নিয়ে আজকের দিনটি ভালোই কাটবে। কর্মস্থলে কোনও সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাসবনা আছে, তাই বুঝে কাজ করুন আর ঝুঁকি এড়িয়ে চলুন।
কুম্ভঃ আপনার মনের জোড়ে আজ সব প্রকূলতা পেরিয়ে যাবেনষ কর্মস্থলের সমস্যাগুলো এড়িয়ে চলুন। নিজের কাজে মন দিন। সৎভাবে কাজ করার জন্য আজ আপনি আশানুরুপ ফল পেতে পারেন। ভুল বোঝাবুঝিগুলো কাটিয়ে উঠুন।
মীনঃ বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ আসবে। দিনটি মোটের ওপর ভালোই কাটবে। কোনও কাজে বিলম্ব নয়। কর্মস্থলের কোনও গুরুত্বপূর্ণ কাজ বেশি দিন ধরে আটকে রাখলে তা শেষ করার চেষ্টা করুন, নয়তো সমস্যার সন্মুখীন হতে পারেন।