কেমন যাবে আজকের দিন, সম্পর্কের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে জেনে নিন
কেমন যাবে আজকের দিন
সম্পর্কের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ
কর্মজগতে কতটা প্রভাব ফেলবে
Jayita Chandra | Published : May 7, 2019 12:14 PM / Updated: May 07 2019, 12:23 PM IST
মেষঃ এই রাশির জাতকদের জন্য আজকের স্বাভাবিক কাটবে। ব্যাবসার কাজে সমস্যা থাকলেও আশানুরুপ ফল পাবেন। কর্মস্থল থেকে সুযোগ আসতে পারে ভ্রমণের। সম্পর্কের ক্ষেত্রের আজকের দিনটা শুভ।অযথা ব্যায় কমাতে বুঝে খরচ করুন।
বৃষ রাশিঃ নিজের কাজের প্রতি বিশ্বাস রাখুন। আপনার চারপাশের সকলকে নিয়ে আপনার দিনটা আজ আনন্দেই কাটবে। তবে জিনিসপত্রের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন, নয়তো তা খোয়া যেতে পারে। প্রণয়ের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য, নতুন সম্পর্কে যাওয়া বা বিচ্ছেদ হওয়া সম্পর্ক জোড়া লাগার বিষয় নজর রাখুন।
মিথুনঃ আজকের দিনে আপনার ধৈর্য্যের পরীক্ষা নিতে পারেন অনেকে। নিজের আদর্শ যাতে না হারায় সেই বিষয় লক্ষ্য রাখুন। কর্মস্থলে নতুন কোনও সুযোগ আসতে পারে। লগ্নির দিক থেকে আজকের দিনটা শুভ। সম্পর্কে নেওয়া নতুন পদক্ষেপ আপনাকে সমস্যায় ফেলতে পারে।
কর্কটঃ আজ পরিকল্পনার বাইরে কিছু অতিরিক্ত উপার্যন হবে পারে। আপনার বিপক্ষে আজ অনেকেই অনেক কিছু বলতে পারে, তাদের সময় মতো উত্তর দিন। ভূল যোগাযোগ সমস্যার সৃষ্টি করতে পারে। অতীতের কোনও হারানো জিনিস আজ আপনি ফিরে পেতে পারেন।
সিংহঃ শরীর ভালো থাকবে না আজ। ভবিষ্যতের প্রতি যত্নশীল হওয়া প্রযোজন। আত্মীয়দের সহযোগিতা পাবেন। মনের জোড়ে প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবেন। আপনার প্রিয়জন আপনার সঙ্গে থাকবে। সম্পর্কের ক্ষেত্রেও আপনার দিনটা শুভ। আপনার মনোবল বজায় রাখতে কাছের মানুষের সাহায্য পাবেন।
কন্যাঃ অনেক দ্বায়িত্ব আজ আপনার কাঁধে আসবে। বাইরে যাওয়ার কোনও পরিকল্পনা হবে পারে। নতুন ব্যবসার প্রস্তাব আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে দিনটি শুভ। অর্থাগমনের বিষয় দিনটি অত্যন্ত অনুকূল। শরীর স্বাস্থ্য ভালো থাকবে।
তুলাঃ শরীরের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। আপনার অনেক দিনের অপেক্ষা করে থাকা কোনও রেজাল্ট আজ প্রকাশ পেতে পারে। কর্মজগতে ঝুঁকি নিতে পারেন। সম্পর্কের ক্ষেত্র দিনটি বিশেষ কোনও প্রভাব ফেলবে না। সব দিক থেকে দিনটি ভালোই কাটবে। নতুন সম্পর্কের বিষয় আজ না ভাবাই ভালো।
বিশ্চিকঃ আজকের দিনটা খুশ মেজাজে কাটবে। পরিজনদের ভালোবাসায় দিনটি শুরু হবে। তবে অনেকেই সম্পর্কের শূণ্যতা অনুভব করতে পারেন। দিনটি লাভজনক হলেও খরচও হবে অনেক। কোনও পরিস্থিতিতে ঘাবরে না গিয়ে সাহসীকতার পরিচয় দিন।
ধনুঃ নতুন উদ্যমে কাজ শুরু করুন। নিজের চেষ্টায় আপনি আজ সেরা ফলাফলটি পেতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে দিনটি নতুন পদক্ষেপ নেওয়ার জন্য শুভ। পুরোন সমস্যা ঝেরে ফেলে নতুন করে জীবনটা গোছানোর জন্যও দিনটি অন্যতম। অর্থাগমের সম্ভাবনা প্রবল।
মকরঃ মন হয়তো আজ অতটা ভালো থাকবে না। কোথাও অর্থ লগ্নী করার বিষয় সতর্ক থাকুন। সন্ধ্যের পর অর্থের আগমন হতে পারে। কোনও সুখবরও আসবে পারে। সম্পর্কের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে পালন করার পক্ষে অনুকূল। সমস্যা খুলে বলুন। সমাধান পাবেন।
কুম্ভঃ বিষাদ ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন দেখুন। নতুন পদক্ষেপ নিতে পারে চাকরীর ক্ষেত্রে। শরীর ভালোই থাকবে। বাইরে কাজের সুযোগ আসতে পারে। কোনও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় জীবনটা অনেক সহজ হয়ে যাবে। সম্পর্ক নতুন করে গোছানোর জন্য আজকের দিনটা শুভ।
মিনঃ স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। মনের ওপর অতিরিক্ত চাপ পরবে। প্রিয়জনের যত্ন নিন। সম্পর্কের ক্ষেত্রে দিনটি মোটামুটি। তবে অপ্রত্যাশীতভাবে অনেকেই আজ সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অর্থের বিষয় বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন।