ভাগ্য ফেরাবে পোশাকের রঙ, জানুন কোন দিনে কোন রঙে খুলবে সৌভাগ্য

সংক্ষিপ্ত

  • কোন শুভ কাজে যাওয়ার আগে পোশাক বাছাই
  • জেনে নিন কোন রঙের পোশাক ফেরাবে ভাগ্য
  • সেই বুঝে পোশাক বাছুন সপ্তাদের সাতদিন
  • জ্যোতিষশাস্ত্রে নিয়ম অনুসারে সাত রঙে বাজিমাত

পোশাকের সঙ্গে ভাগ্য ফেরাবে তার রঙ। সপ্তাহের সাত দিন কোন রঙের পোশাক পরলে ভাগ্য-লক্ষ্মী সহায় হবে। মিলবে ভালো খবর। সেই দিকে নজর রেখেই এখন থেকে বেছে নিন কোন দিন কোন পোশাক পরবেন। কোন শুভ কাজে যাওয়ার আগে অনেকেই ভালো পোশাক পরে পারফেক্ট লুক দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই পোশাকের রঙ হওয়া চাই পছন্দসই। এই রঙ পরি না, এই রঙ আমার কমপ্লেক্সন-এর সঙ্গে যায় না, এমন হাজারও মন্তব্য আমরা করে থাকি পোশাক পছন্দের আগে। এবার সেই সমস্যাগুলো কাটিয়ে কেবল ভাগ্য ফেরাতে পোশাকের রঙ নির্বাচন করে ফেলুন। 
সোমবারঃ সোমবার সাদা পোশাক পরুন। এই দিন সাদা পোশাক পরলে আপনার দিনটি হবে শুভ।
মঙ্গলবারঃ কমলা রঙের জামা এই দিনের জন্য শুভ। তাই মঙ্গলবার পোশাক নির্বাচন করার আগে বেছে নিন কমলা রঙ। 
বুধবারঃ নিজের সংগ্রহে যত রকমের সবুজ জামা আছে সেগুলো বের করে ফেলুন বুধবারের জন্য। কারণ এই দিন ভাগ্য ফেরাতে সবুজ রঙই যথেষ্ট।
বৃহস্পতিবারঃ এই দিনের জন্য শুভ রঙ হল হলুদ। তাই পোশাক নির্বাচনের সময় বৃহস্পতিবার এই রঙকেই প্রধান্য দিন।
শুক্রবারঃ শুক্রবার দিনটিই এমনই শুভ। এই দিন নীল রঙের পোশাক পরলে দিনটি ভালো কাটবে। সব প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবেন। 
শনিবারঃ শনিবার যেকোনও  গাঢ় রঙের পোশাকই বেছে নিতে পারেন। এই দিনের জন্য গাঢ় রঙই শুভ।
রবিবারঃ রবিবার হল সূর্যের বার। তাই লাল রঙেই রবিবারের বাজিমাত।  তাই কোনও শুভ কাজে যাওয়ার আগে রবিবার বেছে নিন লাল রঙের পোশাক।

Share this article
click me!

Latest Videos

Narendra Modi: 'ওয়াকফের নামে গরিবদের জমি আর লুটতে পারবে না', বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর
'দাঙ্গাবাজদের জন্য একটাই ওষুধ...' মুর্শিদাবাদ ইস্যুতে চরম হুঙ্কার যোগীর | Yogi Adityanath