কেমন কাটবে আজকের সারাদিন, জেনে নিন আজকের রাশিফল

  • কেমন কাটবে আজকের দিন
  • কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ
  • কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা
  • কী বলছে আজকের রাশিফল
Indrani Mukherjee | Published : Jul 12, 2019 3:28 AM IST

মেষ-কর্মক্ষেত্রে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিকক্ষেত্রে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। প্রিয়জনের চিকিৎসার খরচ বাড়তে পারে। যাত্রাযোগে শুভ যোগ বর্তমান। প্রেমযোগ শুভ।

বৃষ-কর্মসূত্রে বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে। ব্যবসাক্ষেত্রে লোকসানের আশঙ্কা রয়েছে। সম্পত্তি কেনার পরিকল্পনা সফল হতে পারে আজ। দাম্পত্য কলহের সম্ভাবনা আছে। প্রেমে বাধার যোগ। যাত্রাযোগ শুভ।

Latest Videos

মিথুন- শিক্ষায় বিশেষ সাফল্য পাবেন। প্রতিভার স্বীকৃতির যোগ আছে। কোনো আত্মীয়ের ব্যবহারে হতাশা বাড়তে পারে। সম্পত্তি প্রাপ্তিযোগ রয়েছে। যাত্রাযোগ ও প্রেমযোগে মিশ্র প্রভাব পড়বে।

কর্কট- সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি জুটতে পারে। পারিবারিক টানাপড়েনের ফলে বাড়ির ছোটদের ক্ষতি হতে পারে। সম্পত্তি ক্রয়ে জটিলতা বাড়বে। যাত্রাযোগ শুভ। কোনও হঠকারি সিদ্ধান্তে সমস্যা বাড়তে পারে। প্রেমযোগ আছে।

সিংহ- শত্রুরা নিয়ন্ত্রণে থাকায় স্বস্তি ফিরে পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিকল্পনায় সাফল্য মিলবে এবং সেই সুবাদে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ার সম্ভাবনা আছে। যাত্রাযোগে বাধা। পথে সাবধানে চলাফেরা করা দরকার। গুণীজনের সান্নিধ্যে আত্মিক উন্নতি হবে। প্রেমযোগ আছে।

কন্যা- যুক্তিপূর্ণ আলোচনায় সমস্যার সম্মানজনক আপস-রফার সম্ভাবনা আছে।সাংস্কৃতিক কাজ-কর্মের স্বীকৃতি পাবেন। প্রেমের জন্য আজকের দিনটি শুভ।  যাত্রাযোগ শুভ। 

তুলা-পারিবারিক কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের গুরুজনদের সঙ্গে মতবিরোধের যোগ আছে। আপনার ব্যবহারে কারওর রাগ কমে যেতে পারে আজ। কিন্তু মনে রাখতে হবে সেটি সাময়িক। তৃতীয় কাউকে ঘিরে প্রেমের ক্ষেত্রে বিপত্তি দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল। যাত্রাযোগ শুভ।

বৃশ্চিক- রাশিচক্রে বাধা থাকায় বিড়ম্বনার মধ্যে দিয়ে কর্মে অগ্রগতি হবে। লোভের ফাঁদ এড়াতে না পারলে কর্মক্ষেত্রে বিপদ বাড়বে। যাত্রাযোগ দুপুরের আগে পর্যন্ত শুভ।  প্রেমের ক্ষেত্রে যোগ ক্ষীণ।

ধনু-সাংসারিক ব্যাপারে উদাসীন থাকলে অন্যেরা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। প্রেমের ক্ষেত্রেও আপনার বাড়তি সতর্কতা দরকার। দাম্পত্য সম্পর্কে সতর্ক থাকুন। যাত্রাযোগ শুভ।

মকর- কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের ফলে কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। অংশীদারের ভুলে ব্যবসা ঘিরে জটিলতা বাড়তে পারে। যাত্রাযোগে মিশ্র প্রভাব বাড়বে। পুরনো রোগের প্রকোপ বাড়তে পারে আজ। প্রেম নিয়ে সতর্ক হোন।

কুম্ভ- একাধিক উপায়ে উপার্জন বৃদ্ধির যোগ আছে। কিন্তু অর্থের বিষয়ে হিসাবি হওয়া দরকার। পৈতৃক সম্পত্তি নিয়ে স্বজনদের সঙ্গে মনোমালিন্য বাড়বে। যাত্রাযোগে মিশ্র ফল লাভের যোগ আছে। সংক্রমণের ফলে জ্বর জাতীয় রোগ হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

মীন- কর্মপ্রতিষ্ঠানের আর্থিক অবনতিতে দুশ্চিন্তা বাড়বে। নতুন কাজ-কর্মের চেষ্টায় সুফল মিলতে পারে। যাত্রাযোগ শুভ। গুরুজনের স্বাস্থ্যোন্নতিতে স্বস্তি ফিরে পাবেন। বাড়িতে খুশির খবর আসতে পারে। প্রেমযোগ শুভ।

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে! বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?