কেমন কাটবে আজকের দিন, কোনদিকে ঘুরবে ভাগ্যচক্র, জেনে নিন আজকের রাশিফল

Indrani Mukherjee |  
Published : Jun 24, 2019, 09:34 AM IST
কেমন কাটবে আজকের দিন, কোনদিকে ঘুরবে ভাগ্যচক্র, জেনে নিন আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কেমন কাটবে আজকের দিন ব্যবসাক্ষেত্রে কতটা প্রভাব পরবে আজ কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা কী বলছে আজকের রাশিফল

  • মেষ- আজকের দিনে ভাগ্য আপনার সঙ্গ দেবে।  শরীরে কোনও কষ্টের জেরে মানসিক চাপ বাড়বে। প্রেম নিয়ে মনে দ্বন্দ্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন। দীরবর্তী স্থানে যাত্রাযোগ শুভ।
  • বৃষ- কোনও কারণে আজ কর্মক্ষেত্রে কারওর কাছে অপমানিত হতে পারেন। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন। প্রেমের জন্য আজকের দিনটি শুভ নয়। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। শত্রু নিয়ে চিন্তা বাড়বে।
  • মিথুন- কর্মক্ষেত্রে আজ সাফল্য পাবেন। অনেকদিনের পাওনা আদায় হতে পারে আজ। শরীরে পুরনো রোগের প্রভাব বাড়তে পারে। পরিবারের সঙ্গে একান্ত সময় কাটানোর সুযোগ হাতছাড়া করবেন না। প্রেমযোগ শুভ।
  •  কর্কট- উচ্চশিক্ষার জন্য বিদেশে ভ্রমণ হতে পারে।  ঋণ পরিশোধের সুযোগ রয়েছে আজ। ব্যবসার দিকে কোনও যোগাযোগ আপনার উন্নতি আনতে পারে। প্রেমেরক্ষেত্রে আজ বাধা আসতে পারে। 
  •  সিংহ- মানসিক স্থিতি ব্যহত হতে পারে কোনও কারণে। মারাত্মক কোনও ভুলের কারণে সম্মানহানি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসার সম্ভাবনা রয়েছে। বাড়তি আয়ের চেষ্টা করতে গিয়ে বিপদ আসতে পারে। প্রেমযোগ মিশ্র।
  •  কন্যা- সকালের দিকে আজকের দিনটি ভালো-মন্দ মিশিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কোনও বিশেষ সুযোগ পেয়ে যেতে পারেন আজ। ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে আজ। 
  • তুলা- কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন, সাফল্য আসবেই। প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর মধ্যে। ছোটদের পড়াশোনায় মনোমালিন্য কোনও বড় আকার ধারণ করতে পারে।আয় বুঝে ব্যয় করুন। ব্যবসাক্ষেত্রে গুরুজনের পরামর্শ নিন। 
  • বৃশ্চিক- পরিবারিক কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন আজ। ব্যবসাক্ষেত্রে আশা পূরণ নাও হতে পারে। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়বে। ভ্রমণের আলোচনা হতে পারে। প্রেমযোগ শুভ।
  • ধনু- আজ আপনার কোনও বন্ধুর সাহায্যে কোনও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। মনের মানুষটিকে নিয়ে পরিবারের মধ্যে অশান্তি দেখা দিতে পারে। শরীরের কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসাক্ষেত্রে মিশ্র প্রভাব বজায় থাকবে। যাত্রাযোগ শুভ।
  • মকর- অর্থ নিয়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। ব্যবসাক্ষেত্রে অভিজ্ঞ কোনও ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। প্রেমের ক্ষেত্রে আজ অশান্তির যোগ রয়েছে। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা। 
  • কুম্ভ- ব্যবসার দিক থেকে বাড়তি আয় হতে পারে আজ। নতুন কোনও কাজের চাপে মনে উদ্বেগ বাড়তে পারে। আইনি কোনও কাজের ব্যাপারে চিন্তা বৃদ্ধি। প্রেমেরক্ষেত্রে বাধা আসতে পারে কিন্তু তা কাটিয়ে উঠবেন সহজেই। 
  • মীন-আজ সামান্য ভুলের কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। বাড়তি কোনো খরচের জন্য পরিবারে সঙ্গে বিবাদ হতে পারে। বাড়িতে কোনো পুরনো বন্ধুর আগমণ হবে। প্রেমের জন্য সুসময়।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: লং ডিসডেন্সে থাকলেও সম্পর্কে বিশ্বাস অটুট থাকবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল