কেমন যাবে রবিবারের দিন, কী বলছে আজকের রাশিফল

Indrani Mukherjee |  
Published : Jun 16, 2019, 08:51 AM IST
কেমন যাবে রবিবারের দিন, কী বলছে আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা কী বলছে আজকের রাশিফল কেমন কাটবে আজকের দিন কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ  

  • মেষ -বেশি লাভের আশা করলে ব্যবসায়ে উন্নতি হবে না। এজন্য চাই সঠিক উদ্যোগ গ্রহণের চেষ্টা। বুঝেশুনে বিনিয়োগ করার দিন আজ। প্রেমের জন্য আজকের দিনটি খুবই ভাল। বন্ধুদের পাল্লায় পড়ে মজার কোনও কাজ করতে হতে পারে। বিদেশ ভ্রমণ শুভ।
  • বৃষ -বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষায় ভালো করার সম্ভাবনা রয়েছে। আপন কারো কাছ থেকে পাওয়া সুসংবাদে কাজে উৎসাহ বাড়বে আজ। তবে রাস্তায় সাবধানে চলাফেরা করুন। প্রিয়জনের কথায় আঘাত পেতে পারেন আজ। আজ আকস্মিক অর্থযোগ আছে। সেই সঙ্গে অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা আছে আজ।
  • মিথুন- প্রেমের প্রস্তাব পেতে পারেন আজ। কর্মক্ষেত্রে আজ কোনও সিনিয়রের সঙ্গে কোনও একটা নির্দিষ্ট বিষয় নিয়ে বাদানুবাদ হতে পারে, সেক্ষেত্রে আপনিই জয়ী হবেন। ব্যবসায়িদের জন্য অবশ্য অতটা ভালো দিন নয়। বেকারদের আজ কাজের সন্ধান হবে।
  • কর্কট- ব্যবসায়ে লোকসান হতে পারে আজ। শত্রুদের থেকে সাবধান।আজকের দিনে দূরে ভ্রমন আপনার জন্য বিপজ্জনক। প্রেমের ক্ষেত্রেও থাকবে বাধা। আজকের দিনে গান শোনা, বই পড়া বা টিভি দেখায় কেটে যাবে দিন।
  • সিংহ-যদি শেয়ারে টাকা বিনিয়োগ করে থাকেন তবে আজ সাবধান। অন্যের সাফল্যে আপনাকে তৃপ্তি দেবে আজ। তবে চেষ্টা করুন অমীমাংসিত কাজগুলো সেরে ফেলতে। সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে।
  • কন্যা-খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য দিনটি শুভ। পাশাপাশি দাম্পত্যজীবনেও ভালো কাটবে আজ। শরীরে প্রতি যত্নবান হোন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ। প্রেমের জন্যও আজ খুব ভাল দিন।
  • তুলা- পরিবারের কারও সঙ্গে তর্ক করা থেকে বিরত থাকুন, এটা দীর্ঘস্থায়ী তিক্ততার জন্ম দিতে পারে। ভালোবাসার মানুষটির বিশেষ বিশেষ শখগুলোর প্রতি আরও একটু সহনশীল হোন, একটাই তো জীবন। কর্মক্ষেত্রে ছড়ি ঘোরানোর মতো ক্ষমতায় চলে যেতে পারে নীচ জাতীয় কোন সহকর্মী। অর্থপ্রাপ্তি যোগ নেই আজ।
  • বৃশ্চিক- আজ কর্মক্ষেত্রে চাপ থাকবে, তাই হাতে সময় নিয়ে বাড়ি থেকে বের হন।ভালবাসার মানুষটির পাশে দাঁড়ান আজ। অফিসে কর্মচারীদের মধ্যেকার কোনও জটিলতায় না জড়ানোই ভাল। অর্থপ্রাপ্তি ঘটতে পারে দিনের শেষে।
  • ধনু- অতিরিক্ত আত্মবিশ্বাসে খুব বড় কোনও ভুল হয়ে যেতে পারে। প্রেমের মানুষটির কাছে আপনার কৃতিত্বের কথা বলুন কিন্তু তাতে যেন অহং বোধ না থাকে।  অর্থযোগ দেখা যাচ্ছে। তবে সন্তানের চিন্তায় মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে আজ।
  • মকর -কারও সঙ্গে মনোমালিন্যের জেরে সমস্যা এনেক দূর পর্যন্ত গড়াতে পারে, তাই সাবধান। প্রেমের ক্ষেত্রে প্রাথমিক কিছু বাধা পেরিয়ে উঠবেন আজ। আজকের দিনে ভ্রমণ সুখকর হবে। কর্মক্ষেত্রে আপনার অনুপস্থিতিতে কড়া সমালোচনা চলছে, বিষয়টি খেয়াল রাখুন। অর্থযোগ প্রক্রিয়াধীন।
  • কুম্ভ-  অফিসে আপনার সৃজনশীলতা প্রশংসিত হবে। অর্থযোগ আসবে তার সূত্র ধরেই, তবে একটুপরে, সঙ্গে সঙ্গে নয়। প্রেমের ক্ষেত্রে তর্কাতর্কিতা না জড়ানোই ভাল। ভেবে চিন্তে বাক্য ব্যয় করুন। ব্যবসাক্ষেত্রে বুঝে শুনে বিনিয়োগ করুন। 
  • মীন- কর্মজীবন আর ব্যক্তিগত জীবন মিলিয়ে ফেলার চেষ্টা করবেন না। সঙ্গীকে জোড় করা আপনার জীবনে বেঁধে রাখার চেষ্টা করবেন না, যেতে চাইলে তাঁকে যেতে দিন। অফিসে উর্ধ্বতনের সঙ্গে আপনার ঘনিষ্ট আচরণ অধঃস্তনদের গাত্রদাহের কারণ হতে পারে। অর্থযোগ শুভ।

PREV
click me!

Recommended Stories

Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল