এক মুর্তি দুই রূপ, রূপান্তরকামী রূপেই পুজিত হচ্ছেন মা দুর্গা

  • রূপান্তরকামী রূপে পুজিতা মা দুর্গা
  • দেবীর অর্ধনারীশ্বর রূপ
  • কলকাতা শহরে নতুন রূপে পূজিত হলেন মা
  • দেখে নিন সেই ছবি
     

debojyoti AN | Published : Oct 6, 2019 7:04 AM IST / Updated: Oct 06 2019, 03:23 PM IST

প্রতি বছরই কলকাতার পুজোর মধ্যে দিয়ে উঠে আসে নতুনত্ব নানা ভাবনা। এবছরও তার অন্যথা হচ্ছে না। প্রতি বছরের মতই এবছরও কলকাতার নানা মন্ডপে দেখতে পাওয়া যাচ্ছে নতুনত্ব বহু কিছু। আর ঠিক তেমনই কলকাতার এক পুজো মন্ডপে এবার দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ রূপে মা দুর্গাকে। রূপান্তরকামীদের নিয়ে এখন অনেকেই সোচ্চার হচ্ছেন। তবুও তাদেরকে সমাজের অবাঞ্ছিত বলেই মনে করা হয়ে থাকে। অথচ তারাও সমাজেরই অংশ, তারাও মানুষ। আর এই রূপান্তরকামীদেরই বিশেষ সম্মান জানাতে এবার কলকাতার পুজোয় উঠেএল এক নতুন ছবি। দেবী রূপে তাদেরই যেন পুজো করা হচ্ছে কলকাতার এক মন্ডপে।

 

Latest Videos

 

রূপান্তরকামীদের মধ্যে পুরুষ ও নারী দুই সত্বাই বর্তমান। আর সেই কারণের জন্যই তারা সর্বত্রই অবহেলিত হয়ে থাকেন। অনেক সময়েই এমন দেখা গিয়েছে কোনও মা যদি এমন সন্তানের জন্ম দেন তবে তারা তাদের নিজেদের সন্তানকে ত্যাগ করতেও দ্বিধা বোধ করেনা। আমাদের সমাজই তাদেরকে সব কিছু থেকে দুরে সরিয়ে রেখেছে। অথচ তারা এই সমাজেরই অঙ্গ। সমাজে তাদের বিশেষ সম্মান দিতেই এই নতুন ধরনের ভাবনা। তারা এখানে মা-কে অর্ধ নারীশ্বর রূপে পুজো করছেন।   

সেখানে দেখা যাচ্ছে মা দুর্গার অর্ধেকটা পুরুষ রূপ আর বাকি অর্ধেক মা দুর্গারই রূপ। একই মুর্তির ভিন্ন প্রতিচ্ছবি আর এরই মধ্যে দিয়ে তারা তুলে ধরতে চেয়েছেন রূপান্তরকামীদেরকে। এই পুজোর উদ্যোগতাও রূপান্তরকামীরাই। বলা যেতেই পারে তারাযে ভগবানেরই দান এটা তুলে ধরতেই তাদের এই নতুনত্ব ভাবনা। এমনকে সেখানে তারা নিজেরাই পুজো করছেন।  
 

Share this article
click me!

Latest Videos

৫০০০ টাকা ধার শোধ করতে না পারায় যা ঘটল! দুপক্ষই থানার দ্বারস্থ | Berhampore News Today | Bangla News
নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'তৃণমূলের একটাই লক্ষ্য কাটমানি খাওয়া' ভরা মঞ্চে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News