পুজোর আড্ডা ও ভোজ একইসঙ্গে জমে উঠুক পাঞ্জাবি রসুইতে

Published : Oct 07, 2019, 02:06 PM ISTUpdated : Oct 07, 2019, 02:07 PM IST
পুজোর আড্ডা ও ভোজ একইসঙ্গে জমে উঠুক পাঞ্জাবি রসুইতে

সংক্ষিপ্ত

পুজো মানেই ঠাকুর দেখার পাশাপাশি রয়েছে খাওয়া-দাওয়াও পুজোর অড্ডা জমিয়ে তুলতে চলে আসুন পাঞ্জাবি রসুইতে এখানে ভেজ, ননভেজের নানান রকম পদেই রয়েছে বৈচিত্র্য পুজোর আড্ডা এবং ভুঁড়িভোজ সারতে পারেন এই রেস্তোরাঁতে

শরতের নীল আকাশ আর মাঠে ঘাটে কাশ ফুল জানান দিচ্ছে ঘরে মেয়ের আসার সময় হয়েছে। সেই আনন্দ মেতে উঠেছে শহর কলকাতা সহ গোটা বাংলা। কলকাতার অলিতে গলিতে চলছে পুজোর থিমের লড়াই, মানুষের ঢল নেমেছে রাস্তায় একবার একবার মাতৃ দর্শণের জন্য। দুর্গাপুজো মানেই মাতোয়ারা বাঙালি। শ্রেষ্ঠ উৎসব বলে কথা। সারা বছর এই কয়েকটা দিনের জন্য থাকতে হয় অপেক্ষা করে। 

তাই এই কয়েকটা ছুটির দিন কি ঘরে বসে কাটিয়ে দেওয়া যায়। আর পুজো মানেই ঠাকুর দেখার পাশাপাশি রয়েছে খাওয়া-দাওয়াও। তাই পুজোয় বাঙালি খাওয়ারের পাশাপাশি যদি নতুন কিছু চেখে দেখতে চান, তাহলে আর সময় নষ্ট না করে চলে আসুন ইএম বাইপাস নিকটবর্তী, অ্য়াক্রোপলিস মলের খুবই কাছে পাঞ্জাবি রসুইতে। 

এই রেস্তোরাঁতে আপনি পাবেন নর্থ ইন্ডিয়ান খাওয়ারের অসাধারণ সব মেনু। ভেজ, ননভেজের নানান রকম পদেই রয়েছে বৈচিত্র্য। রকমারী কবাব থেকে শুরু করে বিরিয়ানি সবই পাওয়া যাচ্ছে সুবিধাজনক মূল্যে। তাই আড্ডা প্রিয় বাঙালির এক অন্যতম ডেস্টিনেশন এই রেস্তোরাঁ।  বাঙালি পুজোর আড্ডা সহ পুজোর পরবর্তী আড্ডা বা বিজয়া সম্মিলনী সেরে ফেলতে পারেন এখানেই। শুধু মাত্র নেটিজেনদের জন্যই নয় এই ক্যাফে আসেন অফিস ফেরত, আবসরপ্রাপ্ত বহু মানুষ মন খুলে আড্ডা দিতে আসেন এই ক্যাফে তে।

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা