পুজোর আড্ডা ও ভোজ একইসঙ্গে জমে উঠুক পাঞ্জাবি রসুইতে

  • পুজো মানেই ঠাকুর দেখার পাশাপাশি রয়েছে খাওয়া-দাওয়াও
  • পুজোর অড্ডা জমিয়ে তুলতে চলে আসুন পাঞ্জাবি রসুইতে
  • এখানে ভেজ, ননভেজের নানান রকম পদেই রয়েছে বৈচিত্র্য
  • পুজোর আড্ডা এবং ভুঁড়িভোজ সারতে পারেন এই রেস্তোরাঁতে

শরতের নীল আকাশ আর মাঠে ঘাটে কাশ ফুল জানান দিচ্ছে ঘরে মেয়ের আসার সময় হয়েছে। সেই আনন্দ মেতে উঠেছে শহর কলকাতা সহ গোটা বাংলা। কলকাতার অলিতে গলিতে চলছে পুজোর থিমের লড়াই, মানুষের ঢল নেমেছে রাস্তায় একবার একবার মাতৃ দর্শণের জন্য। দুর্গাপুজো মানেই মাতোয়ারা বাঙালি। শ্রেষ্ঠ উৎসব বলে কথা। সারা বছর এই কয়েকটা দিনের জন্য থাকতে হয় অপেক্ষা করে। 

তাই এই কয়েকটা ছুটির দিন কি ঘরে বসে কাটিয়ে দেওয়া যায়। আর পুজো মানেই ঠাকুর দেখার পাশাপাশি রয়েছে খাওয়া-দাওয়াও। তাই পুজোয় বাঙালি খাওয়ারের পাশাপাশি যদি নতুন কিছু চেখে দেখতে চান, তাহলে আর সময় নষ্ট না করে চলে আসুন ইএম বাইপাস নিকটবর্তী, অ্য়াক্রোপলিস মলের খুবই কাছে পাঞ্জাবি রসুইতে। 

Latest Videos

এই রেস্তোরাঁতে আপনি পাবেন নর্থ ইন্ডিয়ান খাওয়ারের অসাধারণ সব মেনু। ভেজ, ননভেজের নানান রকম পদেই রয়েছে বৈচিত্র্য। রকমারী কবাব থেকে শুরু করে বিরিয়ানি সবই পাওয়া যাচ্ছে সুবিধাজনক মূল্যে। তাই আড্ডা প্রিয় বাঙালির এক অন্যতম ডেস্টিনেশন এই রেস্তোরাঁ।  বাঙালি পুজোর আড্ডা সহ পুজোর পরবর্তী আড্ডা বা বিজয়া সম্মিলনী সেরে ফেলতে পারেন এখানেই। শুধু মাত্র নেটিজেনদের জন্যই নয় এই ক্যাফে আসেন অফিস ফেরত, আবসরপ্রাপ্ত বহু মানুষ মন খুলে আড্ডা দিতে আসেন এই ক্যাফে তে।

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর