পুজোর আড্ডা ও ভোজ একইসঙ্গে জমে উঠুক পাঞ্জাবি রসুইতে

  • পুজো মানেই ঠাকুর দেখার পাশাপাশি রয়েছে খাওয়া-দাওয়াও
  • পুজোর অড্ডা জমিয়ে তুলতে চলে আসুন পাঞ্জাবি রসুইতে
  • এখানে ভেজ, ননভেজের নানান রকম পদেই রয়েছে বৈচিত্র্য
  • পুজোর আড্ডা এবং ভুঁড়িভোজ সারতে পারেন এই রেস্তোরাঁতে

শরতের নীল আকাশ আর মাঠে ঘাটে কাশ ফুল জানান দিচ্ছে ঘরে মেয়ের আসার সময় হয়েছে। সেই আনন্দ মেতে উঠেছে শহর কলকাতা সহ গোটা বাংলা। কলকাতার অলিতে গলিতে চলছে পুজোর থিমের লড়াই, মানুষের ঢল নেমেছে রাস্তায় একবার একবার মাতৃ দর্শণের জন্য। দুর্গাপুজো মানেই মাতোয়ারা বাঙালি। শ্রেষ্ঠ উৎসব বলে কথা। সারা বছর এই কয়েকটা দিনের জন্য থাকতে হয় অপেক্ষা করে। 

তাই এই কয়েকটা ছুটির দিন কি ঘরে বসে কাটিয়ে দেওয়া যায়। আর পুজো মানেই ঠাকুর দেখার পাশাপাশি রয়েছে খাওয়া-দাওয়াও। তাই পুজোয় বাঙালি খাওয়ারের পাশাপাশি যদি নতুন কিছু চেখে দেখতে চান, তাহলে আর সময় নষ্ট না করে চলে আসুন ইএম বাইপাস নিকটবর্তী, অ্য়াক্রোপলিস মলের খুবই কাছে পাঞ্জাবি রসুইতে। 

Latest Videos

এই রেস্তোরাঁতে আপনি পাবেন নর্থ ইন্ডিয়ান খাওয়ারের অসাধারণ সব মেনু। ভেজ, ননভেজের নানান রকম পদেই রয়েছে বৈচিত্র্য। রকমারী কবাব থেকে শুরু করে বিরিয়ানি সবই পাওয়া যাচ্ছে সুবিধাজনক মূল্যে। তাই আড্ডা প্রিয় বাঙালির এক অন্যতম ডেস্টিনেশন এই রেস্তোরাঁ।  বাঙালি পুজোর আড্ডা সহ পুজোর পরবর্তী আড্ডা বা বিজয়া সম্মিলনী সেরে ফেলতে পারেন এখানেই। শুধু মাত্র নেটিজেনদের জন্যই নয় এই ক্যাফে আসেন অফিস ফেরত, আবসরপ্রাপ্ত বহু মানুষ মন খুলে আড্ডা দিতে আসেন এই ক্যাফে তে।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar