বাড়ির প্রধান গেটে বাস্তু দোষ থাকলে কিভাবে মুক্তি পাবেন ,জেনে নিন

Published : Sep 30, 2019, 04:38 PM IST
বাড়ির প্রধান গেটে বাস্তু দোষ থাকলে কিভাবে মুক্তি পাবেন ,জেনে নিন

সংক্ষিপ্ত

বাড়ির প্রধান গেটে বাস্তু দোষ কাটাতে আলপনা দিন বাড়ির মূল দরজাটি কাঠের হওয়া ভাল  সূর্যোদয়ের সময়ে ঘরের জানলাগুলি খুলে রাখুন  বেডরুমে কখনওই  ওয়াশ বেসিন রাখবেন না

বাস্তু শাস্ত্র অনুযায়ী পরিবারের সদস্যদের  ভাল থাকার সঙ্গে বাড়ির মূল ফটক জড়িয়ে থাকে। বাড়ির প্রধান গেটে যদি বাস্তু দোষ থাকে, তাহলে সেই বাড়ির বাসিন্দাদের শারীরিক, মানসিক এবং আর্থিক কারণে খারাপ থাকার সম্ভাবনা থাকে। একটু সচেতন হলেই এই ধরনের বাস্তু দোষ কাটিয়ে ফেলা যায়। বাস্তু শাস্ত্র অনুযায়ী 
তাহলে জেনে নিন সেক্ষেত্রে কি করা উচিত- 


১। বাড়ির প্রধান গেটে যদি বাস্তু দোষ থাকে , তাহলে সবার আগে সেখানে পুজো কিংবা যেকোনো উৎসবে আলপনা দিন।খড়ি মাটি কিংবা অন্য কোনও রঙ দিয়েও আপনি করতে পারেন। উজ্জ্বল রঙ আসলে শুভ শক্তি নিয়ে আসে।   

২। বাড়ির মূল দরজাটি কাঠের হওয়া ভাল এবং তা যেন বাড়ি বা ঘরের ভিতর দিক করে খোলে। মূল গেট বা দরজা বাইরের দিকে খুললে বাড়ির মালিক নানা রকম অসুবিধার মুখে পড়তে পারেন। ধাতব দরজা না হওয়াই ভাল।    
 
৩।  সূর্যোদয়ের সময়ে ঘরের জানলাগুলি খুলে রাখুন। এর ফলে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে। এই সময়ে ঘরের জানলা বন্ধ করে রাখলে আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যজনিত সমস্যা হতে পারে।
 
৪। বাড়ির  দরজার পিছনে ছুরি, তরোয়াল বা অন্য কোনও এই ধরনের ধারালো জিনিস রাখবেন না। এর প্রভাবে পরিবারের মধ্যেই অশান্তি হতে পারে।  

বিকল্প- যদি ঝুলিয়ে রাখতেই হয়, রান্নাঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখুন। 

৫। বেডরুমে কখনওই  ওয়াশ বেসিন রাখবেন না। এর ফলে দাম্পত্য সম্পর্কে অবিশ্বাস নেমে আসতে পারে।
 
বিকল্প- নিতান্তই যদি কোনও উপায় না থাকে,তাহলে তা পরদা দিয়ে আড়াল করে রাখুন।  

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা