Durga Puja: করোনা যোদ্ধাদের সম্মান পুজো মণ্ডপে, দূর্গা এখানে কোভিড-বিনাশকারী

ইয়ং বয়েজ ক্লাবের পুজোর থিম হল 'দূর্গা-করোনা ধ্বংসকারী'। মধ্য কলকাতার প্রথম সারির পুজোগুলির মধ্যে এটিও একটি। 

Asianet News Bangla | Published : Oct 12, 2021 8:29 AM IST


দেখতে দেখতে ৫২ বছর পার করে দিল কলকাতায় ইংয় বেঙ্গল ক্লাবের দুর্গা পুজো। কলাকাত বাকি পুজোগুলির মত এই সংস্থার উদ্যোক্তারাও থিমে পুজোতেই গুরুত্ব দেন। সময়ের সঙ্গে তাল মিলিয়েই প্রাসঙ্গিক বিষয়গুলি থিম হিসেবে নির্বাচন করে থাকেন। চলতি বছরও তার অন্যথা হয়নি। গোটা দেশ যখন দেড় বছরেরও বেশি সময় ধরে করোনাভাইরাসের সংক্রণের সঙ্গে লড়াই করছে তখন  করোনা ছড়া আর কোনও কোনও কিছুর ওপরই ভরসা করতে পারেননি উদ্যোক্তারা। তবে তবে ইয়ং বয়েজ ক্লাব মণ্ডপ সজ্জায় মূলত করোনাকালে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরন্তর প্রচেষ্টার কথাই তুলে ধরেছে। 

Latest Videos

ইয়ং বয়েজ ক্লাবের পুজোর থিম হল 'দূর্গা-করোনা ধ্বংসকারী'। মধ্য কলকাতার প্রথম সারির পুজোগুলির মধ্যে এটিও একটি। উদ্যোক্তা রাকেশ সিং-এর কথায় করোনাকালে কোভিড যোদ্ধারা যে ভাবে নিজেদের জীবন বিপন্ন করে কাজ করে যাচ্ছে তা উদাহরণ হতে থাকবে দীর্ঘ দিনের জন্য।  তাই পুজোর থিমে কোভিড যোদ্ধাদের সম্মান জানানোর উদ্দেশ্যেই এই পথ নিয়েছেন তারা। 


সংগঠনের কর্তা ব্যক্তিদের কথায় ডাক্তার, নার্স, পুলিশসহ স্বাস্থ্যকর্মী সাফাইকর্মী ও পরিবহণের সঙ্গে যুক্তদের সম্মান জানাতে চান তাঁরা। মহামারি ধনী গরীব নির্বিশেষে সকল মানুষের জীবনেই প্রভাব ফেলেছে। তাই তারা তুলে ধরেছেন তাঁদের থিমে। 

Puja Calendar 2022: আগামী বছর দূর্গা পুজো শুরু ১ অক্টোবর, নষ্ট হবে একগাদা ছুটি

Durga puja Saptami: নবপত্রিকা স্নানের মধ্যে দিয়েই সপ্তমীর পুজো শুরু, কী এই নবপত্রিকা

Pak Terrorist: সপ্তমীর সকালে গ্রেফতার অস্ত্রসহ পাক-জঙ্গি, নবরাত্রিতে হামলার পরিকল্পনা বানচাল

এই পুজো প্যান্ডেলে করোনার রূপ দেওয়া হয়েছে ওষুরকে। আর মণ্ডপ তৈরি হয়েছে হাসপাতালের আদলে। এখানে দেবী  দুর্গা করোনা বিনাশকারী রূপেই অবতীর্ণ হয়েছেন। পুজো উদ্বোধনে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মীনাদেবী পুরোহিত উপস্থিত ছিলেন। 

Share this article
click me!

Latest Videos

ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ চলছে জোরকদমে! এবার Mithakhali-তে দেখা যাবে America-র নীলকন্ঠ মন্দির!
ভরা কোটাল আসার আগেই নদী বাঁধে ধস! আতঙ্কে দিনযাপন ট্যাংরামারির বাসিন্দাদের | North 24 Parganas News
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা