নুসরতের সঙ্গে প্রসেনজিৎ-এর পুজো-পার্বণ, জানালেন শারদীয়ার শুভেচ্ছা

Published : Oct 04, 2019, 04:43 PM IST
নুসরতের সঙ্গে প্রসেনজিৎ-এর পুজো-পার্বণ, জানালেন শারদীয়ার শুভেচ্ছা

সংক্ষিপ্ত

নুসরতের সঙ্গে প্রসেনজিৎ-এর পুজোর সেলফি পঞ্চমীর সকালেন নজর কাড়লেন টলিউডের দুই তারকা পাড়ার পুজো নিয়ে ব্যস্ত এখন গুমনামী ছবির তারকা  পুজোর মাঝেই চলছে জোর প্রমোশন

পঞ্চমীর সকালে পাড়ার পুজোয় মেতে উঠলেন টলিউডের প্রিয় নেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বর্তমানে টলিউডের ব্যস্তমত এই নায়ক খানিক সময় করে নিয়ে হাজির হয়েছিলেন ২১ পল্লী পুজো কমিটিতে। সেখানেই দেখা মিলল তাঁর সঙ্গে নুসরতের। 

হলুদ রঙই এদিনই বেছে নিয়েছিলেন নুসরত জাহান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরনে ছিল সাদা রঙের টি। পুজোর আমেজে তুলে নিলেন একটি সেলফিই। পেছনে নজরে এল পুজো কমিটির তরফ থেকে তৈরি করা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি মূর্তি। 

 

চেনা লুকেই মূর্তি গড়েছিলেন পুজো কমিটি। মূর্তিটি দেখা মাত্রই মনে পড়ে যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অমরসঙ্গী ছবির চরিত্রের কথা। পুজোর মাঝে এখন কম বেশি ব্যস্ত সকলেই। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যস্ততা আর পাঁচ জনের থেকে একটু বেশি। কারণ গুমনামী নিয়ে একাধিক বিতর্কের পর অবশেষে মুক্তি পেয়েছে সেই ছবি। তারই মুক্তি পরবর্তী প্রচার নিয়ে ব্যস্ত তিনি। 

 

পুজোর আগে সকলকে শুভেচ্ছাও জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানালেন- 'আনন্দময়ীর আবাহনের পুণ্যলগ্নে, আসন্ন উৎসবমুখর দিনগুলো সকলের ভালো কাটুক!
শারদীয়ার আন্তরিক অভিনন্দন জানাই সকলকে'।

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা